টুকরো খবর
ভাতা মামলায় বিপাকে পড়তে পারে ইসিএল
পরবর্তী শুনানির দিন আদালতে প্রতিনিধি না পাঠালে ইসিএলকে ‘এক্স পার্টি’ হিসেবে ঘোষণা করা হবে বলে বৃহস্পতিবার জানালেন সেন্ট্রাল গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রাইব্যুনাল কাম লেবার কোর্টের আসানসোল আদালতের বিচারক। ১৯৯৪ সালে বি-২ সিটির মর্যাদা পায় আসানসোল। তার নিরিখে ইসিএলের আসানসোল পুর এলাকার আবাসন না পাওয়া কর্মীদের ১৫ শতাংশ আবাসন ভাতা দেওয়ার কথা। আবার নতুন করে কোল ইন্ডিয়া নবম জাতীয় কয়লা বেতনচুক্তি অনুযায়ী ২০০৯ সালের ১ জানুয়ারি আসানসোলে বসবাসকারী আবাসন না পাওয়া খনিকর্মীদের ২০ শতাংশ আবাসন ভাতা দেওয়ার কথা ইসিএলের। কিন্তু অভিযোগ, ইসিএল ১০ শতাংশের বেশি ভাতা দিচ্ছে না। বিষয়টি নিয়ে আন্দোলনে নামে আইএনটিইউসি আনুমোদিত কোলিয়ারি মজদুর ইউনিয়ন। শেষপর্যন্ত শ্রম দফতর ত্রিপাক্ষিক আলোচনায় বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করে। কিন্তু তাতেও সমস্যা না মিটলে রিপোর্ট লিখে শ্রম দফতরের আসানসোল শাখা শ্রম মন্ত্রালয়ে পাঠিয়ে দেওয়া হয়। এর পর ২০১০ সালে শ্রমমন্ত্রক বিষয়টি নিস্পত্তির জন্য ইন্ডাস্ট্রিয়াল ট্রাইব্যুনাল কাম লেবার কোর্টে মামলা দায়ের করার বিজ্ঞপ্তি জারি করে। আসানসোল আদালতে বিচারক না থাকায় দেড় বছর পর চলতি বছরের ২ ফেব্রুয়ারি মামলা শুরু হয়। কোলিয়ারি মজদুর ইউনিয়নের হয়ে এই মামলার প্রতিনিধি সঞ্জয় মাজি জানান, প্রথম দিন ইসিএলের এক প্রতিনিধি এসে সওয়াল করেছিলেন। তার পর শুনানির তৃতীয় দিন ইসিএলের প্রতিনিধি উপস্থিত থাকলেও তিনি আদালত এড়িয়ে যান। শুনানির জন্য ধার্য করা পঞ্চম দিনে বৃহস্পতিবারও ইসিএলের তরফে কোনও প্রতিনিধি ছিলেন না। এই অবস্থায় বিধি অনুযায়ী ইসিএলকে ‘এক্স পার্টি’ ঘোষণা করার দাবি তাঁরা জানান। সেই অনুযয়ী বিচারক এ দিন জানান, ষষ্ঠ শুনানির দিন ইসিএল প্রতিনিধি না পাঠালে ‘এক্স পার্টি’ ঘোষণা করা হবে। ইসিএলের সিএমডি-র কারিগরি সচিব নীলাদ্রি রায় বলেন, “আদালতেই সব কিছু জানানো হবে।”

মেয়র পারিষদের নির্বাচনী এজেন্ট গ্রেফতার দুর্গাপুরে
দলেরই অপর এক নেতার গায়ে হাত তোলার অভিযোগে তৃণমূল মেয়র পারিষদের নির্বাচনী এজেন্ট দেবপ্রসাদ মুখোপাধ্যায়কে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ, মেয়র পারিষদের পক্ষ নিয়ে তিনি তৃণমূলেরই অপর এক নেতা, নিখিল মুখোপাধ্যায়ের গায়ে হাত তুলেছেন। মাথায় আঘাত নিয়ে নিখিলবাবু বর্তমানে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে ভর্তি রয়েছেন। যদিও কোনও পক্ষই বিষয়টি নিয়ে মুখ খুলতে চায়নি। তবে এর মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের ইঙ্গিত রয়েছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুরের ২৭ নম্বর ওয়ার্ডের বিধাননগরের এক বেসরকারি হাসপাতালের সামনে বুধবার দুপুর ১টা নাগাদ ঘটনাটি ঘটে। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ওই ওয়ার্ডের কাউন্সিলর মেয়র পারিষদ (পানীয় জল) প্রমোদ সরকার এলাকা তদারকির কাজে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন পুরভোটে তাঁর নির্বাচনী এজেন্ট দেবপ্রসাদ দত্ত-সহ আরও কয়েকজন। সেই সময়ে বিধাননগরের তৃণমূল নেতা নিখিল মুখোপাধ্যায়, হৃদয় সাঁই-রা সেখানে আসেন। এলাকার কাজকর্ম নিয়ে দুই পক্ষের বচসা বাধে। অভিযোগ, এই বিবাদ শেষে হাতাহাতি পর্যন্ত গড়ায়। নিখিলবাবুর মাথায় চোট লাগে। তাঁকে ওই হাসপাতালে ভর্তি করানো হয়। বুধবার রাতে দেবপ্রসাদবাবুকে গ্রেফতার করে পুলিশ। প্রমোদবাবু বলেন, “দলীয় বিষয়। যা বলার উচ্চতর নেতৃত্বকে বলব।” নিখিলবাবুর সঙ্গে বার বার চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি। দলের জেলা (শিল্পাঞ্চল) সভাপতি অপূর্ব মুখোপাধ্যায় জানান, বিষয়টি তাঁর জানা নেই। খোঁজ নিয়ে দেখবেন।

