তৃণমূল-সমর্থক ছাত্র ও কর্মীদের ঘোর আপত্তি! তাই কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন সভায় রেড কার্পেট বা লাল গালিচা সরিয়ে পাততে হল সবুজ কার্পেট।
বৃহস্পতিবার ওই সমাবর্তনে বিশিষ্ট অতিথিদের মধ্যে ছিলেন বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল এম কে নারায়ণন। অতিথিদের অভ্যর্থনার অঙ্গ হিসেবেই লাল কার্পেট পাতা দীর্ঘ কালের রীতি। তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি) পরিচালিত ছাত্র সংসদের সম্পাদক তন্ময় আচার্যও সে-কথা মেনে নিয়েছেন। কিন্তু তার পরেও টিএমসিপি-র আপত্তি বহাল থাকে। লাল কার্পেট সরাতেই হবে।
|
বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেন্টস অসিত দাস বলেন, “ব্যাপারটা খুবই অস্বস্তিকর। ছাত্রদের আবদারেই কার্পেটের রং পাল্টে ফেলা হয়েছে। আসলে আমরা অশান্তি চাইনি।” উপাচার্য অলক বন্দ্যোপাধ্যায় বলেন, “বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও কর্মীদের একাংশের দাবি ছিল, কার্পেটের রং পরিবর্তন করতে হবে। তাই পেতে ফেলা লাল কার্পেট বদলে দিয়ে সবুজ কার্পেটের ব্যবস্থা হয়েছে।” অনুষ্ঠানটি নির্বিঘ্নে শেষ করার জন্যই এটা করা হয়েছে বলে কর্তৃপক্ষের দাবি।
বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, বুধবার রাতে উপাচার্য ছাত্র সংসদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। বোঝানোর চেষ্টা করেন, প্রথা অনুযায়ী লাল কার্পেটই পাতা উচিত। কিন্তু ওই ছাত্রেরা মানতে রাজি হননি। |