টুকরো খবর |
নির্দেশই সার, হাল ফেরেনি কালীঘাটের |
নিজস্ব সংবাদাতা |
মন্দিরের পরিচ্ছন্নতা বজায় রাখা, পাণ্ডা-রাজ বন্ধ, আদিগঙ্গা সংস্কার নিয়ে কলকাতা হাইকোর্ট বারবার রায় দিলেও বদলায়নি কালীঘাট মন্দির। হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতি জে এন পটেলের পাশাপাশি এই রায় দিয়েছিলেন প্রাক্তন প্রধান বিচারপতি এস এস নিজ্জর, বিকাশ শ্রীধর শিরপুরকর, অশোক মাথুর সকলেই। শহরের আর এক দর্শনীয় স্থান, দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দির বর্তমানে ‘ভক্ত সহায়ক’ পরিবেশ হিসাবে প্রতিষ্ঠিত। কিন্তু বৃহস্পতিবারও আক্ষেপের সুরে প্রধান বিচারপতি জানিয়েছেন, কালীঘাট মন্দিরের পরিবেশের কোনও পরিবর্তন হয়নি। কয়েক মাস আগেই মন্দিরের গর্ভগৃহে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করেছিল হাইকোর্ট। ছাড় পাননি ভিআইপিরাও। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হয়। সুপ্রিম কোর্ট রায়ের উপর স্থগিতাদেশ দিয়ে কলকাতা হাইকোর্টকেই বিষয়টি নিষ্পত্তির নির্দেশ দেয়। এ দিন সেই মামলার শুনানি হয়। সওয়াল-পাল্টা সওয়াল চলে সকাল থেকে দুপুর পর্যন্ত। এ ছাড়া, মন্দিরের পরিবেশ উন্নত না হওয়ার কারণ হিসেবে সকলেই আঙুল তুলছেন অপর পক্ষের দিকে। এই জনস্বার্থের মামলার আবেদনকারী সমীর ও সুরভি বসুর আইনজীবী এস এস কপূর হাইকোর্টকে কিছু পরামর্শ দিতে চান। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের অপর বিচারপতি জয়মাল্য বাগচী জানতে চান ধর্মশাস্ত্র অনুযায়ী বিগ্রহ স্পর্শের কোনও বিধান রয়েছে কি না। আগামী বৃহস্পতিবার ডিভিশন বেঞ্চ গর্ভগৃহে প্রবেশ নিয়ে তার রায় দেবে। এর মধ্যে আইনজীবী এস এস কপূর তাঁর পরামর্শ সব পক্ষকে জানাবেন।
|
মুকুন্দপুরের জমি নিয়ে একসুর শাসক-বিরোধী |
সারা রাজ্যে যখন শাসক-বিরোধী তরজা তুঙ্গে, তখন মুকুন্দপুরে একই দাবিতে গলা ফাটাচ্ছে তৃণমূল-সিপিএম। তবে ‘নিরাপদ’ দূরত্ব বজায় রেখেই। ব্যাপারটা কী? দক্ষিণ শহরতলির মুকুন্দপুরে কলকাতা পুরসভার ১০৯ নম্বর ওয়ার্ডে একটি ২৭ একর জমি নিয়ে মামলা ছিল। বছর কয়েক আগে ওই জমির অংশে বাসস্ট্যান্ড, বাজার ও খেলার মাঠ তৈরি হয়। সম্প্রতি বাসস্ট্যান্ড, বাজার এবং খেলার মাঠ ‘দখলমুক্ত’ করার জন্য নির্দেশ জারি করেছে আদালত। আর রাজ্য-রাজনীতিতে যুযুধান দু’পক্ষ এখন সেই নির্দেশের বিরোধিতাতেই একসুর। গত সোমবার থেকে স্থানীয় তৃণমূল নেতা পিনাকী দেব ও তাঁর সঙ্গীরা সভা করছেন মুকুন্দপুর বাসস্ট্যান্ডে। আর বৃহস্পতিবার মুকুন্দপুর বাজারে সভা করলেন সিপিএম নেতা ও প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়। তবে ‘একসুর’ কথাটা মানতে রাজি নন রাজনৈতিক নেতারা। তৃণমূল নেতা পিনাকীবাবু বলেন, “আমরা আমাদের মতো করে এলাকার মানুষের স্বার্থে আন্দোলন শুরু করেছি। সিপিএম কী করছে, তা ওরাই বলতে পারবে।” আর কান্তিবাবু বলেন, ‘‘আমরাও এলাকার স্বার্থেই আন্দোলন করছি।”
|
ঝিল থেকে উদ্ধার যুবকের দেহ |
