সংস্কৃতি যেখানে যেমন..

ঈদ সম্মিলনী
প্রতিবেশী দুই সম্প্রদায় হিন্দু ও মুসলিমের সম্মিলিত উদ্যোগে অনুষ্ঠিত হল ‘ঈদ সম্মিলনী উৎসব’। বহরমপুর পুরসভার কাউন্সিলর গুলশানার বেগম ডালিয়ার উদ্যোগে ও গোরাবাজার নবারুণ সমিতির পরিচালনায় ২৩ অগস্ট ক্লাব প্রাঙ্গণে সাড়ম্বরে ওই অনুষ্ঠান হয়। আরবি ভাষায় কোরান শরিফের সুরা পাঠ ও তার বাংলা ভাষ্য পাঠ করা হয়। সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করা হয়। অবসরপ্রাপ্ত ও বতর্মান অধ্যক্ষ যথাক্রমে মুজিবর রহমান ও সামসুজ্জামান আহমেদ, জেলা কংগ্রেস মুখাপাত্র অশোক দাস, বিধায়ক ফিরোজা বেগম, নবারুণ সমিতির সম্পাদক অতীশ সিংহ, শিক্ষক মণি চৌধুরী ও মেহফুজ আলম-সহ বিশিষ্ট জনেরা ঈদ ও ঈদ মিলনী উৎসবের তাৎপর্য ব্যাখা করেন। বিশিষ্ট দুই চিকিৎসক আলি হাসান ও আমানুল্লা মণ্ডলের উপস্থিতি অনুষ্ঠানের ঔজ্জ্বল্য বাড়িয়েছে। গত রবিবার বহরমপুরে সেন্ট জন অ্যাম্বুল্যান্স অ্যাসোসিয়েশনের সভাকক্ষে আহমদিয়া মুসলিম জামাতের উদ্যোগে অনুষ্ঠিত হয় ‘ঈদ মিলন পার্টি’।

ছাপাখানার গলি
‘ছাপাখানার গলি’ পত্রিকা আয়োজিত মাসিক অষ্টম পাঠচক্রে দেশি ও বিদেশি মিলিয়ে ৫টি পুস্তকের উপর আলোচনা করা হয়। ২৬ অগস্ট বহরমপুরের গোরাবাজার এলাকায় শিক্ষক নাসির আহমদের বাড়িতে এবারের পাঠচক্র অনুষ্ঠিত হয়। ভিনসেন্ট ভ্যানগঘ-এর চিঠির সংকলন গ্রন্থ ‘ভিনসেন্ট বাই হিমসেল্ফ’ ও ভ্যানগঘ সর্ম্পকিত আরও দু’টি বই-এর উপর মনোজ্ঞ আলোচনা করেন চিত্রশিল্পী কৃষ্ণজিৎ সেনগুপ্ত। নাইজেরিয়ান লেখক চিনু আচবির উপন্যাস ‘নট লংগার অ্যাট ইজ’-এর উপর আলোচনা করেন অম্লান দত্ত। মণি ভৌমিকের লেখা ‘ব্রহ্ম সত্য জগত মিথ্যা’ বইটির উপর আলোচনা করেন অবসরপ্রাপ্ত শিক্ষক সুব্রত সরকার।

কবিতা আকাডেমি
২৬ অগস্ট ‘মুর্শিদাবাদ জেলা কবিতা আকাদেমি’র ১৫৫তম মাসিক সাহিত্যপাঠের আসরে হাজির হয়েছিলেন দিয়া ও মুর্শিদাবাদ জেলার এক ঝাঁক কবি ও সাহিত্যিক। তাঁরা স্বরচিত কবিতা ও গল্প পাঠ করেন। তার মধ্যে ৫ জন তরুণ কবির কবিতা নিয়ে হয় আলোচনা। সংস্থার সম্পাদক কুশলকুমার বাগচি বলেন, “এ ছাড়াও ‘আধুনিক কবিতার গতি ও প্রকৃতি’ শীর্ষক আলোচনায় অংশগ্রহণ করেন বিদ্বজনেরা।” অনুষ্ঠানটি হয় বহরমপুরের ইন্দ্রপ্রস্থে।

নাও ছাড়িয়া দে
গত ১ সেপ্টেম্বর বহরমপুর রবীন্দ্রসদনে ‘নাইয়্যা’ গোষ্ঠীর উদ্যোগে অনুষ্ঠিত হল লুপ্তপ্রায় লোকসংগীত সারি, জারি, ভাদু, টুসু, ঝুমুর, ভাটিয়ালি ও গোয়ালপাড়ের আসর। ‘নাও ছাড়িয়া দে’ শীর্ষক ওই অনুষ্ঠানের সংগীত পরিচালনা করেন অনুপ চক্রবর্তী, নৃত্য পরিচালনা করেন অঙ্কিতা চক্রবর্তী ও অমৃতা চক্রবর্তী। লোকসংগীত শিল্পী নাজমূল হক ও ছোটন সাহাকে সর্ম্বধনা দেওয়া হয়। বহরমপুরের দু জন দুস্থ যুবকের চিকিৎসার জন্য ‘নাইয়্যা’র পক্ষ থেকে অর্থ সাহায্য দেওয়া হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.