টুকরো খবর
রফতানি কমলো
ফের কমলো রফতানি। অগস্টে তা ৯.৭% কমে দাঁড়িয়েছে ২,২৩০ কোটি ডলার। সরকারি পরিসংখ্যানে ইঙ্গিত, পশ্চিমী দুনিয়ার মন্দাই এর জন্য দায়ী। জুলাইয়ে অবশ্য রফতানি কমেছিল ১৫%। এই নিয়ে টানা ৪ মাস কমলো রফতানি। অগস্টে আমদানিও ৫.০৮% কমে হয়েছে ২৮০০ কোটি ডলার। বাণিজ্য ঘাটতি কমে হল ১৫৭০ কোটি।

উৎপাদন শিল্পাঞ্চলের প্রস্তাব কেন্দ্রের
কারখানায় উৎপাদন তলানিতে এসে ঠেকায় তা টেনে নামাচ্ছে সার্বিক শিল্প বৃদ্ধির হারকে। আর তাতেই উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার এ বার বিভিন্ন রাজ্যে বিনিয়োগ ও উৎপাদন শিল্পাঞ্চল গড়ার প্রস্তাব দিয়েছে। কমপক্ষে ৫০ বর্গ কিলোমিটার জুড়ে শিল্প উপনগরী হিসাবে এগুলি গড়ে ওঠার কথা। তার মধ্যে ৩০% জায়গা বরাদ্দ থাকবে শিল্পের জন্য।

হোন্ডা ব্র্যান্ড-নাম এ মাসেই মুছে ফেলবে হিরো
চুক্তি মতো গাঁটছড়া আগেই ভেঙেছে। এ বার পুরোপুরি হোন্ডার স্মৃতি মুছে ফেলে একলাই চলবে দেশের দেশের বৃহত্তম দু’চাকার গাড়ি সংস্থা হিরো মোটো কর্প। এ মাসের মধ্যেই তাদের সব গাড়ি শুধুমাত্র হিরো ব্র্যান্ড-নামেই বিক্রির প্রক্রিয়া শেষ করবে তারা। বছর দুয়েক আগে হোন্ডার অংশ কিনে নিয়ে জাপানি অংশীদারের সঙ্গে ২৬ বছরের সম্পর্ক ছিন্ন করে হিরো গোষ্ঠী। তবে চুক্তি মোতাবেক, ২০১৪ পর্যন্ত হোন্ডার প্রতীক তাদের গাড়িতে ব্যবহার করতে পারে হিরো। হিরো হোন্ডা-র ১৫টি গাড়ির মধ্যে দুটি ছাড়া সবক’টিই এখন হিরো ব্র্যান্ড-নামে বিক্রি করছে সংস্থাটি। সংস্থার অন্যতম কর্তা অনিল দুয়া জানান, এ মাসের মধ্যে সবক’টি গাড়িই হিরো ব্র্যান্ডের তকমা পাবে।

চিংড়ি-চিঠি
আটকে থাকা কোটি কোটি টাকার বাগদা চিংড়ি যাতে নষ্ট না-হয়, তার জন্য জাপানের সঙ্গে কথা বলতে কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মাকে চিটি লিখেছেন মুখ্যমন্ত্রী।

কাটছে কেন
বারবার মোবাইল বা ল্যান্ডফোন কাটছে কেন? কারণ খতিয়ে দেখতে টেলিকমমন্ত্রী কপিল সিব্বলকে তিনি চিঠি দিয়েছেন বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বাজারদর
কোলে মার্কেট
পাল্লা (৫কেজি)
• কাঁচালঙ্কা (বুলেট)
• পেঁয়াজ (রাজস্থান)
• পেঁয়াজ (নাসিক)
• ঝিঙে
• পটল
• বেগুন (বড়)
• উচ্ছে
• করলা
• ঢেঁড়স
• টম্যাটো
• আলু (৫০ কেজি বস্তা)
১৩০-১৫০
৫০
৪০
৪৫-৫৫
৪৫-৬০
১০০-১৪০
৭৫-৮০
৪৫-৫০
৩৫-৫০
৯০
৫৩০
* সব দাম টাকায়



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.