বিদ্যুৎ, পরিশ্রুত পানীয় জল, নিকাশি ব্যবস্থার দাবি তুললেন রানিগঞ্জের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। ওই ওয়ার্ডের কাঁচ কারখানা সংলগ্ন এলাকার বাসিন্দা রামবিলাস পাশোয়ান, মহম্মদ কামাল, এলু বেগমরা জানান, প্রতি বার নির্বাচনের আগে বাম নেতারা উন্নয়নের আশ্বাস দিয়ে গিয়েছেন। কাজ কিছু হয়নি। কোনও শিশুশিক্ষা কেন্দ্র নেই এলাকায়। ২ নম্বর জাতীয় সড়ক পেরিয়ে স্কুল যেতে হয় শিশুদের। রানিগঞ্জের একমাত্র বিরোধী তথা তৃণমূল কাউন্সিলর হেনা খাতুন জানান, এলাকাবাসীর ডাকে দু’দিন আগে তাঁরা এলাকা পরিদর্শনে যান। সেখানে গিয়ে সমীক্ষা করে দেখেন ৭৫টি বাড়িতে চারশো লোকের বাস। তারমধ্যে ১৮০ জন শিশু আছে। তিনি জানান, পুরসভা এক সময়ে একটি পাকা রাস্তা নির্মাণ করেছিল। নিকাশির কোনও ব্যবস্থা না থাকায় বৃষ্টির সময়ে এলাকার নোংরা জল রাস্তার উপর দিয়ে বইতে থাকে। তার জেরে বেহাল অবস্থা রাস্তার। পরিস্রুত জলের অভাবে পেটের রোগ লেগেই আছে। তাঁর দাবি, এই নিয়ে পুরসভাকে আগেও জানিয়েছেন তাঁরা। আবারও পুরপ্রধানের সঙ্গে আলোচনা করবেন। পুর-প্রধান অনুপ মিত্র জানান, বিদু্যুৎ কিভাবে দেওয়া যায় সেই পরিকল্পনা কর্তৃপক্ষ নিয়েছে। কাছাকাছি জলের পাইপলাইন না থাকায় জল সরবরাহ করায় অসুবিধা রয়েছে। তবে বিকল্প ব্যবস্থা করা হবে। শিশু পড়ুয়ারা যাতে নিজের এলাকায় পড়তে পারে তারজন্য সর্বশিক্ষা মিশনের সঙ্গে আলোচনা চলছে।
|
ফের চুরির ঘটনা ঘটল দুর্গাপুরের সিটি সেন্টারে। বুধবার রাতে বাঘাযতীন রোডের একটি বাড়িতে গৃহকর্তার অনুপস্থিতে দরজার তালা ভেঙে নগদ টাকা, গয়না প্রভৃতি নিয়ে পালিয়ে যায় তারা। গৃহকর্তা দক্ষিণবঙ্গ রাজ্য পরিবহন সংস্থার কর্মী অসিত সাহা পুলিশের কাছে লিখিত অভিযোগে জানান, বুধবার সন্ধ্যায় তাঁর স্ত্রী বাইরে ছিলেন। তিনি কর্মস্থল থেকে বাড়ি ফিরে দেখেন বাড়ির দরজার তালা ভেঙে ঘরে ঢুকে লুঠপাট চালিয়েছে দুষ্কৃতীরা। অসিতবাবু জানান, পুলিশকে খবর দিলে দেখা যায়, নগদ টাকা ও সোনার গয়না চুরি গিয়েছে। তাঁর কথায়, “সন্ধ্যায় যেভাবে সিটি সেন্টারের মতো এলাকায় চুরি হয়ে গেল তাতে আমরা নিরাপত্তা নিয়ে চিন্তিত।” অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। দিন দশেক আগেও দুর্গাপুরের সিটি সেন্টারের সেল কো-অপারেটিভ এলাকার জসিমউদ্দিন পথের একটি বাড়িতে চুরি যায় নগদ টাকা, গয়না, ল্যাপটপ। পুলিশ জানিয়েছে, এলাকায় পুলিশি টহল বাড়িয়ে নজরদারি কড়া করা হবে।
|
সোমবার থেকে নিখোঁজ রাকেশ শর্মা নামে এক যুবক। আসানসোল দক্ষিণ থানার ঘটনা। ওই যুবকের বাবা পেশায় ব্যবসায়ী অরুণ শর্মা আসানসোল দক্ষিণ থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছেন। পুলিশকে তিনি জানান, সোমবার দুপুরে রাকেশ আসানসোলের রাহা লেন এলাকায় অবস্থিত তাঁদের একটি কাপড়ের দোকানে যায়। কিছুক্ষণ সেখানে থাকার পর দোকান থেকে বেরোয়। তারপর আর ফিরে আসেনি। তিনি জানান, রাকেশের সঙ্গে কোনও মোবাইল ফোন না থাকায় তাঁর গতিবিধিও জানতে পারছেন না পরিবারের লোকজন। পুলিশ জানায়, রাকেশের থাকার সম্ভাব্য জায়গাগুলিতে খোঁজখবর করা হচ্ছে।
|
দলীয় কার্যালয় থেকে তৃণমূলের পতাকা ছেঁড়ার অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। রানিগঞ্জের ২ নম্বর ওয়ার্ডের সুরমাপাড়ায় ঘটনাটি ঘটেছে। দলের নেতা গৌতম গোপ জানান, বৃহস্পতিবার সকালে তাঁরা দেখেন দলীয় কার্যালয়ের পতাকাটি ছেঁড়া। এ দিন সকালে তাঁরা রানিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন বলে জাননান তিনি। সিপিএম জানায়, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এমন ঘটনা। পুলিশ তদন্ত করলেই পরিষ্কার হয়ে যাবে। পুলিশ জানায়, তদন্ত শুরু হয়েছে।
|
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এক বছর পূর্তি উপলক্ষে রোগীদের ফল বিতরণ করল জামুড়িয়া পুলিশ। জামুড়িয়ার আকলপুর ও বাহাদুর পুর ব্লক প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে রোগীদের হাতে ফল তুলে দেওয়া হয়।
|
বর্ধমান
রাজ্য সম্মেলন। টাউন হল। বিকেল ৪টে। উদ্যোগ: ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল অ্যান্ড সেল রিপ্রেসেন্টেটিভ ইউনিয়ন।
দুর্গাপুর
একাঙ্ক নাটক প্রতিযোগিতা। নেতাজী ভবন। সন্ধ্যা ৬টা ১৫ মিনিট। উদ্যোগ: নেতাজী ভবন। চলবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত।
দ্বিতীয় ডিভিশন ফুটবল প্রতিযোগিতা। এমএএমসি মাঠ। বিকাল সাড়ে তিনটে। উদ্যোগ: মহকুমা ক্রীড়া সংস্থা।
নৈশ ফুটবল প্রতিযোগিতা। ক্লাবের মাঠ। সন্ধ্যা সাড়ে ৬টা। উদ্যোগ: দুর্গাপুর অগ্রণী সঙ্ঘ।
জামুড়িয়া
ফুটবল প্রতিযোগিতা। রাজারামডাঙা মাঠ। বিকাল ৪টা। |