বড়জোড়ার হাটআশুড়িয়ার একটি রেলের যন্ত্রাংশ তৈরির কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে শতাধিক অস্থায়ী কর্মীদের ছাটাই করার অভিযোগ তুলল আইএনটিটিইউসি। ওই কারখানা সূত্রের খবর, বৃহস্পতিবার থেকে কারখানার অস্থায়ী শ্রমিকদের কাজে যোগ দিতে দেওয়া হচ্ছে না। কারখানার উপাদনও বন্ধ রয়েছে। ওই কারখানার ঠিকাশ্রমিক হাটাশুড়িয়ার বাসিন্দা গৌতম ডাঙর, পবিত্র বুড়ুরা বলেন, “বুধবার মৌখিক ভাবে আমাদের কাজে আসতে নিষেধ করেছিল কারখানা কর্তৃপক্ষ। বৃহস্পতিবার কাজে যোগ দিতে গেলে গেটেই আমাদের আটকে দেওয়া হয়।
সংগঠনের নেতা অলোক মুখোপাধ্যায় বলেন, “পুজোর মুখে কর্মীদের ছাটাই করে অন্যায় করেছে কারখানা কর্তৃপক্ষ। এর প্রতিবাদ করে কর্মীদের কাজে যোগদান করতে দেওয়ার দাবি তুলছি।” এ ব্যাপারে বিডিওকে লিখিত ভাবে জানিয়েছেন কর্মীরা। যদিও ছাটাইয়ের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করছেন কারখানা কর্তৃপক্ষ।
ওই কারখানার অন্যতম কর্ণধার বিকাশ ধাওয়াস বলেন, “রেল থেকে দীর্ঘদিন ধরে কোনও অর্ডার না আসায় আর্থিক ক্ষতির মধ্যে দিয়ে যাচ্ছে। তাই আপাতত কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি আমরা। বিষয়টি নোটিস দিয়েও জানানো হয়েছে। তার পরেও কেন শ্রমিক ছাটাইয়ের কথা বলা হচ্ছে বুঝতে পারছি না।” তিনি বলেন, “কারখানা চালু হলে ফের শ্রমিকেরা কাজে যোগ দিতে পারবেন।”
বড়জোড়া ব্লকের বিডিও ইস্তেয়াক আহমদ খান বলেন, “কর্মী ছাটাইয়ের অভিযোগ করেছে ওই কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে। কারখানা কর্তৃপক্ষও কারখানা বন্ধ করে দেওয়ার কারণ লিখিত ভাবে জানিয়েছেন। শ্রমদফতরকে আমি বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিতে বলেছি।” |