|
|
|
|
|
|
তিনি বলেন
|
আমি আপনাকে প্রণবদাই বলছি।
বলতে পারি তো দাদা? |
মমতা বন্দ্যোপাধ্যায় |
প্রসঙ্গ রাষ্ট্রপতির সংবর্ধনা |
|
|
|
|
|
আজ জন্মদিন হলে
অসীম দাস |
আজকের রাশি: সিংহ।
নক্ষত্র: পূর্বফাল্গুনী।
শুভ রং: নীল, সাদা ও কালো।
এড়িয়ে চলুন: লাল ও হলুদ।
শুভ সংখ্যা: ২, ৩, ৬ ও ৯।
এড়িয়ে চলুন: ১ ও ৮।
আজ কর্মক্ষেত্রে উদ্বেগ বাড়তে পারে। বদলির সম্ভাবনা। বোনকে নিয়ে দুর্ভাবনা। সন্তানের ভুল চিকিৎসার আশঙ্কা। প্রতিবেশীকে কেন্দ্র করে অশান্তি। পরিবহণ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হতে পারেন। দাম্পত্যে সূক্ষ্ম অনুভূতির অভাবে সম্পর্কে দূরত্ব বৃদ্ধি। গলব্লাডার, কিডনিতে পাথর হতে পারে। |
|
|
|
সতর্ক থাকুন |
|
কলকাতার রাস্তাঘাটের অবস্থা জানতে ‘এসএমএস গপশপ’-এর আওতায় ‘রেজিস্ট্রেশন’ করলেই চলবে।
মোবাইলে ‘KP’ টাইপ করে তা ০৯২১৯৫৯২১৯৫ নম্বরে পাঠিয়ে দিলেই জানা যাবে বিভিন্ন রাস্তাঘাটের অবস্থা।
এসএমএস করে রাস্তার হাল জেনে নিন। ‘TRF’ লিখে ৫৭৫৭৫৬ নম্বরে পাঠিয়ে দিলেই
কোথায় কেমন যানজট, জানিয়ে দেবে ট্রাফিক পুলিশ।
ট্যাক্সিচালক প্রত্যাখ্যান করলেও ওই নম্বরে এসএমএস করুন বা ফোন করুন ১০৭৩ (টোল-ফ্রি) নম্বরে। |
|
|
|
|
|
৫০ বছর আগে
|
প্রচ্ছদ প্রদর্শনী
শুক্রবার মুখ্যমন্ত্রী শ্রীপ্রফুল্লচন্দ্র সেন শহরে দ্বিতীয় সারা ভারত বইয়ের মলাট ও জ্যাকেট প্রদর্শনী উদ্বোধন করেন। ভাল ছাপার জন্য নানা প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়। বঙ্গীয় মুদ্রক সমিতি আর্টিস্ট্রি হাউসে এর আয়োজন করিয়াছেন। কলিকাতার লয়াল আর্ট প্রেস পাইয়াছেন ভাল চিঠির প্যাড ছাপার জন্য প্রথম পুরস্কার।
— আনন্দবাজার পত্রিকা, ১৫ সেপ্টেম্বর ১৯৬২। বানান ও ভাষা অপরিবর্তিত রেখে সংক্ষেপিত। |
|
|
|
|
|
|
|
|
|
|
|