মেয়াদ বাড়ছে ভারত-বাংলাদেশ চুক্তির
নিজস্ব সংবাদদাতা • শান্তিনিকেতন |
ভারত-বাংলাদেশ সাংস্কৃতিক আদানপ্রদানের চুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছে। রবীন্দ্রনাথের জন্মের সার্ধশতবর্ষ উপলক্ষে দু’দেশের মধ্যে নানা কর্মসূচি নেওয়া হয়েছিল। এই চুক্তি তারই একটি অঙ্গ। বুধবার সন্ধ্যায় শান্তিনিকেতনে বাংলাদেশের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ জানান, ওই চুক্তির মেয়াদ আরও তিন বছর বাড়ানোর জন্য দু’দেশের সংস্কৃতি মন্ত্রক নিজেদের মধ্যে আলোচনা করেছে। বুধবারই রবীন্দ্রস্মৃতি বিজড়িত বজরা ‘পদ্মা’ ও ‘চপলা’র রেপ্লিকা প্রদান অনুষ্ঠানে বিশ্বভারতীতে এসেছিলেন মন্ত্রী। সেখানে তিনি বলেন, “ভারতের সংস্কৃতি মন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। বাংলাদেশ ও ভারতের সাংস্কৃতিক আদানপ্রদানের চুক্তিটি বাড়ানো হবে।” অনুষ্ঠানে ছিলেন ভারতের সংস্কৃতি মন্ত্রকের যুগ্ম সচিব সন্দীপ মিত্তলও। তিনিও জানিয়েছেন, ওই চুক্তির মেয়াদ আগামী তিন বছরের জন্য বাড়ানো হবে। প্রসঙ্গত, আগামী ডিসেম্বরে ওই চুক্তির মেয়াদ পূর্ণ হচ্ছিল। বৃহস্পতিবার বিশ্বভারতী ঘুরে দেখলেন বাংলাদেশের মন্ত্রী। তিনি জানিয়েছেন, শিলাইদহে বিশ্বভারতীর আদলে বিশ্ববিদ্যালয় গড়ে তোলার পরিকল্পনা করছে বাংলাদেশ সরকার।
|
গন্ধে বন্ধ বার্লিনের মার্কিন দূতাবাস
সংবাদসংস্থা • বার্লিন |
অদ্ভুত গন্ধের কারণে ফাঁকা করে দেওয়া হল বার্লিনের মার্কিন দূতাবাস। আজ দূতাবাসের এক কর্মী জানান, একটি খাম থেকে অদ্ভুত গন্ধ আসছে। গত কাল বেনগাজির মার্কিন দূতাবাসে সশস্ত্র হামলায় নিহত হয়েছেন রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেনস। তাই আজ আর কোনও ঝুঁকি নেওয়া হয়নি। সঙ্গে সঙ্গে দূতাবাস ফাঁকা করে দিয়ে খামটিকে পরীক্ষা করা হয়। কিন্তু পুলিশ জানিয়েছে, কোনও রকম বিপজ্জনক কিছু খামটি থেকে পাওয়া যায়নি। দূতাবাসেরই কোনও জায়গা থেকে কোনও বিষাক্ত গ্যাস থেকে এই গন্ধ আসছে কি না, তা-ও খোঁজ করা হয়। সে রকমও কিছু মেলেনি।
|
৯/১১ জঙ্গির ভিডিও
সংবাদসংস্থা • দুবাই |
৯/১১-র হামলার সঙ্গে জড়িত দুই বিমান ছিনতাইকারীর একটি ভিডিও প্রকাশ করল আল কায়দা। ওই দুই জঙ্গির নাম সালিম আল হাজমি ও খালিদ আল মিহদার। ভিডিওটিতে এই দুই জঙ্গি জানিয়েছে, তারা স্বেচ্ছায় এই কাজ করছে। তারা মনে করে ৯/১১-র হামলা জেহাদেরই অংশ। ভিডিওটিতে আল কায়দা নেতা আয়মান আল জাওয়াহিরির কণ্ঠস্বরও শোনা গিয়েছে।
|
পাশেই কেন্দ্র
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
‘সন্তানহারা’ দম্পতি দেবাশিস ও পামেলা সাহার পাশেই আছে কেন্দ্র, জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র। বিষয়টি মার্কিন আদালতের বিচারাধীন। |