|
|
|
|
|
|
তিনি বলেন
|
আমরি-র দুর্ঘটনার কথা মনে পড়ে গেল। তিলমাত্র অপেক্ষা
না-করেই বাচ্চাকে নিয়ে সিঁড়ি দিয়ে নীচে দৌড় দিলাম। |
সোনালি চক্রবর্তী |
প্রসঙ্গ নার্সিংহোমে আগুন |
|
|
|
|
|
আজ জন্মদিন হলে
অসীম দাস |
আজকের রাশি: মেষ।
নক্ষত্র: অশ্বিনী।
শুভ রং: লাল, বাদামি ও কালো।
এড়িয়ে চলুন: সবুজ ও ঘন নীল।
শুভ সংখ্যা: ১, ৪, ৮ ও ৯।
এড়িয়ে চলুন: ৩ ও ৫।
আজ পারিবারিক সূত্রে সম্পত্তি লাভ। কর্মক্ষেত্রে স্থান পরিবর্তনের সুযোগ। ব্যবসায়ীদের অংশীদারের সঙ্গে ভুল বোঝাবুঝি। বোনের সাফল্য। নতুন বাড়ি তৈরির পরিকল্পনা। প্রেমে অস্থিরতা। সন্তানের জন্য সুখবর। দাম্পত্যে শান্তি। ভুল চিকিৎসা থেকে সাবধান। |
|
|
|
সতর্ক থাকুন |
|
কলকাতার রাস্তাঘাটের অবস্থা জানতে ‘এসএমএস গপশপ’-এর আওতায় ‘রেজিস্ট্রেশন’ করলেই চলবে।
মোবাইলে ‘KP’ টাইপ করে তা ০৯২১৯৫৯২১৯৫ নম্বরে পাঠিয়ে দিলেই জানা যাবে বিভিন্ন রাস্তাঘাটের অবস্থা।
এসএমএস করে রাস্তার হাল জেনে নিন। ‘TRF’ লিখে ৫৭৫৭৫৬ নম্বরে পাঠিয়ে দিলেই
কোথায় কেমন যানজট, জানিয়ে দেবে ট্রাফিক পুলিশ।
ট্যাক্সিচালক প্রত্যাখ্যান করলেও ওই নম্বরে এসএমএস করুন বা ফোন করুন ১০৭৩ (টোল-ফ্রি) নম্বরে। |
|
|
|
|
|
৫০ বছর আগে
|
শহরে সার্কুলার রেল
রেলের শহরতলী শাখায় বৈদ্যুতিকরণ শেষে ভারত সরকার কলিকাতায় সার্কুলার রেলওয়ে প্রস্তাব পর্যালোচনা করিবেন। এস এন রায় কমিটি এই প্রস্তাব বিবেচনা করিয়াছেন। বর্তমান মালগাড়ীর লাইনের উপর দিয়া ট্রেন চালান সম্ভব নয় বলিয়া কমিটি মত প্রকাশ করিয়াছেন।
— আনন্দবাজার পত্রিকা, ৪ সেপ্টেম্বর ১৯৬২। বানান ও ভাষা অপরিবর্তিত রেখে সংক্ষেপিত। |
|
|
|
|
|
|
|
|
|
|
|