টুকরো খবর
মাওবাদীদের ঠেকাতে বৈঠক বোলপুরে
ছবি: বিশ্বজিৎ রায়চৌধুরী।
ঝাড়খণ্ড ঘেঁষা বীরভূম সীমান্ত থানা এলাকায় ‘মাওবাদীদের’ বাড়-বাড়ন্ত রুখতে দুই রাজ্যের পুলিশ কর্তাদের নিয়ে বৃহস্পতিবার বৈঠক হল বোলপুরে গীতাঞ্জলি শান্তিদেব সভাকক্ষে। আইজি (পশ্চিমাঞ্চল) গঙ্গেশ্বর সিংহ, দুমকা অঞ্চলের আইজি অরুণকুমার ওঁরাও-সহ আরও অনেকে। আইজি গঙ্গেশ্বর সিংহ বলেন, “গত ২২ মার্চ ম্যাসাঞ্জোরে যৌথ বৈঠক হয়েছে। ঝাড়খণ্ড সীমানা এলাকার এ রাজ্যের এবং ওই রাজ্যের পুলিশ কর্তাদের নিয়ে আলোচনা হয়েছে। শুধু পুলিশকর্মী মোতায়েন করা নয়, প্রয়োজনে ক্যাম্প বাড়ানো, যৌথ অভিযান ও নজরদারি বাড়ানো হবে।” ওঁরাও বলেন, “প্রত্যেক ৬ মাস অন্তর আমরা আলোচনা করি। দু’বার দুমকায় করেছি, দু’বার বীরভূমে হয়েছে। মাওবাদী সমস্যা মোকাবিলা, সীমান্ত এলাকায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির সামগ্রিক উন্নতি নিয়ে আলোচনা হয়েছে।” তিনি জানিয়েছেন, বিভিন্ন সমস্যা মেটাতে সরকারের তরফ থেকে যে যে পরিকল্পনা নেওয়া হয়েছে সেগুলি আরও বেশি করে প্রয়োগ করা নিয়ে আলোচনা হয়েছে। এ দিন বৈঠকে ছিলেন--ঝাড়খণ্ডের দুমকা, পাকুড়, জামতোড়ার এসপি, ডিআইজি (দুমকা) এবং এসপি (বীরভূম ও বর্ধমান), ডিআইজি (মেদিনীপুর, বর্ধমান, নদিয়া-মুর্শিদাবাদ) ও সিআরপিএফের ডিআইজি (মেদিনীপুর)-সহ আরও পদস্থ কর্তারা ছিলেন।

আদিবাসী অধিকার মঞ্চের দাবি
আদিবাসী গ্রামগুলিতে ক্যাম্প করে রেশন কার্ড দেওয়া, গ্রামে গ্রামে বিদ্যুদয়ন-সহ ১২ দফা দাবিতে বৃহস্পতিবার রামপুরহাট ১ ব্লকের বিডিও-র কাছে স্মারকলিপি দিল ১ ব্লক আদিবাসী অধিকার মঞ্চ। সংগঠনের নেতা মিস্ত্রি সরেন ও যতীন মুর্মু বলেন, “বামফ্রন্ট সরকার আদিবাসী গ্রামগুলিতে প্রত্যেকের রেশন কার্ড দেওয়ার কাজ শুরু করেছিল। কিন্তু বর্তমানে রামপুরহাট ১ ব্লকে সেই প্রকল্পের কাজ অজানা কারণে বন্ধ। একই ভাবে বন্ধ বিদ্যুদয়নের কাজও। সরকারের ঘোষিত নির্দেশ থাকলেও সঠিক তদারকির অভাবে ব্যাহত হচ্ছে ২ টাকা কেজি দরে গরীব মানুষকে চাল দেওয়ার কর্মসূচি।” তাঁদের আরও অভিযোগ, পুরাতন বিপিএল না নতুন বিপিএল এই বিতর্ক তুলে গরীব মানুষকে হয়রানি করা হচ্ছে। ওই সংগঠনের পক্ষ থেকে বছরে কমপক্ষে ১ বার পাথর শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা, আদিবাসী গ্রামগুলিতে পানীয় জলের সুব্যবস্থা করা, আদিবাসীদের জাতি শংসাপত্র প্রদান করা, এলাকায় সেচের সংস্কার ও রামপুরহাট থানার ঠাকুরপুরা থেকে ময়ূরেশ্বর থানার মল্লারপুর ও রামপুরহাট থানার শালবাদরা থেকে সুলুঙ্গা পর্যন্ত রাস্তা অবিলম্বে সংস্কার প্রভৃতি দাবিও জানানো হয়। রামপুরহাট ১ ব্লকের যুগ্ম বিডিও মলয় ঘোষ স্মারকলিপি গ্রহণ করে দাবিগুলি কর্তৃপক্ষকে জানাবেন বলে জানিয়েছেন।

