টুকরো খবর
সরকারি কর্মী সংগঠন একত্র করতে রিপোর্ট
তৃণমূল সমর্থিত সরকারি কর্মী সংগঠনগুলিকে এক ছাতার তলায় আনার ব্যাপারে একটি বিশেষ রিপোর্ট জমা পড়েছে রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে। দলের তরফে যে-সব নেতাকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল, তাঁরাই ওই রিপোর্ট তৈরি করেছেন বলে শুক্রবার মহাকরণে জানান শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু। তিনি জানান, কয়েক বছর ধরেই ইউনিয়নগুলিকে এক জায়গায় আনার চেষ্টা চলছে। সেই কাজ অনেকটাই এগিয়েছে। ইদানীং বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠছে, তৃণমূলের সমর্থক হিসেবে মহাকরণ থেকে শুরু করে বহু সরকারি দফতরেই একাধিক সংগঠন রয়েছে। রয়েছে একাধিক নেতাও। রাজ্যের বহু কল-কারখানাতেও একই অবস্থা চলছে। এর ফলে কর্মী-সমর্থকদের অনেকেই বিভ্রান্ত। এই সমস্যার সমাধানের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই উদ্যোগী হয়ে ইউনিয়নগুলিকে এক জায়গায় নিয়ে আসার কথা বলেন। সেই সূত্র ধরেই দলের পক্ষ থেকে কয়েক জন নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনটি দুর্ঘটনা, মৃত ৩
পরমা আইল্যান্ডের কাছে দুর্ঘটনায় শুক্রবার মৃত্যু হল এক মোটরবাইক আরোহীর। পুলিশ জানায়, মৃতের নাম দেবপ্রিয় দত্তরায় (২৮)। এ দিনই, বালিতে লরির ধাক্কায় মৃত্যু হয় লালবাবু গোয়ালা নামে এক গ্যাংম্যানের। অন্য দিকে, কামারহাটি মোড়ে ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় শেখ মনু (৪৫) নামে এক রিকশাচালকের।

প্রণব-দর্শনে
ছিলেন ২৬৯ জন। তাঁদের কেউ দিলেন রবীন্দ্র রচনাবলি। কেউ বা মাইকেল কাব্যসমগ্র। ওঁরা রাজভবনে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ‘দর্শনার্থী’ কংগ্রেস সাংসদ, বিধায়ক, নেতা বা নেহাতই সাধারণ কর্মী।

সময়ে বোনাস
সংগঠিত, অসংগঠিত ক্ষেত্রে ঠিক সময়ে পুজোর বোনাস দেওয়ার আর্জি জানিয়েছে শ্রম দফতর। শ্রমমন্ত্রী জানান, সব ক্ষেত্রে ৫ অক্টোবরের মধ্যে বোনাস দিতে হবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.