টুকরো খবর
দ্রুত মামলা নিষ্পত্তির দাবি
রাজনৈতিক মামলায় ধৃতদের রাজনৈতিক বন্দির মর্যাদা দেওয়া, দ্রুত মামলাগুলির নিষ্পত্তি করা-সহ নানা দাবিতে জেলাশাসকের দফতরে বৃহস্পতিবার স্মারকলিপি গিল মানবাধিকার সংগঠন এপিডিআর। সংগঠনের জেলা সম্পাদক অরূপ দাশগুপ্ত বলেন, “নির্দিষ্ট কিছু দাবিতেই আমাদের এই কর্মসূচি।” সংগঠন সূত্রে খবর, বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর বিপ্লবী যতীন দাসের মৃত্যু দিবসে শহরের গাঁধী মূর্তির সামনে সভা করার সিদ্ধান্ত হয়েছিল। ঠিক ছিল, ওই সভা চলাকালীন সংগঠনের এক প্রতিনিধি দল জেলাশাসকের দফতরে গিয়ে স্মারকলিপি দেবে। তবে তা হয়নি। অভিযোগ, সভার অনুমতি দেয়নি পুলিশ-প্রশাসন। অরুপবাবু বলেন, “সভায় জেলবন্দি কয়েকজনের পরিবারের লোকজনদেরও থাকার কথা ছিল। ৩১ অগস্ট কোতয়ালি থানায় লিখিত আবেদন জমা দিই। যেখানে জানানো হয়েছিল, ১৩ সেপ্টেম্বর আমরা গাঁধী মূর্তির সামনে সভা করতে চাই। আমাদের সেই সভার অনুমতি দেওয়া হোক। তবে পুলিশ-প্রশাসন তারপর আমাদের সঙ্গে আর যোগাযোগ করেনি।” পুলিশ- প্রশাসন অবশ্য জানিয়েছে, এ ক্ষেত্রে সভা করার অনুমতি দেওয়া হয়েছিল। ওই সংগঠনই তাদের ঘোষিত কর্মসূচি থেকে সরে এসেছে। জেলা প্রশাসনের এক আধিকারিকের বক্তব্য, “শহরে নির্দিষ্ট কয়েকটি জায়গায় সভা করার ক্ষেত্রে অনুমতি দেওয়া হয় না। তবে গাঁধী মূর্তি সংলগ্ন জায়গা তার মধ্যে পড়ে না। এখানে কোনও সংগঠন সভা করতে চাইলে সবদিক খতিয়ে দেখে তাদের অনুমতি দেওয়া হয়। এ ক্ষেত্রেও তাই হয়েছে।”

পথবাতির দাবি বাম সাংসদের
খড়্গপুর শহরের একটা বড় অংশ রেল এলাকা। কিন্তু এই এলাকার রাস্তায় পর্যাপ্ত পথবাতি নেই বলে অভিযোগ। সম্প্রতি শহরের বুকে বেশ কয়েকটি অপরাধের পর পর্যাপ্ত পথবাতি লাগানোর দাবি উঠেছে। বৃহস্পতিবার এই দাবি নিয়ে ডিআরএম রাজীবকুমার কুলশ্রেষ্ঠর সঙ্গে দেখা করেন মেদিনীপুরের সাংসদ প্রবোধ পান্ডা। আরও কিছু দাবি জানান তিনি। মাস দুয়েক আগে খরিদায় এক ব্যবসায়ী গুলিতে খুন হন। গত শনিবার মথুরাকাটিতে এক স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। ওঠে। দু’টি এলাকাই রেল এলাকার মধ্যে পড়ে। অভিযোগ, পর্যাপ্ত পথবাতি না থাকায় আলোআঁধারিতে বাড়ছে দুষ্কর্ম। কয়েকটি এলাকায় যে পথবাতি কম, তা মানছে পুরসভাও। তবে তাদের বক্তব্য, ওগুলি রেল এলাকা। রেল এলাকার রাস্তা সংস্কার, আশপাশে থাকা ঝোপঝাড় পরিস্কারের দাবিও জানিয়েছেন সাংসদ। সিপিআইয়ের এক প্রতিনিধি দল এ দিন খড়্গপুর টাউন থানায় ডেপুটেশনও দেয়। ছিলেন দলীয় কাউন্সিলররা। সিপিআইয়ের মতে, শহরে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে। বিষয়টি উদ্বেগের। দলের নেতা বিপ্লব ভট্ট বলেন, “এই পরিস্থিতিতে পুলিশকে আরও তৎপর হতে হবে।”