রেলকর্মীদের ঘিরে বিক্ষোভ
এই রাস্তা নিয়েই ক্ষোভ। ছবি: অনির্বাণ সেন।
রেল লাইনের উপর দিয়ে যাওয়া পিচ রাস্তা দিয়ে যাতায়াত বন্ধ করতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়লেন রেলকর্মীরা। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে সাঁইথিয়া-অন্ডাল রেলপথের সাঁইথিয়ার খেরুয়া গ্রামের কাছে। স্থানীয় লোকজনের দাবি, দীর্ঘদিন ধরে এই রেললাইনের উপরে পিচ রাস্তা আছে। মঙ্গল ও বুধবার হঠাৎ রেলকর্তৃপক্ষ রাস্তাটি বন্ধ করে দেওয়ার চেষ্টা করে। ফের বৃহস্পতিবার দলবল নিয়ে এসে রাস্তাটি তুলে দেওয়ার চেষ্টা করে রেল কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত বিক্ষোভের সামনে পড়ে কাজ বন্ধ রাখে কর্তৃপক্ষ। উপস্থিত রেলকর্তারা বলেন, এখানে এ ভাবে রাস্তা করা যাবে না। বিষয়টি জেলা প্রশাসনকে আগেই জানানো হয়েছিল। এ দিন কাজ বন্ধ রাখলেও পরে পথটি ভেঙে দেওয়া হবে। দক্ষিণপূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সমীর গোস্বামী বলেন, “এ ব্যাপারে খোঁজ নিয়ে দেখব।”

ভর্তি নিয়ে ক্ষোভ কলেজে
‘অবৈধ’ ভাবে ভর্তি প্রক্রিয়া বন্ধ করার দাবিতে বৃহস্পতিবার মুরারই কবি নজরুল কলেজের অধ্যক্ষের কাছে স্মারকলিপি দিল তৃণমূল ছাত্র পরিষদ। সংগঠনের কলেজ ইউনিট সভাপতি মহম্মদ মমতাজউদ্দিন বলেন, “১২০ জনের শরীরশিক্ষা বিভাগে পড়ার অনুমোদন বিশ্ববিদ্যালয় দিয়েছে। ১২০ জন ভর্তিও হয়ে গিয়েছে।” তাঁর অভিযোগ, “ভর্তির দিন পেরিয়ে যাওয়ার পরেও ভর্তি প্রক্রিয়া চালু রেখেছে ছাত্র পরিষদ পরিচালিত ছাত্র সংসদ। এর প্রতিবাদ করেছি।” কলেজ সূত্রে জানা গিয়েছে, ৪ সেপ্টেম্বর ওই বিভাগে ভর্তি শেষ হয়ে গিয়েছে। তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ, তার পরেও এক শ্রেণির কর্মচারীর যোগসাজোসে ওই বিভাগে পড়তে ইচ্ছুক এমন ছাত্রদের ভর্তির আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে। অধ্যক্ষ নন্দদুলাল চৌধুরী বলেন, “ভর্তির দিন পেরিয়ে যাওয়ার পরে ১২০ জনের বেশি ছাত্র ভর্তি নেওয়া হচ্ছে কি না খোঁজ নিয়ে দেখব। তবে ওই বিভাগে পড়তে চেয়ে এখনও বহু ছাত্রছাত্রী সাদা কাগজে আবেদন করেছে। এ বিষয়ে কলেজের ভর্তি সংক্রান্ত কমিটি আরও ৮০টি আসন যাতে বাড়ানো যায় তার জন্য বিশ্ববিদ্যালয়ের কাছে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে।”

