টুকরো খবর
মহিলা মুখ কোথায়, প্রশ্ন যুব সম্মেলনে
মহিলাদের দলে টানার ক্ষেত্রে সিপিএম যে এখনও পিছিয়ে, এ বার তা নিয়ে প্রশ্ন উঠল যুব সম্মেলনেও। প্রতিনিধিদের পাশাপাশিই সরব হলেন প্রাক্তন এক যুব নেতা তথা পলিটব্যুরোর সদস্য। বেঙ্গালুরুতে ডিওয়াইএফআইয়ের সর্বভারতীয় সম্মেলনে বৃহস্পতিবার সংগঠনের প্রাক্তন নেতাদের নিয়ে বিশেষ অধিবেশনের ব্যবস্থা ছিল। সেখানেই প্রাক্তন যুব নেতা এবং অধুনা পলিটব্যুরোর সদস্য এম এ বেবি সংগঠনে মহিলা মুখের অপ্রতুলতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর বক্তব্য, সম্মেলন যাঁরা পরিচালনা করছেন, তাঁদের মধ্যে মাত্র এক জন মহিলা! প্রতিনিধিদের মধ্যেও মহিলাদের সংখ্যা তেমন নয়। এই ছবি কোনও ভাবেই ‘আদর্শ’ হতে পারে না। মহিলাদের সংগঠনে টেনে আনার ক্ষেত্রে তাদের যে আরও অনেক পথ যেতে হবে, সে কথা অবশ্য বলা হয়েছে ডিওয়াইএফআইয়ের এ বারের সম্মেলনের রাজনৈতিক ও সাংগঠনিক প্রতিবেদনেও। বর্তমান যুব প্রজন্মকে ‘পরামর্শ’ দিতে এ দিন প্রাক্তন যুব নেতাদের মধ্যে বক্তা ছিলেন হান্নান মোল্লা, এ বিজয়কুমার, এম এম কৃষ্ণদাস প্রমুখ। রাজস্থানে সিপিএম যে ভাবে স্থানীয় বিষয় ধরে আন্দোলন করে ধীরে ধীরে প্রভাব বিস্তার করছে, সেই অভিজ্ঞতার কথা শুনিয়েছেন হান্নান। দক্ষিণী রাজ্যগুলির পাশাপাশি জম্মু ও কাশ্মীর, দিল্লি, ঝাড়খণ্ড, বিহারের প্রতিনিধিরা এ দিন যুব সংগঠনের নেতৃত্বের সমালোচনায় যোগ দিয়েছেন। সাম্প্রদায়িক ও বিচ্ছিন্নতাবাদী শক্তি মাথা চাড়া দিলেও কেন্দ্রীয় যুব নেতৃত্ব কেন ‘দর্শক’ হয়ে থাকছেন, দুর্নীতির বিরুদ্ধে যুব সিপিএমের কেন রাস্তায় নেমে আন্দোলন নেই এই সব প্রশ্ন এ দিন ধেয়ে এসেছে যুব নেতাদের দিকে। সিপিএমের মতো তথাকথিত ‘শৃঙ্খলাবদ্ধ’ দলে যুব সংগঠনের কেন্দ্রীয় মুখপত্র বেশ কয়েক মাস দিনের আলো দেখেনি কেন, উঠেছে সেই প্রশ্নও।

তৃতীয় ফ্রন্ট নির্বাচনের পর, বললেন মুলায়ম
কিরণময় নন্দের সঙ্গে সাংবাদিক বৈঠকে অখিলেশ
ও মুলায়ম সিংহ যাদব। কলকাতায় সুদীপ্ত ভৌমিকের তোলা ছবি।
লোকসভা নির্বাচনের আগে তৃতীয় ফ্রন্ট গড়ে ওঠার সম্ভবনা খারিজ করে দিলেন সমাজবাদী পার্টি(এসপি) সুপ্রিমো মুলায়ম সিংহ যাদব। কলকাতায় দলের জাতীয় কর্মসমিতির বৈঠকের শেষে বৃহস্পতিবার মুলায়ম বলেন, “লোকসভা নির্বাচনের আগে কোনও তৃতীয় ফ্রন্ট গড়ে উঠছে না। তৃতীয় ফ্রন্ট গড়ে উঠবে লোকসভা নির্বাচনের পরে।” লোকসভা নির্বাচনে অন্য কোনও দলের সঙ্গে জোট করেও এসপি লড়বে না বলেও মুলায়ম জানান। বুধবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব মহাকরণে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। তৃণমূল-এসপি সম্পর্ক প্রসঙ্গে প্রশ্নের জবাবে মুলায়ম বলেন, “মমতার সঙ্গে আমার সম্পর্ক বরাবরই খুব ভাল। আগামী দিনে কেবল তৃণমূল নয়, সমমনোভাবাপন্ন অন্য রাজনৈতিক দলের সঙ্গেও সুসম্পর্ক বজায় রাখতে এসপি আগ্রহী।”

