টুকরো খবর
সাগরদিঘিতে কয়লা আনতে লুপলাইনের ভাবনা রাজ্যের
সময় বাঁচাতে লুপলাইন তৈরি করে সাগরদিঘিতে কয়লা আনার কথা ভাবছে রাজ্য। পরিবহন সমস্যায় সাগরদিঘি তাপ বিদ্যুৎ কেন্দ্রের কাজে ব্যাঘাত ঘটছে। এই সমস্যা কাটাতে সাগরদিঘির গোঁসাইগ্রাম থেকে মনিগ্রাম পর্যন্ত লুপলাইন তৈরির কাজ শুরু করা হয়েছে। সেই কাজ শেষ হলেই এই সমস্যা কেটে যাবে। বৃহস্পতিবার সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রে সাংবাদিকদের কাছে এ কথা জানিয়েছেন পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগমের চেয়ারম্যান কাম ম্যানেজিং ডিরেক্টর কৃষ্ণ গুপ্ত। তিনি বলেন, “সাগরদিঘিতে বর্তমানে ৩০০ মেগাওয়াটের ২টি ইউনিট চলছে। ঝাড়খন্ড থেকে তিলডাঙা ও ফরাক্কা হয়ে ঘুরে রেলপথে কয়লা আসার ফলে প্রায় ১০ ঘন্টা করে বেশি সময় লাগছে। লুপ লাইন হলে নলহাটি-আজিমগঞ্জ রেলপথ হয়ে সরাসরি ১০ ঘন্টা সময় বাঁচিয়ে কয়লা বোঝাই মালগাড়ি প্ল্যান্টে ঢুকে পড়বে।”
সাগরদিঘিতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বয়লার সংস্থাপন অনুষ্ঠান। —নিজস্ব চিত্র।
তিনি আরও বলেন, “এছাড়াও গনকর স্টেশন থেকে আর একটি লুপ লাইন তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। তাতে দুটি রেলপথই ব্যবহার করা সম্ভব হবে কয়লা পরিবহনে। এতে কাজের সুবিধে বাড়বে।” এ দিন কৃষ্ণবাবু সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রে নির্মীয়মান ৫০০ মেগাওয়াটের তৃতীয় ইউনিটের বয়লার সংস্থাপনের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন। সাগরদিঘিতে বর্তমানে ৩০০ মেগাওয়াটের দুটি ইউনিট চালু রয়েছে। তৃতীয় ও চতুর্থ ইউনিট দুটি তৈরি হবে ৫০০ মেগাওয়াট করে। চতুর্থ ইউনিটে বয়লার উত্তোলন হবে নভেম্বরে। এর ফলে ৩৩ শতাংশ কাজ শেষ হল। কৃষ্ণবাবু বলেন, “৪৮ মাসের মধ্যে তৃতীয় ও চতুর্থ ইউনিট সম্পূর্ণ করার লক্ষ্য স্থির হলেও তা ৮ মাস কমিয়ে আনা গিয়েছে। অর্থাৎ ২০১৪ সালের শেষে সম্পূর্ণ হয়ে যাবে তৃতীয় ইউনিটের কাজ। তার ৩ মাস পরেই শেষ হবে চতুর্থ ইউনিট।”

ব্যবসায়ীর বাড়িতে লুঠ
চিলেকোটার দরজা দিয়ে বাড়িতে ঢুকে লক্ষাধিক টাকার গয়না ও নগদ বেশ কয়েক হাজার টাকা লুঠ করে চম্পট দিল দুষ্কৃতীরা। বুধবার রাতে সালারের হাজমপাড়ায় কদর আলি খানের বাড়িতে ওই ডাকাতি। পুলিশ সূত্রের খবর, বুধবার রাত সাড়ে বারোটা নাগাদ এলাকার পাইকারী মুদির ব্যবসায়ী কদরবাবু সবে সারাদিনের কারবারের হিসেব-নিকেশ শেষ করেছেন। এমন সময় দু’জন দুষ্কৃতী দোতলা বাড়ির ছাদের সিঁড়ি বেয়ে ঘরে ঢোকে। আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র দেখিয়ে কয়েক ভরি সোনার গয়না ও বেশ কয়েক হাজার টাকা লুঠ করে পালায়। পুলিশ জানায়, দুষ্কৃতীরা পায়ে হেঁটেই এসেছিল। লুঠপাটের সময় ডাকাতদের সঙ্গে ধস্তাধস্তিতে বাড়ির মালিক কদরবাবু মাথায় ও থুতনিতে চোঠ পান। এই ডাকাতির ঘটনায় এলাকার ব্যবসায়ী মহল উদ্বিগ্ন। সালারের মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক গোলাম দস্তগির এলান বলেন, “এই ঘটনায় সমস্ত ব্যবসায়ীরা আতঙ্কিত। সালারের নিরাপত্তা আরও জোরদার করার ব্যাপারে পুলিশের চিন্তা-ভাবনা করা দরকার।’’ প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, ওই ব্যবসায়ীর পরিবারের সঙ্গে দুষ্কৃতীদের সম্পর্ক রয়েছে। তারা সকলেই স্থানীয় বাসিন্দা বলে পুলিশের ধারণা। মুর্শিদাবাদ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্র চক্রবর্তী বলেন, “কান্দির এসডিপিও কে ঘটনার তদন্ত করতে বলা হয়েছে। তদন্ত চলছে। শীঘ্রই দোষীরা ওই ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পারব।”