তিন দিন নিখোঁজ থাকার পরে তিলজলার খাল থেকে এক যুবকের দেহ উদ্ধার হল। মৃতের নাম অরিজিৎ ঘোষ (২৩)। বাড়ি পাম অ্যাভিনিউয়ে। তিনি সেন্ট জেভিয়ার্স কলেজের প্রাক্তন ছাত্র। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের গায়ে আঘাতের চিহ্ন মেলেনি। দীর্ঘ ক্ষণ জলে ডুবে থাকার জন্য দেহটি পচে গিয়েছিল। পুলিশ জানায়, সম্প্রতি স্নাতক হওয়ার পর চাকরি খুঁজছিলেন অরিজিৎ। সোমবার শেক্সপিয়র সরণিতে ইন্টারভিউ দিতে যান। তদন্তে পুলিশ জেনেছে, ওই রাতে বিবেকানন্দ পার্ক অঞ্চলে এক বন্ধুর বাড়িতে গিয়েছিলেন অরিজিৎ। সঙ্গে আরও দু’জন বন্ধু ছিলেন। রাত এগারোটা নাগাদ তাঁদের সঙ্গে কাঁকুড়গাছি পর্যন্ত গিয়েছিলেন। তার পর থেকে নিখোঁজ ছিলেন অরিজিৎ। মঙ্গলবার তাঁর পরিবার নিখোঁজ ডায়েরি করে। পুলিশ সূত্রের খবর, বুধবার তপসিয়া খালে থেকে তাঁর দেহ উদ্ধার হয়। মৃতের পকেটে মোবাইল ও একটি ঘড়ি মিলেছে। কলকাতা পুলিশের গোয়েন্দাপ্রধান পল্লবকান্তি ঘোষ জানান, অন্তত ৩৬ ঘণ্টা দেহটি ডুবে ছিল বলে ময়না-তদন্তের রিপোর্টে মিলেছে। ওই যুবক তিলজলা এলাকায় কেন গেলেন, তা খতিয়ে দেখছে পুলিশ। এ দিন রাত পর্যন্ত মৃতের পরিবারের তরফে কোনও অভিযোগ দায়ের করা হয়নি।
|
|
নারীশক্তি শ্লীলতাহানির বিরুদ্ধে প্রতিবাদ। বৃহস্পতিবার দক্ষিণাপনে। ছবি: বিশ্বনাথ বণিক |
|
‘প্রতারক’ গ্রেফতার |
নাম ভাঁড়িয়ে জমি বিক্রির অভিযোগে বৃহস্পতিবার দু’জন গ্রেফতার হয়েছে। ধৃতদের নাম মহম্মদ আলি মোল্লা এবং কামারুজ্জামান মিস্ত্রি। পুলিশ জানায়, আমতলার একটি জমির মালিক পঙ্কজ মণ্ডলের নাম ভাঁড়িয়ে ওই দু’জন নিরঞ্জনলাল অগ্রবাল নামে এক ব্যক্তিকে জমি বিক্রি করে।
|
ছিনতাইকারী ধৃত |
একটি সোনার হার ও চোরাই মোটরসাইকেল-সহ বৃহস্পতিবার গ্রেফতার হল এক ছিনতাইকারী। ধৃতের নাম প্রশান্ত চৌধুরী। দমদমে কিছু দিন ধরে ভোরে পার্ক ও নির্জন রাস্তায় হার ছিনতাই হচ্ছিল। এ দিন পূর্ব সিঁথি থেকে প্রশান্তকে ধরা হয়।
|
দুই যুবক গ্রেফতার |
স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে বৃহস্পতিবার কলুটোলা স্ট্রিট থেকে গ্রেফতার হল দুই যুবক। ধৃতদের নাম দীপঙ্কর রায় ও পিন্টু দাস। অভিযোগ, তারা নবম শ্রেণির এক ছাত্রীর উদ্দেশ্যে কটূক্তি করে।
|
কার্যালয় ভাঙচুর |
বাঘা যতীন স্টেশন রোডে সিপিএমের কার্যালয় ভাঙচুর এবং কর্মী পেটানোর অভিযোগ উঠেছে। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধেই।
|
পড়ে মৃত্যু |
রবীন্দ্রনগরে সিঁড়ি থেকে পড়ে মাথায় চোট লেগেছিল রজনী খাতুন নামে এক তরুণী। এসএসকেএম হাসপাতালে মারা যান তিনি।
|
নতুন মার্কশিট |
কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিকম পার্ট টু-র মার্কশিটে অনার্সে পাশের ন্যূনতম নম্বরে ভুল ছিল। তা শুধরে নিয়ে আজ, শুক্রবার থেকে নতুন মার্কশিট দেওয়া হবে।
|
বাড়ল কার্যকাল |
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে মালবিকা সরকারের কার্যকালের মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে। গত অক্টোবরে উপাচার্য হন মালবিকাদেবী।
|
মহিলা জেল |
রাজ্যে মহিলাদের জন্য আরও একটি জেল তৈরি হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংহের ইচ্ছে মেনেই এই পরিকল্পনা বলে জানান আইজি (কারা) রণবীর কারা।
|
নির্যাতনের নালিশ |
হস্টেলে ঝুলন্ত অবস্থায় মিলেছিল ময়নার স্কুলছাত্রী শান্তশ্রী মণ্ডলের দেহ। শিক্ষিকা ও কিছু সহপাঠীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ উঠেছে।
|
|
পুজোর আর বাকি ৩৬ দিন। বৃষ্টিভেজা কুমোরটুলিতে
চলছে ব্যস্ততা। ছবি: বিল্বনাথ চট্টোপাধ্যায় |
|
|