কৈমুরে কট্টর জঙ্গি নেতা ধৃত
রোহতাস জেলার পুলিশ এক কট্টর মাওবাদী নেতাকে গ্রেফতার করল। কাল বিকেলে কৈমুরের পাহাড়ি এলাকা থেকে সীতারাম নুনিয়া ওরফে গব্বর নামে ওই মাওবাদী জোনাল কম্যান্ডারকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে পুলিশের কাছ থেকে লুঠ করা একটি রাইফেল এবং ২০টি কার্তুজ উদ্ধার হয়েছে। তার বিরুদ্ধে ৫২টি অভিযোগ আছে বলে পুলিশ জানিয়েছে। রোহতাসের পুলিশ সুপার মনু মহারাজ জানান, এই কট্টর মাওবাদী নেতা দীর্ঘদিন ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে পালাচ্ছিল। তার বিরুদ্ধে খুন, সরকারি সম্পত্তি ধ্বংস এবং অপহরণ করে খুনের অভিযোগ আছে। ছ’মাস আগে সে দলের জোনাল কম্যান্ডারে দায়িত্ব পায়। পুলিশ এ দিন খবর পেয়ে কৈমুর জেলার পাহাড়ি এলাকায় হানা দেয়। পুলিশি তৎপরতায় গব্বরকে গ্রেফতার করা গেলেও লালু, রামবলী ও তেজু যাদব-সহ কয়েক জন গা ঢাকা দেয়। ধৃত মাওবাদী নেতার বিরুদ্ধে বিহারের রোহতাস, কৈমুর জেলার বিভিন্ন থানা-সহ পাশের রাজ্য ঝাড়খণ্ডেও বেশ কয়েকটি মামলা আছে।

জামিন পেলেন অমরজ্যোতি
প্রকাশ্য রাস্তায় যুবতীর শ্লীলতাহানির ঘটনায় প্রধান অভিযুক্ত অমরজ্যোতি কলিতা জামিন পেল। গত ৯ জুলাই গুয়াহাটির খ্রিষ্টান বস্তি এলাকায় ঘটনাটি ঘটে। সংবাদমাধ্যমের ক্যামেরায় ওঠা ছবি থেকে ১৫ জনকে শনাক্ত করে গ্রেফতার করে পুলিশ। বেশ কিছু দিন ভারতের নানা প্রান্তে পালিয়ে বেড়াবার পর বারাণসী থেকে ধরা পড়ে অমরজ্যোতি। এই ঘটনায় এক সাংবাদিককেও গ্রেফতার করেছিল পুলিশ। তিনি ইতিমধ্যেই জামিন পেয়েছেন। গ্রেফতার হওয়া অন্য ১৩ জনকেও মঙ্গলবার জামিন দেওয়া হয়। এর আগে, অমরজ্যোতির জামিনের আবেদন একাধিকবার খারিজ করা হয়। শেষ পর্যন্ত আজ গৌহাটি হাইকোর্ট অমরজ্যোতির জামিন মঞ্জুর করল।