চাল-গমের ভ্যান আটক, ধৃত ২
প্রয়োজনীয় কাগজপত্র না দেখাতে পারায় ‘এ জোন’ ফাঁড়ির কাছ থেকে চাল-গম বোঝাই একটি ভ্যান আটক করল দুর্গাপুর থানার পুলিশ। সেখান থেকে ৫৫ বস্তা গম ও ৫ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা হয় চালক রঞ্জন চৌহানকে। তাঁকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে বেনাচিতি বাজারের বিমল অগ্রবাল নামে গুরুদ্বার রোডের এক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, বিভিন্ন রেশন দোকান থেকে কম দামে চাল-গম কিনে তা বেশি দামে অন্যত্র বিক্রি করত ওই ব্যবসায়ী। পুলিশ জানায়, রঞ্জন তাদের জানিয়েছে, চাল ও গম নিয়ে সে যাচ্ছিল বেনাচিতি বাজারের গুরুদ্বার রোডের ব্যবসায়ী বিমল অগ্রবালের দোকানে। বিমলবাবুকে জিজ্ঞাসাবাদ করে সন্তোষজনক জবাব না মেলায় তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, জেরায় ওই ব্যবসায়ী স্বীকার করেছে, বিভিন্ন রেশন দোকান থেকে চাল ও গম সংগ্রহ করে সে বেশি দামে তা পাঠায় অন্য একটি সংস্থায়। গত তিন মাস ধরে সে এই কাজ করছে। এডিসিপি (পূর্ব) সুনীল যাদব জানান, উদ্ধার হওয়া চাল ও গম কোন কোন রেশন দোকান থেকে আনা হয়েছে তা জানতে চাল ও গমের নমুনা পাঠানো হবে খাদ্য সরবরাহ বিভাগে। পরে অভিযান চালানো হবে সেই সব রেশন দোকানেও।

তৃণমূল নেতার বাড়িতে বোমা
—নিজস্ব চিত্র।
তৃণমূলের এক নেতার বাড়িতে বোমা মারার অভিযোগ উঠল বুধবার রাতে। অন্ডালের ছাতাডাঙা এলাকার ঘটনা। তৃণমূলের বুথ কমিটির সভাপতি কিশোর বাউড়ি জানান, বুধবার রাত ৯টা নাগাদ হঠাৎ বোমা ফাটার অওয়াজ পান। বাড়ির বাইরে এসে দেখেন, তাঁদের শোওয়ার ঘরের পাশের ঘরে চালার অ্যাসবেস্টস ফুটো হয়ে গিয়েছে। বাড়ির পাশেই তিনটি না ফাটা বোমা পড়ে রয়েছে। কিশোরবাবুর দাবি, সিপিএমের মদতপুষ্ট দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে। অন্ডালের বনবহাল ফাঁড়ি জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। ওই তিনটি বোমা নিষ্ক্রিয় করা হয়েছে। সিপিএমের বর্ধমান জেলা কমিটির সদস্য তুফান মণ্ডল বলেন, “গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এমন ঘটেছে বলে অনুমান। পুলিশি তদন্তেই সত্য জানা যাবে।”

দু’টি বাসের ধাক্কা, জখম ৪
—নিজস্ব চিত্র।
যাত্রীবাহী দু’টি বাসের সংঘর্ষে চালক-সহ আহত হলেন চার জন। বৃহস্পতিবার বিকালে দুর্ঘটনাটি ঘটে আসানসোলের লোকো মাঠের কাছে জিটি রোডের উপরে। পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা জানান, লোকো বাসস্টপেজে বার্নপুরগামী একটি মিনিবাস যাত্রী ওঠানো-নামানো করাচ্ছিল। হঠাৎ পিছন দিক থেকে বার্নপুরগামী অন্য একটি বড় বাস দ্রুত বেগে এসে সামনের মিনিবাসটিকে ধাক্কা মারে। সংঘর্ষের আওয়াজ পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন ও উদ্ধার কাজ শুরু করেন। বড় বাসটির চালক-সহ তিন জন যাত্রী চোট পান। পুলিশ তাঁদের আসানসোল মহকুমা হাসপাতালে পাঠায়।

