গত সপ্তাহে এক লাফে ৭.৬% বেড়ে রেকর্ড উচ্চতায় পৌঁছে গিয়েছে বিমান জ্বালানির দাম। এ বার সেই ধাক্কা সামাল দিতে বাড়তি সারচার্জ বসিয়ে ভাড়া বাড়ানোর কথা ঘোষণা করল এয়ার ইন্ডিয়া, জেট এয়ারওয়েজ এবং তার শাখা সংস্থা জেট-কানেক্ট। বাকি বিমান পরিষেবা সংস্থাগুলি এখনও পর্যন্ত এ নিয়ে মুখে কুলুপ আঁটলেও, তারাও এই একই পথে হাঁটতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
সংস্থাগুলির ঘোষণা অনুযায়ী, এক হাজার কিলোমিটারের কম দূরত্বের ঘরোয়া উড়ানে টিকিটের উপর জ্বালানি সারচার্জ বাড়ছে ১৫০ টাকা। আর দূরত্ব তার বেশি হলে, বৃদ্ধির অঙ্ক হবে ২৫০ টাকা। আন্তর্জাতিক উড়ানের ক্ষেত্রে এক পিঠের টিকিটে সারচার্জ বাড়ছে ১৫ ডলার (প্রায় ৮২৫ টাকা)। মঙ্গলবার থেকেই নতুন ভাড়া কার্যকর করেছে এয়ার ইন্ডিয়া। জেটের ক্ষেত্রে তা হচ্ছে বুধবার থেকে।
জ্বালানি সারচার্জ বাড়ানোর বিষয়ে এখনও মুখ খোলেনি ইন্ডিগো, স্পাইসজেটের মতো সস্তার বিমান পরিষেবা সংস্থাগুলি। তবে অনেকেরই ধারণা, জ্বালানির দাম এক লাফে এতটা বাড়ায় টান পড়বে তাদের মুনাফাতেও। ফলে তাদেরও ভাড়া বাড়ানোর সম্ভাবনা রয়েছে যথেষ্ট।
এমনিতেই জ্বালানির উপর চড়া করের কারণে এ দেশের বিমান সংস্থাগুলির প্রায় ৫০ শতাংশ টাকাই খরচ হয় শুধু জ্বালানি কিনতে। এর উপর জুলাই থেকে টানা চার বার দাম বেড়েছে বিমান জ্বালানির। গত সপ্তাহে নয়াদিল্লিতে এক ধাক্কায় প্রতি কিলোলিটারে তা বেড়েছে ৫,১৪৬ টাকা। পৌঁছে গিয়েছে রেকর্ড ৭২,২৮১ টাকায়।
তাই এর পর বাধ্য হয়েই তারা ভাড়া বৃদ্ধির কথা ঘোষণা করেছে বলে সংস্থাগুলির দাবি। |