ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ, পড়াশোনা বন্ধ কলেজে |
কলকাতার জয়পুরিয়া কলেজের হিন্দি বিভাগের এক ছাত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠল কলেজেরই এক অধ্যাপকের বিরুদ্ধে। ছাত্রীর বয়ান অনুযায়ী, গত বৃহস্পতিবার বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে ছবি তোলার সময় ওই অধ্যাপক তাঁর চুল ধরে টানেন। এমনকী হাত ধরে ভেতরে নিয়ে গিয়ে চড়ও মারেন। এই বিষয়ে শ্যামপুকুর থানায় অভিযোগ দায়ের করেছেন নিগৃহীতা ছাত্রী। ঘটনায় একদিকে যেমন ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখাচ্ছেন, অন্য দিকে অভিযুক্ত অধ্যাপক জানিয়েছেন মিথ্যা অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। ফলে অধ্যাপকরাও ক্লাস নেওয়া বন্ধ করেছেন। ছাত্রছাত্রীরা তাঁদের হুমকিও দিচ্ছে বলে অভিযোগ করেছেন তাঁরা। আজ সন্ধ্যায় এ বিষেয়ে জরুরি বৈঠক ডাকা হয়েছে। পরবর্তী পদক্ষেপ সেখানেই ঠিক হবে।
|
সমুদ্রে রাসায়নিক ভর্তি জাহাজে আগুন |
আজ ভোর পৌনে চারটে নাগাদ মুম্বইয়ের কাছে সমুদ্রে একটি রাসায়নিক ভর্তি জাহাজে আগুন লাগে। কিছু ক্ষণের মধ্যেই কর্মীদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়। জাহাজটির ব্রিজ ইঞ্জিন থেকেই এই আগুন লেগেছে। এখন আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসলেও পুরোপুরি না আসা পর্যন্ত সমুদ্রে রাসায়নিক মিশে দুষণ ছড়ানোর আশঙ্কা রয়েছে।
|
এ বার দুর্গাপুরে গণধর্ষণের অভিযোগ |
সকালে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ডাকাতি, রাতে সেই একই জায়গাতেই গণধর্ষণ। ক্রমশই অপরাধের ‘স্বর্গরাজ্য’ হয়ে উঠছে দুর্গাপুরের সিটি সেন্টার সংলগ্ন অভিজাত এলাকা। গত কাল সকালে আগ্নেয়াস্ত্র দেখিয়ে এই এলাকার একটি দোকান থেকে প্রায় সাড়ে ৪ লক্ষ টাকা লুঠ করে দুষ্কৃতীরা। পুলিশ ঘটনার তদন্তও শুরু করেছে। তার মধ্যেই রাতে ওই এলাকাতেই এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠল। স্বামীর সঙ্গে বাড়ি ফেরার সময় ওই মহিলাকে ধর্ষণ করে কয়েক জন দুষ্কৃতী। তাঁর স্বামীকেও মারধর করা হয়। ঘটনায় দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এখনও কেউ গ্রেফতার হয়নি।
|
পাঁশকুড়ায় বাস দুর্ঘটনা, মৃত ৩, আহত ২০ |
ঘাটাল থেকে দিঘা যাওয়ার পথে একটি বাস দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২০ জন। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রী প্রতীক্ষালয়ে ধাক্কা মেরে উল্টে যায়। ঘটনাস্থলেই ৩ জন মারা যান। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঁদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
|
তিস্তায় পড়ল ভ্যান, মৃত ১ |
আজ সকাল ৭টা নাগাদ মংপু থেকে শিলিগুড়ি যাওয়ার পথে সেবকের কাছে একটি পিক-আপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় ৫০০ ফুট গভীর খাদে। তার পর গড়িয়ে পড়ে তিস্তায়। পিক-আপ ভ্যানটিতে চালক-সহ ৩ জন ছিলেন। ১ জন ঘটনাস্থলেই মারা যান। বাকি দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।
|
স্কুল নির্বাচন ঘিরে সংঘর্ষ, গ্রেফতার ৩ |
পূর্ব মেদিনীপুরের নারায়ণগড়ে একটি স্কুল কমিটির নির্বাচন ঘিরে উত্তেজনা ছড়াল। গত কাল দুপুরে নির্বাচনে সিপিএম প্রার্থীরা জয়ী হন। তার পরই বচসা বাধে তৃণমূল সমর্থকদের সঙ্গে। পরে রাতে জয়ী প্রার্থীদের বাড়িতে হামলা চালানো হয়। ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা প্রত্যেকেই তৃণমূল সমর্থক বলে জানা গিয়েছে। গ্রামে মোতায়েন করা হয়েছে পুলিশ। |