পিঁপড়ে হাই তোলে, সত্যি
১৩৮৬ সালে ফ্রান্সে একটি শিশুকে মেরে ফেলার অপরাধে প্রাণদণ্ড দেওয়া হয় একটা শুয়োরকে। বিচারটাকে জনতার গ্রহণযোগ্য করার জন্য শুয়োরটাকে মানুষের মতো জামাকাপড় পরিয়ে, গোটা আইনি ব্যবস্থার মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়, এমনকী ধরিয়ে দেওয়া হয় আইনি চিঠিও।

পৃথিবীর তাবৎ মানুষের হাতের আঙুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট যে স্বতন্ত্র ও আলাদা, সে তো জানা কথা। কিন্তু আমাদের প্রত্যেকের জিহ্বার ছাপও যে ইউনিক, তা জানেন কি?

ভেবেছেন আড়মোড়া ভাঙাটা কেবল মানুষের
একচেটিয়া? পিঁপড়েরাও ঘুম থেকে জেগে
শরীরটা টানটান করে নেয় খানিক। এমনকী,
দিনের কাজে নামার আগে ঠিক মানুষের
মতোই হাই তুলে নেয় একবার।


জিয়াং ইয়ুনলং, জিয়াং ইয়ুনশিয়াও, জিয়াং ইয়ুনহান, জিয়াং ইয়ুনলিন। গুলিয়ে যাচ্ছে তো? সকলেরই যায়, এমনকী ওদের মা-বাবারও। দক্ষিণ চিনের শেনঝেন শহরের ছ’বছর বয়সী এই চার ভাইয়ের জন্ম একসঙ্গে, এবং তাদের দেখতে হুবহু এক। এক ভাই দুষ্টুমি করলে আর এক ভাই শাস্তি পেয়েছে, এ রকম তো কত বার ঘটেছে! স্কুলে মাস্টারমশাই, দিদিমণিরাও নাজেহাল। তো, ঠেকায় পড়লে বুদ্ধি বেরোয়, আর বুদ্ধি থাকলেই উপায় হয়। শেষ পর্যন্ত উপায় বের করেছেন বাবা-মা। চার জনের চুল কাটিয়েছেন এমন ভাবে যে এক এক জনের মাথায় এক একটি সংখ্যা ১, ২, ৩, ৪। চুলের অক্ষরে লেখা, দিব্যি ফুটে উঠেছে। ব্যস্, আর কোনও গোল নেই, চুল দিয়ে যায় চেনা। নিয়মিত চুলের কেয়ারি না করলে অবশ্য নবকেশোদ্গমে শিশুদের আইডেনটিটি ঢাকা পড়ে যাবে।

চার হাজার বছর আগের ব্যাবিলনে মেয়ের বিয়ে দেওয়া বাবা
তার জামাইকে বিয়ের পর গোটা এক মাস জামাইয়ের ইচ্ছেমতো
‘মিড্’ (মধু মেশানো বিয়ার)-এর জোগান দিতে বাধ্য থাকতেন।
চান্দ্র-ক্যালেন্ডার অনুসারে ওই মাসটাকে বলা হত ‘হানি মান্থ’।
সেখান থেকেই এসেছে আজকের ‘হানিমুন’ বা মধুচন্দ্রিমা।


২০০১ সালে হরিয়ানার এক গ্রামবাসী গ্রামীণ ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে একটি
মোষ কিনেছিলেন। পনেরো হাজার টাকার বিমাও ছিল মোষটির জন্য। কয়েক
মাস পরে সে মারা যায়। ব্যাঙ্ক বিমার টাকা দেয় না। মামলা চলে দশ বছরের
বেশি। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট ব্যাঙ্ককে নির্দেশ দিয়েছে, ওই গ্রামবাসীকে
পঁচিশ হাজার টাকার বেশি মিটিয়ে দিতে হবে বিমা প্লাস ক্ষতিপূরণ।
অবান্তর মামলা সর্বোচ্চ আদালত পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য বিচারকদের
কাছে কড়া বকুনি খেয়েছেন ব্যাঙ্কের কর্তারা। স্বভাব যাবে কি?



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.