লগ্নি বাড়ানোর পরিকল্পনা বিভিন্ন গাড়ি সংস্থার
নিজস্ব প্রতিবেদন |
সমস্যায় থাকলেও ভবিষ্যৎ সম্ভাবনার কথা মাথায় রেখে দেশে নতুন লগ্নি করছে গাড়ি সংস্থাগুলি। এর মধ্যে রয়েছে টয়োটা কির্লোস্কর, ফোক্সভাগেন, মার্সিডিজ বেঞ্জ। বৃহস্পতিবার সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স (সিয়াম)-এর বার্ষিক সভার ফাঁকে টয়োটা কির্লোস্কর মোটর-এর ভাইস চেয়ারম্যান বিক্রম কির্লোস্কর জানান, মার্চের মধ্যে তাঁরা বেঙ্গালুরুর কারখানায় আরও ৯০০ কোটি টাকা লগ্নি করবেন। এখন ওই কারখানায় বার্ষিক ২.১ লক্ষ গাড়ি তৈরি হয়। তা বাড়বে আরও এক লক্ষ। ফোক্সভাগেন গোষ্ঠীও কারখানা ও বিভিন্ন মডেল আধুনিকীকরণে দু’বছরে ৭০০ কোটি টাকা লগ্নি করবে। তবে কর ও অন্যান্য সমস্যা না-মেটায় কারখানা সম্প্রসারণে ২০০০ কোটি টাকার লগ্নি পরিকল্পনা আপাতত স্থগিতই রাখছে তারা। মার্সিডিস বেঞ্জ ইন্ডিয়াও চাকনের কারখানা সম্প্রসারণে ২০১৪-র মধ্যে আরও ২৫০ কোটি লগ্নি করবে। এখনও পর্যন্ত ৬০০ কোটিরও বেশি লগ্নি করেছে সংস্থা। ভারতের বাজার সম্পর্কে যথেষ্ট আশাবাদী সংশ্লিষ্ট শিল্পমহল। মার্সিডিস বেঞ্জের ডিরেক্টর দেবাশিস মিত্র বলেন, “সমস্যা স্বল্পমেয়াদি। ২০২০-এ বিশ্বের গাড়ি বাজারে তৃতীয় স্থান দখল করবে ভারত। আমেরিকা ও চিনের পরেই।” গুড়গাঁওতে ডিজ্যায়ার। মারুতি-সুজুকি-র মানেসর কারখানায় গোলমালের জন্য নতুন ডিজ্যায়ার গাড়িটির বরাত জোগানো ৬৫ হাজারেরও বেশি বকেয়া পড়েছে। ক্রেতাদের হাতে গাড়ির চাবি দ্রুত পৌঁছে দিতে তাই মানেসরের পাশাপাশি গুড়গাওঁতেও গাড়িটি তৈরি শুরু হয়েছে বলে এ দিন জানিয়েছেন সংস্থার অন্যতম কর্তা এস মৈত্র।
|
৩২ হাজার ছাড়াল সোনা
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
এ বার ৩২ হাজারও ছাড়িয়ে গেল সোনা। বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে প্রতি ১০ গ্রাম পাকা সোনার দাম ছুঁল ৩২,৩০০ টাকা। যা আগের দিনের থেকে ৩২০ টাকা বেশি। তেমন পিছিয়ে নেও কলকাতাও। কলকাতায় তা ২৭৫ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৩২,১৭৫ টাকা। গয়নার সোনা অবশ্য রয়েছে ৩০,৫২৫ টাকায়। অন্যান্য শহরে অবশ্য এখনও ৩২ হাজার ছোঁয়নি পাকা সোনা। মূলত বিশ্ব বাজারের হাত ধরেই সোনার দর আকাশচুম্বী, জানিয়েছেন বিশেষজ্ঞরা। এ দিন লন্ডনের বাজারে সোনার দাম ১% বেড়ে প্রতি আউন্সে দাঁড়িয়েছে ১৭০৯.৯০ ডলার। ইউরোপীয় শীর্ষ ব্যাঙ্ক ঋণ সঙ্কট মেটাতে কোনও সীমা না বেঁধে দিয়ে বন্ড কেনার সিদ্ধান্ত নেওয়ার প্রভাবও পড়েছে বাজারে। বিয়ে ও উৎসবের মরসুমের আগে চাহিদা বেড়েছে দেশেও।
