টুকরো খবর |
অভাবে বাচ্চা বিক্রি করে মা ফেরার, ধৃত ২
নিজস্ব সংবাদদাতা • পটনা |
অভাবের জন্য নিজের ১১ মাসের ছেলেকে বেচে দিয়ে ফেরার হয়ে গিয়েছে মা পার্বতী দেবী। বাচ্চা বেচা-কেনার অভিযোগে গ্রেফতার করা হয়েছে দুই মহিলাকে। কাল রাতে ঘটনাটি ঘটেছে সমস্তিপুরের উজিয়ারপুর থানা এলাকায়। পুলিশ জানায়, চাঁদচৌর-রামনগর গ্রামের বাসিন্দা পার্বতী দেবীর ১১ মাসের ছেলে আমন কুমার। তাঁর স্বামী রামবাবু দাস দিল্লিতে দিনমজুরের কাজ করে। অভাবের তাড়নায় জর্জরিত পার্বতীকে বাচ্চা বিক্রির জন্য ওই গ্রামেরই বাসিন্দা মঞ্জু দেবী তাঁকে প্রস্তাব দেয়। মঞ্জু পার্বতীকে বোঝায়, বাচ্চা গেলে আবার বাচ্চা হবে। এখন এই বাচ্চাকে বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে। পুলিশ জানতে পেরেছে, মঞ্জু দেবীর নিজের ১৫ হাজার টাকা ঋণ রয়েছে। মঞ্জুর উদ্দেশ্য ছিল, পার্বতীর বাচ্চাকে বেচে সেই টাকার কমিশনেই সে তার ঋণ শোধ করবে। অভাবের সংসার। পার্বতী দেবী টাকার লোভে মঞ্জু দেবীর প্রস্তাবে রাজি হয়ে যায়। বেগুসরাইয়ের চিরঞ্জীবিপুরের বাসিন্দা শান্তি দেবীর কাছে গত ২ সেপ্টেম্বর পার্বতী দেবী তাঁর ছেলেকে বেচে দেয়। মঞ্জু দেবী পুলিশকে জানিয়েছে, এর জন্য ৩৫ হাজার টাকা শান্তি দেবী তাদের দিয়েছে। কাল রাতে পুলিশ গিয়ে শান্তি দেবীর বাড়ি থেকে ওই বাচ্চাকে উদ্ধার করে আনে। মঞ্জু দেবী এবং শান্তিদেবী দু’জনকেই পুলিশ গ্রেফতার করেছে। মা পার্বতী দেবী পলাতক। বাবা রামদাস খবর পেয়ে বাড়ি ফিরেছেন। বাচ্চাটিকে পুলিশ বাবার হাতেই তুলে দিয়েছে।
|
রাঁচি বন্ধে মিশ্র সাড়া
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
রাঁচিতে আইনশৃঙ্খলা ভেঙে পড়ার অভিযোগে আজ রাজধানী শহরে কংগ্রেসের ডাকা বন্ধে মিশ্র প্রভাব পড়েছে। শহরের প্রতিষ্ঠিত অধিকাংশ বাণিজ্যিক প্রতিষ্ঠান খোলেনি। বন্ধ ছিল বেশিরভাগ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানও। তবে সংখ্যায় কম হলেও অটো এবং রিক্সা চলেছে শহরের প্রায় সব রুটেই। কয়েকটি জায়গায় গাড়ি ভাঙচুর এবং জোর করে দোকানপাট বন্ধ করার অভিযোগ উঠেছে বন্ধ সমর্থকদের বিরুদ্ধে। রাঁচি শহরের পুলিশ সুপার বিপুল শুক্ল জানান, রাস্তা অবরোধ-সহ বিভিন্ন অভিযোগে মোট ৯৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
|
ঝাড়খণ্ডে ধৃত ৩ জঙ্গি
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
রাঁচির লাগোয়া খুঁটি জেলায় স্থানীয় একটি জঙ্গি সংগঠনের এক সশস্ত্র নেতাকে কাল রাতে পাকড়াও করেছে পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি রাইফেল, ৫৩ টি তাজা কার্তুজ এবং ৫৭ হাজার টাকা। খুঁটির পুলিশ সুপার এম তামিলাভানন জানিয়েছেন, কাল গভীর রাতে মহুরু থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে ‘ভিলেজ রিপাবলিকান গার্ড অব ইন্ডিয়া’ নামে স্থানীয় এক জঙ্গি সংগঠনের নেতাকে। তার নাম বিরসা পুর্তি। তিনটি খুনের মামলা রয়েছে তার নামে। এ ছাড়াও মহুরু থানা এলাকায় যৌথ বাহিনীর হাতে ধরা পড়ে পিএলএফআইয়ের দুই জঙ্গি।
|
বিস্ফোরক-সহ ধৃত ১
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
