আরামবাগে তৃণমূলের শান্তিমিছিল ঘিরে মারপিট
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কর্মিসভাকে কেন্দ্র করে অশান্তি হতে পারে, এই আশঙ্কায় বৃহস্পতিবার আরামবাগে ‘শান্তি মিছিল’-এর আয়োজন করেছিল তৃণমূল। সেই কর্মসূচিতে যোগ দিতে আসার পথে আরামবাগের বোরা গ্রামে ‘গোষ্ঠীদ্বন্দ্বে’র জেরে মারামারিতে জখম হলেন ১০ জন তৃণমূল কর্মী-সমর্থক। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। গোলমালে জড়িত অভিযোগে পুলিশ ৭ জনকে গ্রেফতার করে। আগামী রবিবার আরামবাগের রবীন্দ্রভবনে বুদ্ধবাবুর কর্মিসভা করার কথা। দলীয় কর্মী-সমর্থকদের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সিপিএমের ‘প্ররোচনা’য় পা না দেওয়ার অনুরোধ জানাতে বৃহস্পতিবার আরামবাগের তৃণমূল বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরার নেতৃত্বে মিছিলের আয়োজন করা হয়। বিকেল ৩টে নাগাদ মিছিল শুরু হওয়ার কথা ছিল আরামবাগের একটি সিনেমা হলের সামনে থেকে। শহর সংলগ্ন বিভিন্ন এলাকা থেকে দলীয় কর্মী-সমর্থকেরা আসছিলেন। আরামবাগের তৃণমূল নেতৃত্বের একাংশ জানিয়েছেন, তিরোল পঞ্চায়েত এলাকা থেকে দলীয় নেতা আবদুস শুকুরের অনুগামীরা আসছিলেন বাসে। ওই এলাকারই আর এক দলীয় নেতা মহম্মদ সেলিমের ১০-১২ জন অনুগামী আসছিলেন মোটরবাইকে। দু’পক্ষ বোরা গ্রামের রাস্তায় মুখোমুখি হয়। শুকুরের লোকজন সেলিমের অনুগামীদের ‘সিপিএমের লোক’ বলে কটাক্ষ করে তাঁদের বাসে চাপতে জোর-জবরদস্তি করেন বলে অভিযোগ। এর পরেই দু’পক্ষের হাতাহাতি হয়। জখম তিন জনকে আরামবাগ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মহম্মদ সেলিম বলেন, “ঘটনার কথা জানি না। আমি মিছিলে ছিলাম না। খোঁজ নিয়ে দেখব।” শুকুরের দাবি, “ওই ছেলেরা সিপিএম ছেড়ে তৃণমূলে এসেছে। ওরা সিপিএমেরই দুষ্কৃতী। মিছিলে এসে অশান্তি করার চেষ্টা করছিল বলে আমাদের ছেলেরা প্রতিবাদ করে।” একই দাবি বিধায়কেরও। |
জয়ী আরামবাগ বিদ্যুৎ অ্যাথলেটিক
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
বুধবার এবং বৃহস্পতিবার মহকুমা সুপার লিগ ফুটবলের দু’টি খেলায় যথাক্রমে আরামবাগ বিদ্যুৎ অ্যাথলেটিক ক্লাব ৪-০ গেলে গোঘাটের ঘাটগ্রাম মনসামাতা ক্লাবকে হারায়। লক্ষ্মীকান্ত পন্ডিত ২টি, দীপঙ্কর পোড়েল এবং মনতোষ হেমব্রম ১টি করে গোল করেন। খেলা হয় জুবিলি পার্কে। বৃহস্পতিবার গোঘাটের শ্রীপুর মাঠে অপর একটি খেলায় বেলেপাড়া অনিল স্মৃতি কিশোর সংঘ এবং চাঁদপুর উদীয়মান কিশোর সংঘের ম্যাচটি ১-১ গোলে অমীমাংসিত ভাবে শেষ হয়। |
বালিকার শ্লীলতাহানি, গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • শ্রীরামপুর |
আট বছরের এক বালিকার শ্লীলতাহানির অভিযোগে প্রতিবেশী এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার শ্রীরামপুরের খাসবাগান এলাকায়। ধৃতের নাম তারক কুণ্ডু। মেয়েটির বাবার অভিযোগের ভিত্তিতে শ্রীরামপুর থানার আইসি তথাগত পাণ্ডে তাঁকে গ্রেফতার করেন। বৃহস্পতিবার ধৃতকে শ্রীরামপুর আদালতে পাঠানো হয়। শারীরিক পরীক্ষার জন্য মেয়েটিকে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে পাঠানো হয়। |