প্রতিবেশী দুই সম্প্রদায় হিন্দু ও মুসলিমের সম্মিলিত উদ্যোগে অনুষ্ঠিত হল ‘ঈদ সম্মিলনী উৎসব’। বহরমপুর পুরসভার কাউন্সিলর গুলশানার বেগম ডালিয়ার উদ্যোগে ও গোরাবাজার নবারুণ সমিতির পরিচালনায় ২৩ অগস্ট ক্লাব প্রাঙ্গণে সাড়ম্বরে ওই অনুষ্ঠান হয়। আরবি ভাষায় কোরান শরিফের সুরা পাঠ ও তার বাংলা ভাষ্য পাঠ করা হয়। সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করা হয়। অবসরপ্রাপ্ত ও বতর্মান অধ্যক্ষ যথাক্রমে মুজিবর রহমান ও সামসুজ্জামান আহমেদ, জেলা কংগ্রেস মুখাপাত্র অশোক দাস, বিধায়ক ফিরোজা বেগম, নবারুণ সমিতির সম্পাদক অতীশ সিংহ, শিক্ষক মণি চৌধুরী ও মেহফুজ আলম-সহ বিশিষ্ট জনেরা ঈদ ও ঈদ মিলনী উৎসবের তাৎপর্য ব্যাখা করেন। বিশিষ্ট দুই চিকিৎসক আলি হাসান ও আমানুল্লা মণ্ডলের উপস্থিতি অনুষ্ঠানের ঔজ্জ্বল্য বাড়িয়েছে। গত রবিবার বহরমপুরে সেন্ট জন অ্যাম্বুল্যান্স অ্যাসোসিয়েশনের সভাকক্ষে আহমদিয়া মুসলিম জামাতের উদ্যোগে অনুষ্ঠিত হয় ‘ঈদ মিলন পার্টি’।
|
‘ছাপাখানার গলি’ পত্রিকা আয়োজিত মাসিক অষ্টম পাঠচক্রে দেশি ও বিদেশি মিলিয়ে ৫টি পুস্তকের উপর আলোচনা করা হয়। ২৬ অগস্ট বহরমপুরের গোরাবাজার এলাকায় শিক্ষক নাসির আহমদের বাড়িতে এবারের পাঠচক্র অনুষ্ঠিত হয়। ভিনসেন্ট ভ্যানগঘ-এর চিঠির সংকলন গ্রন্থ ‘ভিনসেন্ট বাই হিমসেল্ফ’ ও ভ্যানগঘ সর্ম্পকিত আরও দু’টি বই-এর উপর মনোজ্ঞ আলোচনা করেন চিত্রশিল্পী কৃষ্ণজিৎ সেনগুপ্ত। নাইজেরিয়ান লেখক চিনু আচবির উপন্যাস ‘নট লংগার অ্যাট ইজ’-এর উপর আলোচনা করেন অম্লান দত্ত। মণি ভৌমিকের লেখা ‘ব্রহ্ম সত্য জগত মিথ্যা’ বইটির উপর আলোচনা করেন অবসরপ্রাপ্ত শিক্ষক সুব্রত সরকার।
|
২৬ অগস্ট ‘মুর্শিদাবাদ জেলা কবিতা আকাদেমি’র ১৫৫তম মাসিক সাহিত্যপাঠের আসরে হাজির হয়েছিলেন দিয়া ও মুর্শিদাবাদ জেলার এক ঝাঁক কবি ও সাহিত্যিক। তাঁরা স্বরচিত কবিতা ও গল্প পাঠ করেন। তার মধ্যে ৫ জন তরুণ কবির কবিতা নিয়ে হয় আলোচনা। সংস্থার সম্পাদক কুশলকুমার বাগচি বলেন, “এ ছাড়াও ‘আধুনিক কবিতার গতি ও প্রকৃতি’ শীর্ষক আলোচনায় অংশগ্রহণ করেন বিদ্বজনেরা।” অনুষ্ঠানটি হয় বহরমপুরের ইন্দ্রপ্রস্থে।
|
গত ১ সেপ্টেম্বর বহরমপুর রবীন্দ্রসদনে ‘নাইয়্যা’ গোষ্ঠীর উদ্যোগে অনুষ্ঠিত হল লুপ্তপ্রায় লোকসংগীত সারি, জারি, ভাদু, টুসু, ঝুমুর, ভাটিয়ালি ও গোয়ালপাড়ের আসর। ‘নাও ছাড়িয়া দে’ শীর্ষক ওই অনুষ্ঠানের সংগীত পরিচালনা করেন অনুপ চক্রবর্তী, নৃত্য পরিচালনা করেন অঙ্কিতা চক্রবর্তী ও অমৃতা চক্রবর্তী। লোকসংগীত শিল্পী নাজমূল হক ও ছোটন সাহাকে সর্ম্বধনা দেওয়া হয়। বহরমপুরের দু জন দুস্থ যুবকের চিকিৎসার জন্য ‘নাইয়্যা’র পক্ষ থেকে অর্থ সাহায্য দেওয়া হয়। |