নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
বামেরা রাজ্যের নাম রাখতে চেয়েছিল ‘বাংলা’। তৃণমূল আমলের প্রস্তাব, ইংরেজি হরফে রাজ্যের নাম লেখা হোক পশ্চিমবঙ্গই। কিন্তু কেন্দ্রীয় সরকারের স্তরে দু’টি প্রস্তাবের কোনওটি নিয়েই অগ্রগতি হয়নি। বিধানসভায় নয়া প্রস্তাব গৃহীত হওয়ার পরে বাম আমলে প্রস্তাবিত ‘বাংলা’ নাম নিয়ে স্বাভাবিক ভাবেই আর আলোচনা চালাতে চাইছে না কেন্দ্র। কিন্তু ‘পশ্চিমবঙ্গ’ নিয়েও এখন বিশেষ এগোচ্ছে না রাজ্য। ফলে রাজ্যের নামবদল আপাতত অনিশ্চিত।
সংসদের প্রতিশ্রুতিরক্ষা কমিটির এক রিপোর্ট থেকে আজ জানা গিয়েছে, বামেদের প্রস্তাবিত ‘বাংলা’ নামটি নিয়ে আপত্তি জানিয়েছিল বিদেশ মন্ত্রক। কারণ, প্রতিবেশী বাংলাদেশ, তার জাতীয় সঙ্গীত ও স্লোগানে বাংলা কথাটি বহুল ব্যবহৃত। পশ্চিমবঙ্গের নাম বাংলা করলে তা বিভ্রান্তি তৈরি করবে। বামেদের প্রস্তাবিত নাম নিয়ে আপত্তি তুলেছিলেন রাজ্যেরও অনেক বিশিষ্ট জন। প্রস্তাবটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েও তাই শেষ পর্যন্ত পিছিয়ে আসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। রাজ্যকে তখন তা মৌখিক ভাবে জানানো হয়েছিল বলে জানিয়েছেন সূর্যকান্ত মিশ্র।
মজার কথা, রাজ্যের নতুন সরকার আনুষ্ঠানিক ভাবে ‘ওয়েস্ট বেঙ্গল’-এর নাম বদলে ‘পশ্চিমবঙ্গ’ করার সিদ্ধান্ত নিলেও এখন আর এ বিষয়ে বিশেষ এগোচ্ছে না। নাম বদলের এই উদ্যোগের পিছনে নতুন সরকারের অন্যতম ভাবনা হল, ইংরেজি বর্ণানুক্রমে কিছুটা এগিয়ে এলে দিল্লিতে মুখ্যমন্ত্রীদের বা রাজ্যগুলির সম্মেলনে পশ্চিমবঙ্গ কিছুটা আগে ডাক পাবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে নাম বদল না করেও কিছু ক্ষেত্রে পশ্চিমবঙ্গ আগেই ডাক পাচ্ছে।
গত বছরের অগস্টে সর্বদল বৈঠকে রাজ্যের ইংরেজি নাম ‘পশ্চিমবঙ্গ’ করার সিদ্ধান্ত’ হয়। পরে বিধানসভাতেও বিল পাশ হয়। তার পরে এ নিয়ে বিশেষ অগ্রগতি হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রক বলছে, রাজ্যের তরফে আনুষ্ঠানিক অনুরোধ এলে অন্যান্য মন্ত্রকের পাশাপাশি ডাক বিভাগ, রেল মন্ত্রক ও সার্ভেয়ার জেনারেলের মতামতও নেওয়া হবে। |