টিএমসিপির গোঁ, লাল পাল্টে সবুজ কার্পেট সমাবর্তনে
তৃণমূল-সমর্থক ছাত্র ও কর্মীদের ঘোর আপত্তি! তাই কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন সভায় রেড কার্পেট বা লাল গালিচা সরিয়ে পাততে হল সবুজ কার্পেট।
বৃহস্পতিবার ওই সমাবর্তনে বিশিষ্ট অতিথিদের মধ্যে ছিলেন বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল এম কে নারায়ণন। অতিথিদের অভ্যর্থনার অঙ্গ হিসেবেই লাল কার্পেট পাতা দীর্ঘ কালের রীতি। তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি) পরিচালিত ছাত্র সংসদের সম্পাদক তন্ময় আচার্যও সে-কথা মেনে নিয়েছেন। কিন্তু তার পরেও টিএমসিপি-র আপত্তি বহাল থাকে। লাল কার্পেট সরাতেই হবে।
সমাবর্তন অনুষ্ঠানে সবুজ কার্পেটে হাঁটছেন রাজ্যপাল। —নিজস্ব চিত্র
কেন? ছাত্র সংসদের সম্পাদকের বক্তব্য, “আমরা জানি, লাল কার্পেটকে সম্মানের প্রতীক হিসেবে গণ্য করা হয়। কিন্তু ৩৪ বছরের বাম জামানার পরে পশ্চিমবঙ্গে লাল রং একটি রাজনৈতিক দলের প্রতীক বলেই নির্দিষ্ট হয়ে গিয়েছে।” কিন্তু সবুজ কার্পেট কেন? তন্ময়ের সাফাই, “আমরা লাল কার্পেট সরাতে বলেছিলাম। তার জায়গায় ডেকরেটর সবুজ কার্পেট পেতেছেন। আমরা তো তা বলিনি।” কার্পেটের রং বদল নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্ববিদ্যালয়ের কর্মী ও ছাত্রছাত্রীদের অন্য একটি অংশ। এই ঘটনার প্রতিক্রিয়া হয়েছে আলিমুদ্দিনেও। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য তথা সাংসদ শ্যামল চক্রবর্তীর তির্যক উক্তি, “এর পরে ওরা নিশ্চয়ই জওহরলাল নেহরুর নাম জওহরসবুজ নেহরু এবং লালকেল্লার নাম সবুজ কেল্লা করার দাবি তুলবে!”
কিন্তু সব বুঝেও কর্তৃপক্ষ লাল কার্পেট সরিয়ে ফেললেন কেন?
কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবে বৃহস্পতিবার অভিনেত্রী সাবিত্রী
চট্টোপাধ্যায়কে সাম্মানিক ডি লিট উপাধি দেওয়া হয়। ছবি: বিতান ভট্টাচার্য।
বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেন্টস অসিত দাস বলেন, “ব্যাপারটা খুবই অস্বস্তিকর। ছাত্রদের আবদারেই কার্পেটের রং পাল্টে ফেলা হয়েছে। আসলে আমরা অশান্তি চাইনি।” উপাচার্য অলক বন্দ্যোপাধ্যায় বলেন, “বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও কর্মীদের একাংশের দাবি ছিল, কার্পেটের রং পরিবর্তন করতে হবে। তাই পেতে ফেলা লাল কার্পেট বদলে দিয়ে সবুজ কার্পেটের ব্যবস্থা হয়েছে।” অনুষ্ঠানটি নির্বিঘ্নে শেষ করার জন্যই এটা করা হয়েছে বলে কর্তৃপক্ষের দাবি।
বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, বুধবার রাতে উপাচার্য ছাত্র সংসদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। বোঝানোর চেষ্টা করেন, প্রথা অনুযায়ী লাল কার্পেটই পাতা উচিত। কিন্তু ওই ছাত্রেরা মানতে রাজি হননি।
ইতিবৃত্তে রেড কার্পেট
আসলে কী:
বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপ্রধানের হাঁটার জন্য ‘লাল গালিচা পথ’।
প্রথম উল্লেখ: ইস্কাইলাসের লেখা ‘অ্যাগামেমনন’ নাটকে (৪৫৮ খ্রিস্টপূর্ব)।
আধুনিক সময়ে:
১৮২১ সালে আমেরিকার প্রেসিডেন্ট জেমস ম্যাডিসনকে
অভ্যর্থনা জানাতে পাতা হয় রেড কার্পেট।
এখন:
প্রায় সব দেশেই নানা অনুষ্ঠানে ভিআইপি-সেলেব্রিটিদের হেঁটে আসার পথ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.