৩ হাতির তাণ্ডবে ভাঙল কুড়িটি ঘর
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
৩টি হাতির তান্ডবে উত্তর জিৎপুর এলাকায় ভাঙল ২০ টি ঘর। বুধবার রাতে বক্সার জঙ্গল থেকে হাতি ৩টি বেরিয়ে হঘর বাঙার পাশাপাশি প্রায় ১০-১৫ বিঘে জমির ধান খেয়ে তছনছ করে। বক্সা ব্যাঘ্র প্রকল্পের দমনপুর এলাকার রেঞ্জ অফিসার সজল সরকার জানান, ওই রাতে একটি দাঁতাল হাতি ও দুটি মাকনা হাতি উত্তর জিপুর সহ বিস্তীর্ণ এলাকায় দাপিয়ে বেড়ায়। হাতির দলটি দফায় দফায় ২০টি ঘর ভাঙে। প্রায় ১০-১৫ বিঘে জমির ধান খেয়ে পিষে দিয়েছে খেত। গ্রামবাসীদের অভিযোগ, বনকর্মীরা স্বীকার করে নেন, তাঁরা ঘটনা স্থলে পৌঁছনোর আগে এলাকাবাসীরা হাতি তাড়িয়ে দিয়েছিলেন। এলাকার বাসিন্দা সুজিত কুলু জানান, রাত সাড়ে ১০টা নাগাদ একটি দাঁতাল হাতি তাঁদের এলাকায় ঢুকে তান্ডব চালায়। রান্নাঘর ভেঙে চাল, ডাল ও ধান খায়। রাত ১২টা পর্যন্ত এলাকা তছনছ করে। গ্রামবাসীরা মশাল জ্বেলে হাতি তাড়ান। কংগ্রেসের জেলা সম্পাদক কাঁকন দত্ত জানান, দীর্ঘক্ষণ ধরে হাতির দল গ্রামে হামলা চালালেও বন দফতরের কারও দেখা মেলেনি।
|
বৃক্ষরোপণ
নিজস্ব সংবাদদাতা • রথুনাথপুর |
জয়চণ্ডী পাহাড়ে সবুজায়নের উদ্দেশ্যে বৃহস্পতিবার রঘুনাথপুরের মহকুমাশাসক প্রণব বিশ্বাস-সহ প্রশাসনের কিছু আধিকারিক, শাঁকা ও আড়রা পঞ্চায়েতের প্রধান, রঘুনাথপুরের কাউন্সিলর এবং জয়চণ্ডী পাহাড় পর্যটন উৎসব কমিটির সদস্যেরা গাছ লাগান। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, স্থানীয় শাঁকা ও আড়রা পঞ্চায়েত ১০০ দিনের কাজের প্রকল্পে পাহাড়ে গাছ লাগাবে।
|
কুমিরের মুখে
সংবাদসংস্থা • লন্ডন |
ব্যাঙ্ককের কুমির প্রকল্পে ঘুরতে গিয়েছিলেন এক মহিলা। হঠাৎই পুকুর ভর্তি কুমিরের মাঝে ঝাঁপিয়ে পড়লেন তিনি। অবসাদ থেকেই এই কাণ্ড, দাবি তাঁর স্বামীর। |