শামুকতলায় কিছু পুজো বন্ধের হুমকি |
মূল্যবৃদ্ধির জেরে জিনিসপত্রের দাম বেড়েছে। অথচ চাঁদার পরিমাণ পাঁচ বছর আগে যা ছিল তাই রয়েছে। আছে অনুমতি নিয়ে প্রশাসনিক কড়াকড়িও। চাঁদা তুলতে গিয়ে বেশি টাকা দাবি করলেই জোরজুলুমের অভিযোগ জমা পড়ছে থানায়। এই অভিযোগে ডুয়ার্সের শামুকতলার সর্বজনীন পুজো কমিটিগুলি পুজো বয়কটের হুমকি দিয়েছে। তাঁরা প্রতি কমিটি থেকে তিন জন করে নিয়ে ২৭ জনের পুজো বয়কট কমিটি গড়েছেন। শীঘ্রই এই সিদ্ধান্তের কথা মাইকে প্রচার করবেন বলে জানান। এই সিদ্ধান্তের ফলে হয়তো এ বার পুজোর আনন্দ থেকে বঞ্চিতই হতে চলেছেন শামুকতলার বাসিন্দারা। শামুকতলায় পুজোর সংখ্যা ৯টি। আরএসপি-র বিধায়ক দশরথ তিরকে বলেন, “উদ্যোক্তারা অনেক পরিশ্রম করে পুজোর আয়োজন করেন। সমস্ত মানুষ তাঁদের দিকে তাকিয়ে থাকেন। আমি মনে করি, বিষয়টি ওই কমিটির ভেবে দেখা দরকার। আমার সহযোগিতার প্রয়োজন হলে অবশ্যই করব।” আলিপুরদুয়ার-২ বিডিও সৌমেন মাইতি বলেন, “সরকারি অনুমতি সহ প্রশাসনিক ভাবে কমিটিগুলিকে সাহায্য করা হয়। সমস্যা হলে দেখব। তবে পুজো বয়কটের সিদ্ধান্ত ঠিক নয়।” পুজা বয়কট কমিটির তরফে সুভাষ ঘোষ, রাকেশ অগ্রবাল, ঝন্টু রবি দাসেরা জানান, পূজা করতে গিয়ে সমস্যায় পড়ছি। সমস্ত পুজার উপকরণের দাম বেড়েছে। চাঁদার পরিমাণ বাড়াছে না। গত বছর ৪ কমিটির নামে পুলিশের কাছে জুলুমবাজির অভিযোগ করে কয়েকজন ব্যবসায়ী। এমনকি, চাঁদা চাইতে গেলে মাছ ব্যবসায়ীরা মারধর করে। অনেক চাঁদা নিয়ে দিয়ে পুলিশের ভয় দেখায়। ব্যবসায়ীরা ২০ টাকার বেশি চাঁদা দিতে চাইছে না। এই সব অভিজ্ঞতা থেকে পুজো করতে চাইছি না। এই খবরে মাথায় হাত জামাকাপড়, জুতোর ব্যবসায়ী থেকে শুরু করে মৃৎশিল্পীদের। তাঁরা জানাচ্ছেন, শিল্পীদের অনেকে ঋণ নিয়ে মালপত্র এনে ফেলেছেন। প্রতিমার কাজ শেষ পর্যায়ে। তাই এলাকায় পুজো না হলে লোকসানে পড়তে হবে।
|
জলপাইগুড়ি কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের পরিচালন সমিতির নির্বাচনের নতুন দিনক্ষণ ঘোষণার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে ভোটার তালিকা নিয়ে যে অভিয়োগ জমা পড়েছে, সেগুলিও গুরুত্ব দিয়ে বিবেচনা করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। জলপাইগুড়ি কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের নির্বাচনের প্রক্রিয়া গত অগস্ট মাসে শুরু হওয়ার পরেই একাধিক বির্তক দেখা দেয়। ভোটার তালিকায় ভুয়ো সমবায় সমিতির নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করে মনোনয়ন পত্র তোলা ও জমা দেওয়ার প্রক্রিয়ায় বাধা দেয় তৃণমূল। ফলে ভোটের প্রক্রিয়া মাঝপথে থমকে যায়। এর পরেই ব্যাঙ্কের অধীনস্থ একটি সমবায় সমিতির তরফে একই সূচিতে নির্বাচন করার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানায়। পুরনো ভোটার তালিকা বহাল রাখারও আর্জি জানায় সমবায় সংস্থাটি। বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের সিঙ্গল বেঞ্চ সব পক্ষের যুক্তি শুনে নতুন করে নির্বাচন সূচি ঘোষণা করা এবং ভোটার তালিকা নিয়ে ওঠা অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন বলে ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে। যুব তৃণমূলের কার্যকরি সভাপতি সৌরভ চক্রবর্ত্তী নিজেই ওই মামলার শুনানিতে সওয়াল করেছেন। এ দিন সৌরভবাবু বলেন, “গণতান্ত্রিক ভাবে নির্বাচন হলে পরাজয় নিশ্চিত জেনেই তড়িঘড়ি আদালতে মামলা করেছিল বর্তমান পরিচালন সমিতি। হাইকোর্টের রায় তাদের বিপক্ষেই গিয়েছে। ভোটার তালিকা নিয়ে যে অভিযোগ উঠেছিল সেগুলি খতিয়ে দেখে তবেই নির্বাচনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।” ব্যাঙ্কের বিদায়ী চেয়ারম্যান গোবিন্দ রায় বলেন, “হাইকোর্ট নতুন করে নির্বাচনের সূচি ঘোষণার নির্দেশ দিয়েছেন। এটাই আমাদের দাবি ছিল।”
|
গভীর রাতে ঘুম থেকে ডেকে তুলে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। বুধবার রাত ১২টা নাগাদ ঘটনাটি ঘটে আমবাড়ি পুলিশ ফাঁড়ি এলাকায়। পুলিশ জানায়, মৃতের নাম খগেন্দ্রনাথ রায় (৬৫)। তাঁর বাড়ি শিলিগুড়ির সুভাষপল্লিতে। তাঁর আমবাড়িতে একটি খামার বাড়ি রয়েছে। ওই দিন রাতে সেখানেই ছিলেন তিনি। যে যুবকের বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে তিনি খগেন্দ্রনাথবাবুর জমি চাষ করতেন। ওই দিন সন্ধ্যায় মদ্যপ অবস্থায় অভিযুক্ত তাঁর স্ত্রীকে মারধর করছিলেন বলে অভিযোগ। তা নিয়েই তাকে বকাবকি করেন খগেন্দ্রনাথবাবু। শিলিগুড়ির অতিরিক্ত ডেপুটি পুলিশ সুপার এ রবীন্দ্রনাথ বলেন, “ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। কুড়ুল নিয়ে অভিযুক্ত পালিয়েছে। তল্লাশি শুরু হয়েছে।” খগেন্দ্রনাথবাবু জলপাইগুড়ি জেলাশাসকের দফতরে গাড়ি চালাতেন।
|
মহকুমার প্রাথমিক স্কুলগুলিতে ২০০৯ সালের ১৭০ টি শূন্য পদে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে উদ্যোগী হল শিলিগুড়ি প্রাথমিক বিদ্যালয় সংসদ। বৃহস্পতিবার সংসদের নতুন কমিটির প্রথম সভা হয়। নিয়োগ প্রক্রিয়া শুরু করতে এ দিন ১১ জনের একটি সাব কমিটি গঠন করা হয়েছে। আগামী ১৯ সেপ্টেম্বর সংসদের পরবর্তী সভায় ওই শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দিনক্ষণ চূড়ান্ত করতে তৎপর কর্তৃপক্ষ। শিলিগুড়ি প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান সমর চক্রবর্তী বলেন, “এ দিন নতুন কমিটির প্রথম সভা হয়েছে। সেখানেই ২০০৯ সালের ১৭০ টি শূন্য পদে নিয়োগের প্রক্রিয়া দ্রুত শুরু করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা চাইছি পরবর্তী বৈঠকে যাতে পরীক্ষার দিন ঘোষণা করা যায়।” ১৭০টি আসনের মধ্যে বাংলা মাধ্যমে শূন্যপদ রয়েছে ১২১টি, হিন্দি স্কুলগুলিতে ২৬টি, নেপালি এবং উর্দু স্কুলগুলিতে ২০টি এবং ৩টি।
|
অস্থায়ী চতুর্থ শ্রেণির পদে কর্মী নিয়োগের আবেদন না নেওয়ার অভিযোগ উঠল আলিপুর দুয়ার কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে। গত বুধবার কয়েক জন চাকরি প্রার্থী আলিপুরদুয়ারের মহকুমা শাসকের কাছে ওই অভিযোগ জানিয়েছেন।
|
জাতীয় সড়কের উপর গাছের ডাল ভেঙে পড়ায় দেখা দেয় যানজট। বৃহস্পতিবার ইসলামপুরের কলেজমোড় এলাকার ঘটনা। |