ডাইনি সন্দেহে ‘নির্যাতন’, পুলিশের ভুমিকায় ক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
ফের ডাইনি অপবাদ দিয়ে এক দম্পতিকে মারধরের অভিযোগ উঠল পুরুলিয়ায়। এ বার পুরুলিয়া মফস্সল থানা এলাকার গোলবেড়া গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ২৮ অগস্ট ওই গ্রামের দম্পতি সাধুচরণ মাহাতো ও সরস্বতী মাহাতোকে কয়েকজন পড়শি মারধর করেন বলে অভিযোগ। তাঁদের অভিযোগ,সরস্বতীদেবীকে ডাইনি অপবাদ দিয়ে বাড়ির উঠোনে চুলের মুঠি ধরে মারা হয়। সাধুচরণবাবুর অভিযোগ, “পড়শিরা আমাদের ডাইনি অপবাদ দিয়ে মারধর করে বলে পুলিশকে জানিয়েছি। মার খাওয়ার পরে হাসপাতালে স্ত্রী’র চিকিৎসাও করানো হয়েছে। কিন্তু অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি।” স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি পরিবারের সঙ্গে পাঁচিল দেওয়া নিয়ে সাধুচরণবাবুর সঙ্গে বেশ কিছুদিন ধরেই অভিযুক্তদের ঝামেলা চলছে। সেই ঝামেলার জেরেই তাঁর স্ত্রীকে ডাইনি অপবাদ দিয়ে মারধর করা হয় বলে সাধুচরণবাবুর অভিযোগ।
ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির পুরুলিয়া জেলা শাখার সম্পাদক মধুসূদন মাহাতোর অভিযোগ, “পারিবারিক ঝামেলার জেরে এক মহিলাকে ডাইনি অপবাদ দিয়ে মারধর করা হচ্ছে। তবু পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না। এই ঘটনাগুলি গ্রামে প্রচণ্ড প্রভাব ফেলে।” পুলিশ সুপার সি সুধাকরের দাবি, “ডাইনি নিয়ে নির্যাতনের ঘটনা নয়। পারিবারিক ঝামেলা। পুলিশ তদন্ত শুরু করেছে।” |
স্ত্রীকে নির্যাতন, গ্রেফতার যুবক
নিজস্ব সংবাদদাতা • আদ্রা |
স্ত্রীকে নির্যাতনের অভিযোগে এক যুবককে ধরল পুলিশ। ধৃত সাজিদ হোসেনের বাড়ি আসানসোলের কন্যাপুরে। সোমবার রাতে আদ্রা থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার ধৃতকে রঘুনাথপুর আদালতে হাজির করানো হলে বিচারক ১৪ দিন জেল হাজতের নির্দেশ দেন। পুলিশ জানায়, আদ্রার লোয়ার বেনিয়াশোলের বাসিন্দা নাজমা খাতুনের সঙ্গে কয়েক বছর আগে বিয়ে হয়েছিল সাজিদের। নাজমার অভিযোগ, বিয়ের পর থেকেই তাঁর উপরে নির্যাতন করত স্বামী। সম্প্রতি আসানসোলের শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে পালিয়ে আসেন তিনি। পরে পুলিশের কাছে স্বামীর বিরুদ্ধে অভিযোগও দায়ের করেন নাজমা খাতুন। সোমবার রাতে সাজিদ আদ্রায় এসেছে খবর পেয়ে তাঁকে ধরে রঘুনাথপুর থানার পুলিশ। |
জাতীয় শিক্ষক
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
শিক্ষক দিবসে ‘জাতীয় শিক্ষকের’ সম্মান পেতে চলেছেন পুরুলিয়ার দুই শিক্ষক-শিক্ষিকা। আজ, বুধবার নয়াদিল্লিতে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কাছ থেকে ওই সম্মান গ্রহণ করবেন তাঁরা। জেলা শিক্ষা সংসদ সূত্রের খবর, ওই দু’জন হলেন শরৎচন্দ্র প্রামাণিক ও নির্মলা মাহাতো। শরৎবাবু বরাবাজারের সিন্দরি গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় লাকা প্রাথমিক স্কুলের শিক্ষক। পুরুলিয়া শহরের বাসিন্দা নির্মলাদেবী অরবিন্দ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিক। জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের সভাপতি নীলকমল মাহাতো বলেন, “ওঁদের এই সম্মানে আমরা অত্যন্ত খুশি।” এর পাশাপাশি জেলার পাঁচ শিক্ষক-শিক্ষিকা এ বার ‘শিক্ষারত্ন’ সম্মান পাচ্ছেন বলে সংসদ সূত্রে জানানো হয়েছে। তাঁরা হলেন, আমড়াতোড়া প্রাথমিক স্কুলের শিক্ষক মনোহর মাহাতো, শিমুলিয়া প্রাথমিক স্কুলের শিক্ষক নীলকমল মাহাতো, খেদাডি প্রাথমিক স্কুলের শিক্ষিক মীরা বাউরি, ঝালদা উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা শুক্লা বন্দ্যোপাধ্যায় এবং বেড়িয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দিবাকর মণ্ডল। |
অস্ত্র উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • বান্দোয়ান |
পুলিশি হেফাজতে থাকা খুনের ঘটনায় অভিযুক্তকে জেরা করে বান্দোয়ানের মা কপালি গ্রামে তার বাড়ি থেকে দু’টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ। ওই গ্রামের বাসিন্দা শ্রীকান্ত হাঁসদা ও দেবাশিস বেসরা খুনের ঘটনায় বঙ্গেশ্বর জড়িত বলে পুলিশ দু’বছর ধরে তাকে খুঁজছিল। গত ১ সেপ্টেম্বর পুলিশ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল। তার দু’দিনের পুলিশি হেফাজত হয়। পুরুলিয়ার পুলিশ সুপার সি সুধাকর বলেন, “বঙ্গেশ্বরের বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে। জেরা করে তার বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। তদন্ত চলছে।” |
কারখানায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • সাঁতুড়ি |
স্পঞ্জ আয়রন কারখানার মধ্যেই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক শ্রমিকের। তাঁর নাম মধুসূদন মণ্ডল (৩৮)। বাড়ি বাঁকুড়ার ধবন গ্রামে। সোমবার রাতে দুর্ঘটনাটি ঘটে সাঁতুড়ি থানার মধুকুন্ডায়। পুলিশ ও কারখানা সূত্রের খবর, রাতে কাজ সেরে কারখানার ফাঁকা জায়গায় বসে বিশ্রাম নিচ্ছিলেন মধুসূদনবাবু। সেই সময় মাটি কাটার মেশিন তাঁকে ধাক্কা মারে। আসানসোলের একটি নার্সিংহোমে তাঁর মৃত্যু হয়। |
বাইক ‘চুরি’, ধৃত ২
নিজস্ব সংবাদদাতা • ইন্দাস |
মোটরবাইক চুরি চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করল ইন্দাস থানার পুলিশ। ধৃতেরা হল ইন্দাসের শান্তাশ্রমের জামিরুল মল্লিক ও বাগমারি গ্রামের শেখ সাহেব। সোমবার বাড়ি থেকে তাদের ধরা হয়। দুটি বাইক উদ্ধার হয়েছে। মঙ্গলবার ধৃতদের বিষ্ণুপুর আদালতে হাজির করানো হয়। |
পুরুলিয়া সিজেএম আদালতে মঙ্গলবার ফের জামিন নাকচ হল ধৃত মাওবাদী নেতা বিক্রম ওরফে অর্ণব দামের। তাঁকে ১৪ দিন জেল-হাজতে রাখার নির্দেশ দেন বিচারক। |