দুর্ঘটনায় মৃত দুই
দু’টি পৃথক পথ দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ খড়্গপুর লোকাল থানার সতকুইয়ের কাছে একটি পথ দুর্ঘটনা ঘটে। বাইকে করে মেদিনীপুর থেকে খড়্গপুরের দিকে আসছিলেন দেবনন্দন মহাপাত্র (৩০) নামে এক যুবক। সেই সময়ই উল্টোদিক থেকে আসা একটি লরি তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। অন্যদিকে, দুপুরে সাদাতপুরের কাছে অন্য একটি পথ দুর্ঘটনায় মৃত্যু হয়ে জহরলাল সাউয়ের (৩৫)। তিনি বাইকে করে ঝাড়গ্রামের দিক থেকে খড়্গপুরের দিকে আসছিলেন। উল্টোদিক থেকে আসা একটি লরি সেই সময় তাঁকে ধাক্কা মারে।

পথে কৃষক সংগঠন
কৃষক সংগঠনের মিছিল।—নিজস্ব চিত্র।
নানা দাবিতে বৃহস্পতিবার জেলাশাসকের দফতরের সামনে কালেক্টরেট মোড়ে আইন অমান্য করল এসইউসিআইয়ের কৃষক সংগঠন সারা ভারত কৃষক ও খেতমজুর সংগঠন। নেতৃত্ব দেন সংগঠনের জেলা সভাপতি সূর্য প্রধান, জেলা সম্পাদক প্রভঞ্জন জানা প্রমুখ। সারের মূল্যবৃদ্ধি রোধে পদক্ষেপ করা-সহ বেশ কয়েক দফা দাবিতে এই কর্মসূচি। সংগঠনের বক্তব্য, কৃষকেরা নানা সমস্যার সম্মুখীন। সারের দাম বাড়ছে। চাষের খরচ বাড়ছে। কিন্তু, ফসলের ন্যায্য দাম মিলছে না। এ ক্ষেত্রে সরকারও প্রয়োজনীয় পদক্ষেপ করছে না।

প্রতিবাদে বিজেপিও
সম্প্রতি শহরে ছাত্রী ধর্ষণের ঘটনায় এ বার পথে নামল বিজেপি। বুধবার সংগঠনের তরফ থেকে শহরের কৌশল্যায় মোমবাতি নিয়ে প্রতিবাদ মিছিল করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের শহর সভাপতি প্রেমচাঁদ ঝা, স্থানীয় কাউন্সিলর বেলারাণি অধিকারী, প্রাক্তন কাউন্সিলার গৌতম ভট্টাচার্য প্রমুখ।

আবৃত্তিকার স্মরণে
বাচিক শিল্পী শিবসুন্দর বসু স্মরণে বুধবার খড়্গপুরের সুভাষপল্লিতে আয়োজিত হল সাংস্কৃতিক অনুষ্ঠান। ‘স্বর ও আবৃত্তি’ আয়োজিত এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জয়া মনগিরি। আবৃত্তি পরিবেশন করেন শোভনসুন্দর বসু, অন্তরা দাস-সহ সংস্থার ছাত্রছাত্রীবৃন্দ। প্রয়াত শিল্পীর স্মৃতিচারণ করেন রণবীর দত্ত। উপস্থিত ছিলেন সৌম্য হালদার, কল্যাণী ঘোষ-সহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠান পরিচালনায় লীনা গোপ।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.