বিনোদন এ বছর লন্ডন চলচ্চিত্র উৎসবে
সলমন রুশদি বনাম মহসিন হামিদ
ন্ডনের ময়দানে এ বার ‘মিডনাইটস চিলড্রেন’-এর সঙ্গে টক্কর দেবে ‘দ্য রিলাক্ট্যান্ট ফান্ডামেন্টালিস্ট’।
উপন্যাস-ভিত্তিক চলচ্চিত্র বানানোর হিড়িক বলিউডে নতুন নয়। শরৎচন্দ্রের ‘দেবদাস’ থেকে শুরু করে ঝুম্পা লাহিড়ীর ‘নেমসেক’, সবাই রয়েছে সেই তালিকায়। আর সেই তালিকার নবতম সংযোজন, সলমন রুশদির বুকার জয়ী উপন্যাস ‘মিডনাইটস চিলড্রেন’ এবং পাকিস্তানি লেখক মহসিন হামিদের বুকার পুরষ্কারে জন্য মনোনয়ন পাওয়া উপন্যাস ‘দ্য রিলাক্ট্যান্ট ফান্ডামেন্টালিস্ট’। সৌজন্যে দুই ভারতীয় পরিচালক, মীরা নায়ার এবং দীপা মেটা। সেই ছবি দু’টিই দেখানো হবে আগামী মাসের লন্ডন চলচ্চিত্র উৎসবে।

সলমন রুশদি

মহসিন হামিদ
সলমন রুশদির ‘মিডনাইটস চিলড্রেন’-এর গল্পটির কেন্দ্র ভারত। স্বাধীন দেশ হিসেবে বিশ্বের মানচিত্রে আত্মপ্রকাশের পর থেকে ১৯৭৫ সালে জরুরি অবস্থা ঘোষণা পর্যন্ত নানা সংঘাতের চিত্র তুলে ধরা হয়েছে এই উপন্যাসে। অন্য দিকে, মহসিন হামিদের ‘দ্য রিলাক্ট্যান্ট ফান্ডামেন্টালিস্ট’ উপন্যাসটির কেন্দ্রে এক পাকিস্তানি যুবক। ৯/১১-এর পর আমেরিকায় থাকার স্বপ্ন জলাঞ্জলি দিয়ে লাহৌরে ফিরে আসতে হয় তাঁকে।
দীপা মেটার নির্দেশনায় তৈরি হয়েছে ‘মিডনাইটস চিলড্রেন’ ছবিটি। চিত্রনাট্য লিখেছেন খোদ সলমন রুশদি। অভিনয় করেছেন শাবানা আজমি, অনুপম খের, রাহুল বোস, সোহা আলি খান, সিদ্ধার্থ, সাহানা গোস্বামী এবং দরশিল সাফারি। মীরা নায়ার পরিচালিত ‘দ্য রিলাক্ট্যান্ট ফান্ডামেন্টালিস্ট’ ছবিটিতে দেখা যাবে ওম পুরি, শাবানা আজমি এবং পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ অভিনেতা রিজ আহমেদকে।
অক্টোবর মাসের ১০ থেকে ২১ তারিখ পর্যন্ত চলবে লন্ডন চলচ্চিত্র উৎসব। এই প্রদর্শনীর ‘সাহসী’ বিভাগে দেখানো হবে ‘দ্য রিলাক্ট্যান্ট ফান্ডামেন্টালিস্ট’। আর ‘মিডনাইটস চিলড্রেন’-এ ঠাঁই হয়েছে ‘প্রতিযোগিতা’ বিভাগে। ছবিটি প্রদর্শনের দিন নিজের বুকার-জয়ী উপন্যাসটির চলচ্চিত্র হয়ে ওঠার গল্প বলতে মঞ্চে উপস্থিত থাকবেন রুশদি নিজে। দুই ছবির পরিচালক দীপা মেটা এবং মীরা নায়ার, দু’জনেই এই চলচ্চিত্র উৎসবে যোগ দিতে পারেন। দর্শক মহলে তাঁদের কাজ যথেষ্ট সাড়া জাগাবে বলে আশা প্রকাশ করছেন দু’টি ছবি কুশীলবেরাই।

নাট্যানুষ্ঠান
দু’দিন ব্যাপী নাট্যানুষ্ঠানের আয়োজন করল হলদিয়ার নাট্যসংস্থা ‘সমন্বয়’। বৃহস্পতিবার সন্ধেয় হলদিয়া টাউনশিপের বিবি ঘোষ প্রেক্ষাগৃহে অনুষ্ঠান শুরু হয়। নাট্যসংস্থার তরফে হলদিয়া বন্দরের প্রশাসনিক আধিকারিক অমল দত্ত জানান, শুধু নিজেদের নাটক নয়, বাইরের কিছু পরিচিত নাট্যদলকেও ডাক দেওয়া হয়েছে। এ দিন সমন্বয় পরিচালিত সৌমিত্র বসুর লেখা নাটক ‘ভৌতিক’ ও দক্ষিণেশ্বরের ‘সাংস্কৃতিক চক্র’ পরিচালিত ‘সেই তো তোমার আলো’ মঞ্চস্থ হয়। আজ, শুক্রবার এগরা ‘কৃষ্টিচক্র’ পরিচালিত ‘লুতন ছড়া’ এবং সমন্বয় পরিচালিত সমরেশ মজুমদারের নাটক ‘তিন নম্বর চোখ’ মঞ্চস্থ হবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.