নাবালিকার বিবাহ রুখতে প্রচার খানাকুলে
নিজস্ব সংবাদদাতা • খানাকুল |
‘নাবালিকা বিবাহ প্রতিরোধ’ নিয়ে মুস্তাফাপুর গাঁধী হাইস্কুলে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করল খানাকুল ২নং ব্লক প্রশাসন। এলাকার বিডিও গৌতম সান্যাল বলেন, “ব্যাপক প্রচার সত্ত্বেও মেয়েদের ১৮ বছরের আগেই বিয়ে দেওয়ার ঘটনা ঘটছে এলাকায়। সব খবর কানেও আসছে না। তাই সচেতনতার জন্য স্কুল ধরে ধরে প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” বিডিও ছাড়াও স্কুলের শিক্ষক এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। স্কুলের ছাত্র-ছাত্রী ছাড়া অভিভাবক, স্থানীয় মানুষদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল। প্রসঙ্গত, গত ২৭শে জুলাই তৎকালীন মহকুমাশাসক অরিন্দম নিয়োগীর নির্দেশে বনহিজালি গ্রামে এক নাবালিকার বিয়ে আটকান বিডিও। ৩১শ জুলাই গোঘাট ২ ব্লকের মহেশপুর, ১১ অগস্ট আরামবাগের সালেপুর এবং গোঘাট ১ ব্লকের গোস্বামীপাড়ায় সংশ্লিষ্ট বিডিওরাও নাবালিকার বিয়ে আটকান। |
আরামবাগে ফুটবল
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
আরামবাগ মহকুমা সুপার লিগ ফুটবলের বৃহস্পতিবারের খেলায় বেলেপাড়া অনিল স্মৃতি কিশোর সঙ্ঘ বনাম বাজুয়া সারদাময়ী সেবা সঙ্ঘের খেলাটি অমীমাংসিত ভাবে শেষ হল। খেলাটি হয় গোঘাটের শ্রীপুর মাঠে। বুধবারের খেলায় অবশ্য বাজুয়া সারদাময়ী সেবা সঙ্ঘ ২-১ গোলে হারিয়ে দেয় গোঘাট কালীমাতা ফুটবল ক্লাবকে। বাজুয়ার পক্ষে গোল দু’টি করেন পঙ্কজ রায় এবং বিজয় মাণ্ডি। কালীমাতার পক্ষে গোলদাতা ষষ্ঠী হেমব্রম। খেলাটি হয় গোঘাটের শ্রীপুর মাঠে। গত রবিবার এই লিগে খাটোগ্রাম মনসামাতা ক্লাব ১-০ গোলে হারায় রাগপুর সবুজ সঙ্ঘকে। একমাত্র গোলটি করেন রবীন্দ্রনাথ কিস্কু। খেলাটি হয় আরামবাগের জুবিলি পার্ক মাঠে। |
৩ তৃণমূল কর্মী খুনে পুনর্তদন্ত
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
৬ বছর আগে গোঘাটের লালপুরে ছিনতাইয়ের অভিযোগে পিটিয়ে মারা হয়েছিল তিন তৃণমূল কর্মীকে। অভিযোগ উঠেছিল সিপিএমের বিরুদ্ধে। বৃহস্পতিবার পুলিশকে সেই ঘটনার পুনর্তদন্তের নির্দেশ দিলেন আরামবাগ আদালতের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট ডুরি ভেঙ্কট শ্রীনিবাস। ঘটনাটি ঘটেছিল ২০০৬ সালের ১৫ ডিসেম্বর। গত বছর এক নিহতের স্ত্রী মামলাটির পুনর্তদন্তের দাবি জানান আদালতের কাছে। |
চোলাই মদ বিক্রি, ধৃত ৪
নিজস্ব সংবাদদাতা • গোঘাট |
চোলাই মদ বিক্রির অভিযোগে দুই মহিলা-সহ চার জনকে গ্রেফতার করল গোঘাট থানার পুলিশ। বৃহস্পতিবার সকালে দশঘরা গ্রাম থেকে দুই মহিলাকে এবং বেঙ্গাই গ্রাম থেকে দু’জনকে ধরা হয়। শুক্রবার ধৃতদের আরামবাগ আদালতে হাজির করানো হয়। বিচারক তাদের ১৪ দিন জেল হাজতের নির্দেশ দেন। |