হলদিয়া পুরসভা
দাবি সুষ্ঠু নিকাশির, অবরোধ
বোর্ড-মিটিংয়ের দিন নিকাশি ব্যবস্থার হাল ফেরানোর দাবিতে কোনও দলীয় পতাকা ছাড়াই হলদিয়া পুরসভার সামনে বিক্ষোভ দেখিয়েছিল একদল লোক। অভিযোগ, বোর্ড-মিটিং ভেস্তে দিতে বকলমে ওই বিক্ষোভ করিয়েছিল তৃণমূল। সেই অভিযোগ তখন স্থানীয় তৃণমূল নেতৃত্ব উড়িয়ে দিলেও একই দাবিতে পরদিন পথ অবরোধ করলেন তাঁরা। এ বার তৃণমূলের পতাকা নিয়েই।
বৃহস্পতিবার হলদিয়া পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের ভাগ্যবন্তপুরে হলদিয়া-মেচেদা রাজ্য সড়কে এই অবরোধ-বিক্ষোভ শুরু হয় সকাল সাড়ে ১১টা নাগাদ। বেহাল নিকাশি ও পানীয় জল সমস্যার সমাধানের দাবিতে দেড়শোরও বেশি মানুষ সামিল হন বিক্ষোভে। নেতৃত্বে ছিলেন ওই এলাকার তৃণমূল কাউন্সিলর স্বপন নস্কর। তিনি বলেন, “সাধারণ মানুষ জলে ভেসে যাচ্ছে। ত্রিপল নেই, পানীয় জল নেই। মানুষ আমার কাছেও জবাব চাইছে। পুরপ্রধান উদাসীন।”
হলদিয়ার মঞ্জুশ্রী মোড়ে জমেছে জল। —নিজস্ব চিত্র
দেড় ঘণ্টা পথ অবরোধের পর হলদিয়ার মহকুমাশাসক শিল্পা গৌড়িসারিয়ার নির্দেশে পুরসভার কার্যনির্বাহী আধিকারিক (ইও) অশোককুমার মিত্র ঘটনাস্থলে পৌঁছন। কাউন্সিলর স্বপন নস্করকে সঙ্গে নিয়েই তিনি জলমগ্ন পরিস্থিতি সরেজামিনে খতিয়ে দেখেন। অশোকবাবু বলেন, “শুধু নিকাশি নয় রাস্তা, পানীয় জলের অবস্থাও খারাপ। ওঁরা আমাকে দেখিয়েছেন। আমি এই রিপোর্ট পুরপ্রধান ও এসডিও-কে দেব।” এলাকার কাউন্সিলরকেও প্রয়োজনীয় সরঞ্জামের জন্য পুরসভায় আবেদন করতে বলেন অশোকবাবু। তাঁর আশ্বাসের ভিত্তিতেই বেলা ১টা নাগাদ উঠে যায় অবরোধ। পুরপ্রধান তমালিকা পণ্ডা শেঠ বলেন, “ইও গিয়েছিলেন ঘটনাস্থলে। বিক্ষুব্ধদের দাবি মতো আপাতত কিছু ত্রিপল ও শুকনো খাবার, জলের ব্যবস্থা করা হবে। বুধবারের বোর্ড মিটিংয়েই ৫০ হাজার টাকা ত্রাণ হিসেবে বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছি।”
হলদিয়া পুর এলাকায় নিকাশির সমস্যা দীর্ঘ দিনের। দু’দিনের টানা বৃষ্টিতে বিগত বছরগুলির মতোই শহরের ১, ৩, ১০, ১২, ২৩, ২৫, ২৬-সহ একাধিক ওয়ার্ডে জল জমেছে। হলদিয়া উন্নয়ন পর্ষদ ইতিমধ্যে ১০ কোটি টাকা ব্যয়ে লিঙ্ক রোডে বড় নর্দমা গড়ার পরিকল্পনা জানিয়েছে। কিন্তু পুর-নির্বাচনের পর প্রায় তিন মাস কেটে গেলেও নতুন বাম পরিচালিত পুরবোর্ড নিকাশি সমস্যা সমাধানে কোনও রূপরেখাও তৈরি করতে পারেনি। এখনও যথাযথ ভাবে একটা বোর্ড-মিটিংও হয়নি। তাই এই অবস্থার জন্য কাউন্সিলরদের মধ্যে মতানৈক্যকেই দায়ী করছেন সাধারণ মানুষ। পুরপ্রধান তমালিকা পণ্ডা শেঠ নিজেদের ত্রুটি স্বীকার করে বলেন, “শিল্পশহরে কয়েকটা জায়গায় নিকাশির সমস্যা রয়েছে। কী ভাবে মোকাবিলা করা যায় দেখছি।”
এ দিনের অবরোধের জেরে বিপর্যস্ত হয় হলদিয়া থেকে কুকড়াহাটি, মেচেদা, মেদিনীপুর, ঝাড়গ্রাম-সহ বেশ কিছু শাখার যান চলাচল। যদিও মঞ্জুশ্রী থেকে হলদিয়া পেট্রোকেমিক্যাল লিঙ্ক রোড ধরে বেশ কিছু বাস রুট বদল করে বিক্ষোভ এড়িয়েছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.