প্রসূতি ওয়ার্ডে নোংরা সরাতে বলে পিঠে চড় মেরে ‘শাসন’ করার অভিযোগে তৃণমূলের আন্দোলনের জেরে আয়ার পা ধরে ক্ষমা চাইতে হল হাসপাতাল সুপারকে। বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট জেলা হাসপাতালের ঘটনাটি ঘটে। হাসপাতাল সূত্রের খবর, এক আয়াকে পিঠে চড় মেরে শাসন করার অভিযোগ তুলে অন্য আয়ারা বিক্ষোভে ফেটে পড়েন। খবর যায় তৃণমূল কংগ্রেস নেতাদের কাছে। এরপর হাসপাতাল সুপার বুদ্ধদেব মণ্ডল ঘর ভর্তি নেতা কর্মীদের সামনে ওই আয়া বাসন্তী সাহার পা ধরে ক্ষমা চাইলে উত্তেজনা কমে। বিক্ষোভকারী এক আয়া মমতা দাস বলেন, “সুপার আমাদের সকলের পা ধরে ক্ষমা চাইতে উদ্যত হন। তবে বাসন্তীদেবী সহ দু’জনের পায়ে হাত দিয়ে তিনি ক্ষমা চেয়ে ভুল স্বীকার করায় আমরা আন্দোলন তুলে নিয়ে কাজে ফিরি।” ঘটনার জেরে হাসপাতালে শোরগোল পড়ে যায়। সুপার বুদ্ধদেববাবু এ বিষয়ে সংবাদ মাধ্যমের কাছে কিছু বলতে চাননি। তবে ঘনিষ্ঠ মহলে তিনি জানান, ওই আয়ার পিঠে হালকাভাবে চড় দিয়ে তিনি নোংরা পরিষ্কার করতে বলেছিলেন। অপমান করার উদ্দেশ্য ছিল না। তৃণমূলের বালুরঘাট টাউন কমিটির সভাপতি অসিত রায় বলেন, “সুপারকে আমরা পা ধরে ক্ষমা চাইতে বলিনি। মায়ের বয়সী বৃদ্ধা আয়া বাসন্তীদেবীকে চড় মেরে তিনি অন্যায় করেছেন, তা স্বীকার করে নিতে বলা হয়। কিন্তু সুপার বুদ্ধদেববাবু নিজেই আয়ার পা ধরে ক্ষমা চেয়েছেন।” ওই আয়ার বিরুদ্ধে সুপার যেন কোনও কড়া পদক্ষেপ না নেন, তা মনে করিয়ে তৃণমূল নেতারা সুপারকে সতর্ক করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। দক্ষিণ দিনাজপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক কাজল মন্ডল বলেন, “হাসপাতাল সুপার আমাকে কিছু জানাননি। বিষয়টি খতিয়ে দেখা হবে।” হাসপাতালের একাংশ কর্মী জানিয়েছেন, এদিন সকালে হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে পরিদর্শনের সময় সুপার বুদ্ধদেব মন্ডল দেখেন, আয়া বাসন্তীদেবী মেঝেতে নোংরা কাপড় রেখে শয্যা পরিষ্কার করছেন। সেই সময় সুপার ওই আয়ার পিঠে চড় মেরে বকাঝকা করে চলে যান বলে অভিযোগ। এরপরই ওই আয়াকে কাঁদতে দেখে অন্য আয়ারা ঘটনার প্রতিবাদে সরব হন। টেলিফোনে ঘটনার খবর দেওয়া হয় টাউন তৃণমূল নেতাদের। বিকেল ২টা নাগাদ সুপারের ঘরের দরজা বন্ধ করে তৃণমূলের নেতৃত্বে আয়াদের বিক্ষোভ শুরু হয়। বেলতলা পার্কের বাসিন্দা ওই আয়া বাসন্তীদেবী বলেন, “২০ বছর ধরে হাসপাতালে আয়ার কাজ করছি। এমন ভাবে অপমানিত হতে হয়নি। তবে সুপার পায়ে হাত দিয়ে ক্ষমা চাইবেন, ভাবতে পারিনি।”
চুরি। মন্দিরের তালা ভেঙে গোপালের বিগ্রহ-সহ মূল্যবান সামগ্রী চুরি হল। বুধবার রাতে বক্সিরহাট থানার জোড়াই বাজার লাগোয়া এলাকার একটি মন্দিরের ভেতরে ঢুকে বিগ্রহ, রূপোর গয়না, পুজোর উপকরণ নিয়ে পালায় দুষ্কৃতীরা। |