ভেসে গেল দুই বালকের দেহ
নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পরেও ব্রহ্মপুত্রে সন্ধানহীন দুই বালকের দেহ মিলল না। গত কাল সন্ধ্যায় গুয়াহাটির পান্ডু এলাকার ঘাটে গিয়েছিল কুনাল দেবনাথ (৮) ও প্রদীপকুমার সিংহ (৯)। তারপর থেকেই তাদের খোঁজ নেই। ঘাটের সিঁড়িতে দু’জনের খুলে রাখা চটি দেখে বাড়ির লোকের সন্দেহ হয়। প্রথমে পুলিশ, পরে এনডিআরএফ বাহিনী দু’জনের খোঁজে তল্লাশি শুরু করে। কিন্তু এখনও সন্ধান মেলেনি। বৃষ্টি ও বন্যার ফলে ব্রহ্মপুত্রে এখন তীব্র স্রোত। পুলিশের সন্দেহ, দু’জনের দেহই ভেসে গিয়েছে।

মণিপুরে পঞ্চায়েত ভোট শান্তিতেই
ভোট বয়কট ও ব্যালট বাক্স ছিনতাই-এর মতো বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া মণিপুরে জেলা পরিষদ ও পঞ্চায়েত ভোট মোটামুটি শান্তিতেই শেষ হয়েছে। ভোট ঘিরে গত এক সপ্তাহে একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেই কারণেই আজ নাশকতার আশঙ্কায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। এ দিন প্রায় ৮০ শতাংশ ভোট পড়েছে।

ব্যবসায়ী অপহৃত
অপহৃত হলেন এক ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে কোকরাঝাড় জেলার গোসাইগাঁওতে। পুলিশ জানায়, গত কাল রাতে হাদুমকাটা এলাকা থেকে গণেশ সিংহ নামে ৩৪ বছর বয়সী এক ব্যবসায়ীকে অপহরণ করা হয়। পরে তাঁর বাড়িতে মুক্তিপণ চেয়ে ফোন আসে। পুলিশের সন্দেহ, জঙ্গি নয়, মুক্তিপণের জন্য দুষ্কৃতীরাই এই কাণ্ড ঘটিয়েছে।

অস্ত্র উদ্ধার
উদ্ধার হল প্রচুর পরিমাণে অস্ত্র ও গুলি। আজ সকালে কার্বি আংলং-এর বোকাজানে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, নিয়মমাফিক তল্লাশির সময় মণিপুরগামী একটি গাড়িকে আটকানো হয়। গাড়িতে তল্লাশি চালিয়ে একটি একে ৪৭, একটি একে ৫৬, একটি এম ১৬ রাইফেল ও একটি এম ১৫ রাইফেল উদ্ধার করে পুলিশ। মিলেছে প্রচুর কার্তুজ। ইউনাইটেড কুকিগ্রাম ডিফেন্স আর্মির চার সদস্যকেও ধরা হয়।

শাস্তির পরিণাম
শাস্তিস্বরূপ ওঠবোস করতে বলা হয়েছিল দশম শ্রেণির এক ছাত্রকে। শাস্তির জেরে অসুস্থ হয়ে মৃত্যু হল তার। ছাত্রের আত্মীয়রা স্কুল ভাঙচুর করেন।

তথ্য কমিশন
কেন্দ্রীয় ও রাজ্য তথ্য কমিশনে বিচারবিভাগের অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তি নিয়োগ করা উচিত। একটি মামলায় আজ এই মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট।

‘ঋণের বোঝা
দহিভাদ গ্রামের বাল্মিক কাশীনাথ বেলদার নামে এক কৃষক বুধবার আত্মহত্যা করেন। ঋণের বোঝা ও খরার কারণে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন, জানায় পুলিশ।

আগুনের পিছনে
জুলাইয়ে তামিলনাড়ু এক্সপ্রেসে আগুন লাগার পিছনে যাত্রীদের আনা আতসবাজিই দায়ী, জানালেন রেলওয়ে সুরক্ষা কমিশনার।

বাজি বিস্ফোরণ
কাঙ্খ গ্রামে ফের বিস্ফোরণ অবৈধ আতসবাজি কারখানায়। মৃত একই পরিবারের দুই মহিলা।

ভোটযন্ত্র নিয়ে
ভোটযন্ত্র বা ইভিএম নিয়ে আর্জি শীঘ্রই শুনবে সুপ্রিম কোর্ট। ইভিএমে জালিয়াতি রুখতে প্রিন্টআউট নেওয়া বা ব্যালট প্রথায় ভোট নেওয়ার আর্জি জানিয়েছিলেন সুব্রহ্মণ্যম স্বামী।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.