মাঠ বাঁচাতে আইন অমান্য অরবিন্দনগরে |
মাঠ দখলমুক্ত করতে এ বার আইন অমান্যের পথে নামছেন অরবিন্দনগরের মানুষ। আজ, বৃহস্পতিবার জেলাশাসকের দফতরের সামনে কালেক্টরেট মোড়ে আইন অমান্য কর্মসূচি হবে। মিছিল করে এখানে পৌঁছবেন অরবিন্দনগরের বাসিন্দারা। কমিটির অন্যতম আহ্বায়ক কার্তিক ধর বলেন, “বারবার শুধু আশ্বাস মিলছে। কাজের কাজ কিছু হচ্ছে না। সরকারি জমি এ ভাবে দখল হয়ে যাচ্ছে। অথচ, পুলিশ-প্রশাসনের কোনও ভ্রূক্ষেপ নেই। বাধ্য হয়েই আমরা আইন অমান্যের পথে যাচ্ছি।” এই কর্মসূচি ঘিরে অনভিপ্রেত ঘটনা এড়াতে বৃহস্পতিবার কালেক্টরেট মোড়ে ‘বাড়তি’ পুলিশ মোতায়েনের ব্যবস্থা থাকবে বলে জেলা প্রশাসন সূত্রে খবর। মেদিনীপুর শহরের অরবিন্দনগরে একটি খেলার মাঠ রয়েছে। গত ৩ বছর ধরে মাঠের একাংশ বেআইনি ভাবে দখল করা হচ্ছে বলে অভিযোগ। ইতিমধ্যে মাঠের একটা বড় অংশই দখল হয়ে গিয়েছে। জবরদখল উচ্ছেদের দাবিতে আগেও আন্দোলন হয়েছে। মাস কয়েক আগে শহরে ৬ ঘন্টার বন্ধের ডাক দিয়েছিলেন অরবিন্দনগরের মানুষ। পরিস্থিতি দেখতে গত ১৫ মে মেদিনীপুরে এক সর্বদল বৈঠক হয়। সিদ্ধান্ত হয়েছিল, মাঠে এখন যাঁরা বসবাস করছেন, তাঁদের মধ্যে প্রকৃত ভূমিহীন কেউ আছেন কি না, দেখে দখল উচ্ছেদ-প্রক্রিয়া শুরু হবে। পরে আইনি পদক্ষেপ শুরুও করে প্রশাসন। গত ২৩ জুলাই এক নোটিস জারি করে প্রশাসন জানিয়েছিল, ২৭ জুলাইয়ের মধ্যে সরকারি জায়গার দখল ছেড়ে দিতে হবে। নচেৎ আইনি পদক্ষেপ করা হবে। সেই সময়সীমা শেষ হলেও প্রশাসনের আবেদনে সাড়া দেননি কেউ। কেন এখনও মাঠ দখলমুক্ত করা হচ্ছে না, সেই দাবিতেই ফের আন্দোলনে নামতে চলেছেন এলাকার মানুষ। স্থানীয়দের বক্তব্য, ফরওয়ার্ড ব্লকের মদতেই খেলার মাঠ বেআইনি ভাবে দখল করা হয়েছে। বামফ্রন্ট সরকার ক্ষমতায় থাকার সময় শরিক দলকে ‘অসন্তুষ্ট’ করে জবরদখল উচ্ছেদের ঝুঁকি নেওয়া যায়নি। রাজ্যে পালাবদল হয়েছে। তার পরেও মাঠ দখলমুক্ত করতে পদক্ষেপ করা হচ্ছে না। এই সময় দখল অভিযান হলে অনভিপ্রেত ঘটনা ঘটতে পারে, এই ভেবেই জেলা প্রশাসন এ ক্ষেত্রে আইনি পদক্ষেপ শুরু করছে না বলে মনে করছে বিভিন্ন মহল।
|
একশো দিনের কাজের বকেয়া টাকা মেটানো-সহ বেশ কয়েক দফা দাবিতে বুধবার খড়্গপুর-১ নম্বর বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখাল সিপিএমের কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভা। এ দিন দুপুরে চৌরঙ্গি থেকে শুরু হওয়া মিছিল শেষ হয় বিডিও অফিসের সামনে। নেতৃত্ব দেন স্থানীয় বিধায়ক নাজমুল হক, দীনেশ ভট্টাচার্য, কমল পলমল প্রমুখ।
|
জন্ম সার্ধশতবর্ষে শ্রদ্ধা জানাতে বিবেকানন্দের মূর্তি বসানো হল খড়্গপুর শহরের নিমপুরায় আর্য বিদ্যাপীঠে। বুধবার মূর্তির আবরণ উন্মোচন করেন বরাহনগর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী জ্ঞানলোকানন্দ মহারাজ। ছিলেন অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডলের পশ্চিম মেদিনীপুর জেলা মুখ্য সংগঠক যুগল প্রধান, পুরপ্রধান জহর পাল, দেবাশিস চৌধুরী প্রমুখ। স্বাগত ভাষণ দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণজিৎ মাজি। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে ছাত্রছাত্রীরা। হয় বার্ষিক পুরস্কার বিতরণও।
|
বেশ কয়েকটি দাবিতে বুধবার জেলাশাসকের কাছে স্মারকলিপি দিল অল বেঙ্গল ভোকেশনাল টিচার্স ট্রেনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। পাশাপাশি, এদিন শহরের গাঁধী মূর্তির পাশে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক সৌমেন তালুকদার, রাজ্য সভাপতি অর্পন মজুমদার, জেলা সম্পাদক বিপ্লব চক্রবর্তী প্রমুখ। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, পূর্ণ শিক্ষকের মর্যাদা দেওয়া, প্রতি মাসে বেতন দেওয়া-সহ বেশ কয়েকটি দাবিতে এই আন্দোলন।
|
বুধবার থেকে শহরের অলিগঞ্জ ঋষি রাজনারায়ণ বালিকা বিদ্যালয়ের উদ্যোগে এক বিজ্ঞান প্রদর্শনী ও সেমিনার শুরু হয়েছে। চলবে আজ, বৃহস্পতিবার পর্যন্ত। স্কুলের ছাত্রীরাই এই সেমিনারে যোগ দিয়েছে। বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআই উত্তম ত্রিপাঠি, স্কুলের প্রধান শিক্ষিকা সুমিতা বন্দ্যোপাধ্যায়, সম্পাদক সুব্রত সরকার প্রমুখ। |