কন্দহর বিমান অপহরণের মূল পাণ্ডা গ্রেফতার |
কন্দহর বিমান অপহরণের মূল অভিযুক্ত মেহরাজুদ্দিন ওরফে জাভেদ গ্রেফতার। জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ার থেকে জাভেদকে গ্রেফতার করে পুলিশ। গোয়েন্দা সূত্রের দাবি, অপহরণ, সন্ত্রাস-সহ একাধিক অভিযোগে অভিযুক্ত জাভেদ আইএসআই, লস্কর-ই-তৈবার সঙ্গে সরাসরিভাবে যুক্ত। পাকিস্তানকে দেওয়া মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের ২০ জনের তালিকাতেও নাম ছিল তার। ইউনাইটেড জিহাদ কাউন্সিলের শীর্ষ নেতা সৈয়দ সালাউদ্দিনের ঘনিষ্ঠ জাভেদ বেশ কিছু দিন ধরেই নেপালে আত্মগোপন করে ছিল। কিছু দিন আগেই জাভেদ নেপাল থেকে কাশ্মীরে আসে। গোপন সূত্রে খবর পেয়ে জম্মু ও কাশ্মীর পুলিশ গ্রেফতার করে জাভেদকে।
|
জমি জটে স্থগিত সড়ক সম্প্রসারণ প্রকল্প |
জমি জটে স্থগিত হয়ে গেল ৩৪ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ। ৩৪ নম্বর জাতীয় সড়কে গতি আনতে চার লেন-এ সম্প্রসারণের কাজ শুরু করে এইচসিসি। ২০১০ সালে মোট প্রায় ৫০০০ কোটি টাকার উন্নয়ণ প্রকল্পটির বরাত পায় এইচসিসি। কিন্তু চার লেন-এ সম্প্রসারণের জন্য মেলেনি প্রয়োজনীয় জমি। রাজ্য সরকারের প্রতিশ্রুতি পেলেও দীর্ঘ দিনের অপেক্ষার পরেও পাওয়া যায়নি জমি। এদিকে দিনের পর দিন শ্রমিক-ইঞ্জিনিয়রদের বসিয়ে রেখে বেতন গুনতে হচ্ছে ওই নির্মান সংস্থাকে। তাই শেষ পর্যন্ত রায়গঞ্জ থেকে বহরমপুর পর্যন্ত ৩৪ নম্বর জাতীয় সড়কের অংশটিতে বন্ধ হয়ে গেল কাজ। ডালখোলা থেকে কর্মী ও যন্ত্রপাতি সরিয়ে নিল নির্মান সংস্থা এইচসিসি। জাতীয় সড়ক কর্তৃপক্ষকে চিঠি দিয়ে কর্মী ও যন্ত্রপাতি প্রত্যাহার করার কথা জানিয়ে দিয়েছে সংস্থা।
|
কলকাতা থেকে উদ্ধার নকল মোবাইল ফোন |
প্রায় সাড়ে ১৭ লক্ষ টাকার নকল মোবাইল ফোন বাজেয়াপ্ত করল কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট বিভাগ। কলকাতার চাঁদনীচক এলাকার আটটি দোকান থেকে মিলেছে ৩৫০টি নকল মোবাইল ফোন। ওই দোকানগুলি থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তদের। আজ তাদের তোলা হচ্ছে ব্যাঙ্কশাল আদালতে। |