আজকের শিরোনাম
সঙ্ঘ-প্রধান কে এস সুদর্শন প্রয়াত
আজ সকালে ছত্তীসগঢ়ের রাইপুরে মারা গেলেন আরএসএস-এর প্রাক্তন প্রধান কে এস সুদর্শন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১। পরিবার সূত্রে খবর, তিনি বেশ কয়েক দিন ধরে স্মৃতিভ্রংশ জনিত রোগে ভুগছিলেন। ভাইয়ের বাড়িতে থাকাকালীন তিনি একবার নিখোঁজও হয়ে যান, পরে তাঁকে উদ্ধার করা হয়।
পেশায় টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার কে এস সুদর্শন ১৯৩১ সালে জন্মগ্রহণ করেন রাইপুরের এক ব্রাহ্মণ পরিবারে। ন’বছর বয়সে আরএসএস-এর সদস্য হন। সেখান থেকেই তাঁর পথ চলা শুরু। সঙ্ঘ-প্রচারক হিসাবে কাজ করেছেন ছয় দশক ধরে। ১৯৫৪ সালে প্রচারকের দায়িত্ব পেয়েছিলেন। ২০০০ সালের ১০ মার্চ সঙ্ঘ-প্রধান নিযুক্ত হন। শারিরীক অসুস্থতার কারণে ২০০৯-এ প্রধানের পদ থেকে অবসর নেন।

দিল্লিগামী কালকা মেলে ডাকাতি, আহত ২
আজ ভোর ৩টে নাগাদ হাওড়া থেকে দিল্লিগামী কালকা মেলে অবাধে লুঠরাট চালাল ডাকাতরা। প্রায় ঘণ্টা দেড়েক ধরে তাণ্ডব চালিয়েছে বলে জানান যাত্রীরা। তারা আরও জানান, সাসারাম ও গয়ার মাঝে চলন্ত ট্রেনে ওঠে ১০-১২ জন সশস্ত্র ডাকাত। তাদের প্রত্যেকের মুখ ঢাকা ছিল। ট্রেনে উঠেই তারা যাত্রীদের কাছ থেকে টাকা পয়সা ও গয়না লুঠ করে। বাধা দিতে গেলে বেশ কয়েক জনকে ব্যাপক মারধরও করেছে বলে অভিযোগ যাত্রীদের। বাদ যায়নি শিশুরাও। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৪ জন যাত্রী। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে রেল সূত্রে খবর। অন্য দিকে, যাত্রীরা আরও জানিয়েছেন, এত ক্ষণ ধরে ডাকাতরা সংরক্ষিত কামরায় তাণ্ডব চালাল, অথচ কোনও আরপিএফ জওয়ানের দেখা মেলেনি। সমস্ত ঘটনার প্রতিবাদ জানিয়ে মোগলসরাই স্টেশনে বিক্ষোভ দেখান যাত্রীরা। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে রেল পুলিশ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.