দোকানে আগুন
—নিজস্ব চিত্র।
শ্যামপুর বাজারের একটি মোবাইল ও সিডির দোকানে বাজ পড়ে আগুন লেগে গেল বৃহস্পতিবার দুপুরে। দোকানটি আংশিক পুড়ে গিয়েছে। দোকানের মালিক সুজিত সরকার জানান, দুপুর ২ টো নাগাদ হঠাৎ একটি বাজ পড়ে। সঙ্গে সঙ্গে শটসার্কিট হয়ে দোকানের ভিতরের বিদ্যুতের লাইনে আগুন ধরে যায়। পরে তাঁরা নিজেরাই উদ্যোগ নিয়ে আগুন নিভিয়ে ফেলেন।

তালা ভেঙে চুরি কোলিয়ারিতে
ট্রান্সফর্মার রুমের তালা ভেঙে ঢুকে লোহার জিনিসপত্র নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। কেন্দা এরিয়ার নিউ কেন্দা কোলিয়ারির ইস্ট কেন্দা গোয়ালাপাড়ার ঘটনা। কোলিয়ারি কর্তৃপক্ষ জানান, বুধবার গভীর রাতে ট্রান্সফর্মার রুমের তালা ভেঙে দুষ্কৃতীরা ২৫ ফুট কেবল-সহ অন্য লোহার সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে। স্থানীয় আইএনটিইউসি নেতা পার্থ ভট্টাচার্য বলেন, “ওই ট্রান্সফর্মার রুমে কোনও নিরাপত্তা রক্ষী নেই। রক্ষী মোতায়েনের আবেদন জানিয়েও প্রতিকার মেলেনি।” কোলিয়ারির ম্যানেজার মুকিম সিদ্দিকি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সঠিক ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে।

জাল মদ তৈরি, ধৃত
প্রায় সাড়ে চারশো লিটার স্পিরিট, পাঞ্চিং মেশিন ও দেশি ও বিদেশি বোতলের ছিপি-সহ দু’জনকে গ্রেফতার করল আবগারি দফতর। বৃহস্পতিবার পানাগড়ের ক্যানাল ব্রিজের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। আবগারি দফতরের দুর্গাপুর বিভাগের এক আধিকারিক পার্থ ঘোষ জানান, কলকাতা থেকে একটি গাড়ি এই সব নকল মদ তৈরির জিনিসপত্র নিয়ে আসানসোল যাচ্ছিল।

খনিতে বিক্ষোভ
নিরাপত্তা অধিকারিকের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগে উৎপাদন বন্ধ রেখে বিক্ষোভ দেখালেন বিশ্বেশ্বরী খাঁদরা কোলিয়ারির নিরাপত্তাকর্মীরা। তাঁদের দাবি, নিরাপত্তা আধিকারিক সরোজ বন্দ্যোপাধ্যায় অধস্তন কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করছেন। সরোজবাবু জানান, যা বলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলবেন। খনি কর্তৃপক্ষ জানান, অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা হবে।

ভাঙল মূর্তি
নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি মূর্তির কিছুটা অংশ ভেঙে দিয়েছে দুষ্কৃতীরা। আসানসোলের ট্রাফিক কলোনি এলাকার ঘটনা। বছর খানেক আগে মূর্তিটি বসায় পুরসভা। পুরসভার মেয়র পারিষদ (সাংস্কৃতিক) রবিউল ইসলাম জানান, অপরাধীদের খুঁজে বের করা হবে। পুরসভা মূর্তিটি সংস্কারের ব্যবস্থা করবে।

দোকানে চুরি
পরপর তিনটি দোকানে চুরি হল আসানসোলের কালিপাহাড়ি এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার সকালে তাঁরা দেখতে পান দু’টি পান গুমটি ও একটি গ্যারাজের তালা ভাঙা। জিনিসপত্র লণ্ডভণ্ড হয়ে পড়ে। পুলিশ জানায়, তদন্ত শুরু হয়েছে।

বেতন বাড়ানোর দাবি
বেতন বৃদ্ধির দাবিতে আসানসোল পুরসভায় বিক্ষোভ শুরু করেছেন আরসিএইচ কর্মীরা। পুরসভার স্বাস্থ্য দফতরের এই কর্মীদের অভিযোগ, তাঁরা যে বেতন পান, তা দিয়ে সংসার চালানো কঠিন। দীর্ঘদিন ধরে দাবি জানালেও কর্তৃপক্ষ গা করছেন না। কর্মীদের তরফে স্বপ্না সরকার জানান, কর্তব্যে গাফিলতি না করে প্রায় সাড়ে চারশো আরসিএইচ কর্মী লাগাতার এই কর্মসূচী চলাবেন। পুরসভার মেয়র তাপস বন্দ্যোপাধ্যায় জানান, কর্মীদের এই দাবি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.