বিস্ফোরক সহ ধরা পড়লেন এক গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে করিমগঞ্জ জেলায়। বিএসএফ সূত্রে খবর, লামাজুয়ার গ্রামের বাসিন্দা ইয়াসিন আলি জামাকাপড়ের ব্যাগে বেশ কিছু বিস্ফোরক ও ডিটোনেটর লুকিয়ে রেখেছিল। খবর পেয়ে বিএসএফ জওয়ানরা তার বাড়িতে হানা দিয়ে বিস্ফোরক উদ্ধার করে। ইয়াসিন আলিকে গ্রেফতার করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
|
যুবকের দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
রাঁচি শহরের ডোরান্ডা থানার মেকন কলোনির পাশের একটি মাঠ থেকে আজ সকালে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সুরজরাম রবি (২৮)। তিনি রাঁচির পোখরটোলি এলাকায় থাকতেন। ডোরান্ডা থানার পুলিশের দাবি, ওই যুবকের কাছ থেকে একটি সুইসাইড নোট মিলেছে।
|
আত্মঘাতী চিকিৎসক
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
আত্মঘাতী হলেন এক চিকিৎসক। ঘটনাটি ঘটেছে, গুয়াহাটি মেডিক্যাল কলেজে। পুলিশ জানায়, গত কাল রাতে নিজের ঘরে বিষ খেয়ে আত্মঘাতী হন ওই চিকিৎসক। বর্তমানে তিনি গুয়াহাটি মেডিক্যাল কলেজে শিশুরোগ নিয়ে এমডি করছিলেন। পুলিশের অনুমান, ব্যর্থ প্রণয়ের কারণেই তিনি এমনটা করে থাকতে পারেন।
|
ফেরাতে উদ্যোগ |
শামুকতলা, ফালাকাটা ও মাদারিহাটের শিবিরে আশ্রিতদের অসমে ফেরাতে উদ্যোগী সে রাজ্যের সরকার। মঙ্গলবার শিবিরগুলি ঘোরে কোকরাঝাড় জেলা প্রশাসনের দল।
|
বচসা থেকে খুন
সংবাদসংস্থা • কটক |
বচসার জেরে সহপাঠীকে ছুরি মেরে খুন করে ঝর্না থেকে দেহ ফেলে দিল ছাত্ররা। ওড়িশার গজপতি জেলার এক স্কুলে।
|
বিপাকে ইয়েড্ডি
সংবাদসংস্থা • বেঙ্গালুরু |
ফের সঙ্কটে কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা। শিমোগার জমি কেলেঙ্কারিতে ছেলে রাঘবেন্দ্রর সঙ্গে ইয়েড্ডিকেও সমন পাঠিয়েছে লোকায়ুক্ত আদালত।
|
জালে জঙ্গি
সংবাদসংস্থা • লখনউ |
উত্তরপ্রদেশের বাঙ্গুসপুরা থেকে আনিস নামে সন্দেহভাজন এক জঙ্গিকে গ্রেফতার করল জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। জালনোট চক্রেও সে রয়েছে বলে এনআইএ-র দাবি।
|
পা মচকে
সংবাদসংস্থা • মুম্বই |
রাতভর শ্যুটিংয়ের পরে বিমানে ফিরছিলেন ক্লান্ত অভিনেত্রী। ছেঁকে ধরা আলোকচিত্রীদের গোটা ৪০ ক্যামেরা এড়াতে গিয়ে বিশ্রী ভাবে পা মচকালেন প্রীতি জিন্টা।
|
দাদাকে খুন
সংবাদসংস্থা • মুম্বই |
দুই ভাই দর্জির দোকান চালাতেন। রবিবার রাতে ব্যবসা নিয়েই কথা কাটাকাটি হয় দু’জনের। দাদাকে ছুরি মেরে খুন করে গ্রেফতার হল ২২ বছরের ভাই।
|
বাহিনী ছেড়ে
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
দশ হাজারেরও বেশি সেনা গত বছর স্বেচ্ছাবসর নিয়ে বাহিনী ছেড়ে দিয়েছেন। এঁদের মধ্যে জওয়ানই বেশি। লোকসভায় জানান প্রতিরক্ষা মন্ত্রী এ কে অ্যান্টনি।
|
ভাঙল সেতু
সংবাদসংস্থা • মুম্বই |
লাগাতার বৃষ্টিতে মুম্বইয়ে মেট্রো রেলের নির্মীয়মাণ উড়াপুলের একাংশ ধসে পড়ল। সরকারি সূত্র অনুসারে কেউ নিহত না হলেও ওই দুর্ঘটনায় আহত হয়েছেন ৮ জন।
|
‘কামরা’য় শাহরুখ
সংবাদসংস্থা • শ্রীনগর |
এই ঘরেই শুটিং হয়েছিল ববি ছবির জনপ্রিয় গান ‘হাম তুম এক কামরা মে বন্ধ হো’-র। গুলমার্গে শ্যুটিং করতে গিয়ে সেই ঘরেই রাত কাটালেন শাহরুখ খান। |
|