|
কলকাতার বাজারে দুধ ও দুগ্ধজাত পণ্য আনল পরাগ মিল্ক ফুডস। মহারাষ্ট্রের পুণে ভিত্তিক সংস্থাটির সিএমডি দেবেন্দ্র শাহ জানান, “কলকাতায় দুধ, চিজ, দই, মাখন, লস্যি ও পনিরের বড় বাজার আছে।” কাগজের প্যাকেটে দুধ-সহ অন্য পণ্যগুলি পাড়ার দোকানেও পাওয়া যাবে। তাঁর দাবি, এই দুধ সংরক্ষণে কোনও রাসায়নিক ব্যবহার করা হয় না এবং ওই কাগজের প্যাকেটে দুধ ছ’মাস পর্যন্ত রাখা যায়।
|
ভারতে এই প্রথম কলকাতা ও মুম্বইয়ে বিপণি খুলল কানাডা ভিত্তিক বহুজাতিক ইয়োগেন ফ্রুজ। সল্টলেকের সেক্টর থ্রি-র এই বিপণিতে মিলবে বিভিন্ন স্বাদের স্বাস্থ্যকর ইয়োগার্ট ও হালকা খাবার। স্বাস্থ্য সচেতন মানুষের কথা মাথায় রেখে কম ফ্যাট এবং ফ্যাট ও চিনি ছাড়া ইয়োগার্ট এনেছে সংস্থাটি।
|
রাজ্যে প্রসাধন সামগ্রীর সম্ভার আনছে গুজরাতের আয়ুর্বেদিক সংস্থা তুলসী হেলথ কেয়ার। সংস্থার এমডি চন্দ্রেশ ঠক্কর বলেন কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন শপিং মল, বিউটি পার্লার ও অন্যত্র মিলবে তাদের ‘অ্যালিনা’ ব্র্যান্ডের পণ্য। বাজারে এখন সংস্থার ২২টি সামগ্রী আছে।
|
দ্বাদশ যোজনার লক্ষ্যমাত্রা |
দ্বাদশ যোজনায় (২০১২-১৭) বার্ষিক গড় আর্থিক বৃদ্ধির লক্ষ্যমাত্রা কমিয়ে ৮.২% করল যোজনা কমিশন। আগে তা ছিল ৯%। বিশ্বে মন্দার মেঘ ঘনিয়ে আসা এবং দেশে শিল্প বৃদ্ধির হার কমার কারণেই এই সিদ্ধান্ত।
|
• জয়ন্ত রায় পিয়ারলেস ডেভেলপার্সের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও হয়েছেন।
• ভি মণিকম লাইফ ইনশিওরেন্স কাউন্সিল-এর সেক্রেটারি জেনারেল-এর দায়িত্ব গ্রহণ করেছেন।
• কৈলাশ ধর দিওয়ান হিন্দুস্তান কপারের সিএমডি হয়েছেন।
|
কোলে মার্কেট
পাল্লা (৫কেজি) |
• কাঁচালঙ্কা (বুলেট) ১১০-১৩০
• পেঁয়াজ (রাজস্থান) ৪০
• পেঁয়াজ (নাসিক) ৪৫-৫০
• ঝিঙে ৪৫-৫০
• পটল ৪৫-৫০
• বেগুন (বড়) ৮০-১২০
• উচ্ছে ৭০-৮০
• ঢেঁড়স ৪০-৪৫
• করলা ৪০-৪৫
• টম্যাটো ৮৫
• আলু (৫০ কেজি বস্তা) ৫৪০ |
* সব দাম টাকায় |
|