পাটের সহায়ক মূল্য বৃদ্ধির দাবিতে আন্দোলন বহরমপুরে। —নিজস্ব চিত্র।

পঞ্চায়েতে চুরি
তালা ভেঙে ঢুকে নবগ্রাম পঞ্চায়েত কার্যালয় থেকে দুটি কম্পিউটার চুরি করে নিয়ে পালায় দুষ্কৃতীরা। বুধবার রাতের ওই চুরির ঘটনায় বৃহস্পতিবার নবগ্রাম থানায় অভিযোগ দায়ের হয়েছে। নবগ্রাম পঞ্চায়েত কার্যালয়টি ৩৪ নম্বর জাতীয় সড়কের লাগোয়া চানক বাসস্ট্যান্ডের কাছে। পঞ্চায়েত প্রধান সিপিএমের শামিমা বিবি বলেন, “পঞ্চায়েত কার্যালয়ের পিছনের দিকের দরজার তালা ভেঙে দুষ্কৃতীরা ভেতরে ঢুকে দুটি কম্পিউটার চুরি করে নিয়ে গিয়েছে। অন্য একটি কম্পিউটারের হার্ড ডিস্কের গায়ে নবগ্রাম পঞ্চায়েত লেখা ছিল। ফলে তা ভেঙে কম্পিফটারের হার্ড ডিস্ক নিয়ে যায়। এছাড়া অন্য কিছু খোয়া যায়নি।” এদিন সকালে পঞ্চায়েতের কর্মীরা সদর দরজার তালা খুলে ভেতরে ঢুকে দেখেন কম্পিউটারগুলি উধাও। বিডিও সায়ন দাশগুপ্ত বলেন, “পঞ্চায়েত প্রধানের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করার জন্য পুলিশকে জানিয়েছি।”

‘শিশু-চোর’ সন্দেহে গণপ্রহার
‘শিশু-চোর’ সন্দেহে গনপিটুনির শিকার হলেন হকা বিশ্বাস নামে এক ব্যক্তি। বাড়ি চাপড়ার বাঙালঝি এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে তেহট্ট মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পরে শিশুটির বাড়ির লোকের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে। তেহট্টের এসডিপিও মলয় মজুমদার বলেন, “গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সে নাকি শিশু চুরির চেষ্টা করছিল।” পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বেলা ১০টা নাগাদ তেহট্টের দেবনাথপুর গ্রামে দু’টি বাচ্চা মেয়ে রাস্তার ধারে খেলা করছিল। অভিযোগ, সেই সময় ধৃত ওই ব্যক্তি দোলন বিশ্বাস নামে বছর পাঁচেকের একটি শিশুকে ধরার চেষ্টা করছিল। মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে ধরে ফেলে। তারপর তাকে বাঁশ ও লোহার রড দিয়ে বেধড়ক পেটায়। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এফডিআই-এর বিরোধিতা
খুচরো ব্যবসায় বৃহৎ পুঁজির বিনিযোগ নিয়ে সোচ্চার প্রতিবাদ উঠল জঙ্গিপুরে ব্যবসায়ী সমিতির সম্মেলনে। বৃহস্পতিবার রঘুনাথগঞ্জ রবীন্দ্রভবনের এই সম্মেলনে যোগ দেন শহরের প্রায় চারশো ব্যবসায়ী। ছোট-বড় সমস্ত ধরনের ব্যবসার ক্ষেত্রে কর ব্যবস্থার সরলীকরণ, পুলিশি হয়রানি বন্ধ সহ বিভিন্ন দাবি জানানো হয় এই সম্মেলনে। বহরমপুরের জেলা চেম্বার অ্যান্ড কমার্সের যুগ্ম সম্পাদক প্রদ্যোৎ দে বলেন, “খুচরো ব্যবসার সঙ্গে জড়িয়ে আছে গ্রামীণ অর্থনীতির বুনিয়াদ। সেখানে বৃহৎ পুঁজির অবাধ প্রবেশ ঘটলে সর্বনাশ নেমে আসবে বাংলার সামাজিক ও অর্থনীতির ক্ষেত্রে।”

দেহ উদ্ধার
এক বৃদ্ধার ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। নাম রেহিলা ঘোষ (৭৮)। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে পুলিশ ওই বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করেছে। কান্দি থানার আন্দুলিয়া অঞ্চলের গোপালপুর এলাকার বাসিন্দা ওই প্রৌঢ়া।

লম্বায় ৬ ফুট ও উচ্চতায় সাড়ে ৩ ফুট এই দুর্গার পুরোটাই নারকেলের মালা দিয়ে
তৈরি করছেন নদিয়ার আড়ংঘাটার বস্তা গ্রামের শিল্পী সঞ্জয় বিশ্বাস। ছবি: সুদীপ ভট্টাচার্য।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.