শহরে সংগঠন চাঙ্গা করাই লক্ষ্য ছিল অভিষেকের |
জঙ্গলমহল থেকে সরে এসে নতুন ভাবে সংগঠন চাঙ্গা করার কাজ শুরু করেছিলেন মাওবাদী নেতা অভিষেক মুখোপাধ্যায় ওরফে অরণ্য। তাঁর এই কাজে যুক্ত ছিলেন এক অধ্যাপক এবং এক দল ছাত্রছাত্রীও। মঙ্গলবার রাতে দুই সঙ্গী-সহ অভিষেককে গ্রেফতার করে কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)। ধৃতদের জেরা করে শহরের ভিতরে মাওবাদী সংগঠন চাঙ্গা করার কথা জানা গিয়েছে বলে গোয়েন্দাদের দাবি। এসটিএফ সূত্রের খবর, বছর দুয়েক ধরে ব্যারাকপুর শিল্পাঞ্চলের শ্রমিক বস্তি এলাকায় থাকতেন অভিষেক। শহরে মাওবাদী-ঘনিষ্ঠ কয়েক জনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। অভিষেকের কাছে পাওয়া নথির মধ্যে তাঁর ঘনিষ্ঠদের চিঠিও মিলেছে।
|
ট্রেনে ৮১ কোটি টাকার বাতিল নোট মুম্বইয়ে পাঠানোর সময়ে নিরাপত্তার দায়িত্বে থাকা রাজ্য পুলিশের ১৪ জন সশস্ত্র কর্মীর ভূমিকা তদন্ত করে দেখছেন ডিআইজি (সশস্ত্র) মনোজ বর্মা। ২ সেপ্টেম্বর কুরলা এক্সপ্রেসে ১৮০টি বাক্সে দু’টি ব্যাঙ্কের বাতিল নোট পাঠানোর সময়ে ৪৫ লক্ষ টাকার একটি বাক্স লোপাট হয় বলে অভিযোগ। |