পথ অবরোধ
ভুয়ো বিদ্যুৎ বিল প্রত্যাহার, ২০০৯-১০ সালের অস্থায়ী সাবমার্সিবল পাম্পে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য জমা নেওয়া অতিরিক্ত টাকা ফেরত দেওয়া-সহ ১১ দফা দাবিতে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে আমোদপুরে ব্লক অফিসের সামনে ঘণ্টাখানেক পথ অবরোধ করল অ্যাবেকা। পরে প্রশাসনিক হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। সংগঠনের জেলা সভাপতি অসিত মজুমদার বলেন, “এ ব্যাপারে বার বার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে কাজ না হওয়ায় অবরোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

বিক্ষোভ
এলাকায় বাড়িতে বাড়িতে অনিয়মিত হয়ে পড়ছে রান্নার গ্যাসের সিলিন্ডার সরবরাহ। এই অভিযোগে বৃহস্পতিবার রান্নার গ্যাসের সিলিন্ডার বহনকারী বেশ কয়েকটি ভ্যানকে আটকে রেখে বিক্ষোভ দেখালেন সাঁইথিয়া শহরের কিছু বাসিন্দা। এর ফলে সাঁইথিয়া পুরসভা থেকে বাসস্ট্যান্ড যাওয়ার রাস্তায় অবরোধের চেহারা নেয়। পরে ডিলারের আশ্বাসে বাসিন্দারা ভ্যানগুলিকে ছেড়ে দেন। ডিলার দেবাশিস সাহা বলেন, “আমাদের কাছে গ্যাস সিলিন্দার ঠিক মতো না আসে সে ক্ষেত্রে মাঝে মধ্যে সমস্যা দেখা দেয়।”

বাস থেকে পড়ে মৃত্যু
চলন্ত বাসের ছাদ থেকে পড়ে মৃত্যু হল এক যুবকের। পুলিশ জানায়, মৃতের নাম নিউটন মণ্ডল (২২)। বাড়ি মুরারই থানার পাইকর গ্রামে। বৃহস্পতিবার মুরারই-রঘুনাথগঞ্জ পাকা সড়ক ধরে পাইকর পেরিয়ে পাগলা সেতুর উপরে বাসের ছাদ থেকে যুবকটি আচমকা পড়ে যায়। গুরুতর জখম অবস্থায় মুরারই গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পথে ওই যুবকের মৃত্যু হয়।

তিনটি বাড়িতে চুরি
একই রাতে তিনটি বাড়ি থেকে ৬টি গরু চুরি করে পালাল দুষ্কৃতীরা। বুধবার রাতে ঘটনাটি ঘটে লাভপুরের শাঁখপুর আদিবাসী পাড়ায়। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

স্মারকলিপি
অষ্টম শ্রেণি পর্যন্ত পাশ-ফেল প্রথা তুলে দেওয়া ও শিক্ষাক্ষেত্রে বেসরকারিকরণের প্রতিবাদে বৃহস্পতিবার রামপুরহাট শহর জুড়ে মিছিল করল এসইউসির ছাত্র সংগঠন ডিএসও। পরে রামপুরহাট মহকুমাশাসকের প্রশাসনিক কার্যালয়ে স্মারকলিপি দেওয়া হয়। মহকুমাশাসক ব্যস্ত থাকায় ডেপুটি ম্যাজিস্ট্রেট মহম্মদ ইব্রাহিম এই স্মারকলিপি গ্রহণ করেন। তিনি দাবিগুলি কতৃপক্ষকে জানাবেন বলে জানিয়েছেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.