আজকের শিরোনাম
সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী
ডেঙ্গি সংক্রমণ নিয়ে আজ মহাকরণে সাংবাদিকদের মুখোমুখি হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, শুধু মাত্র পশ্চিমবঙ্গ নয় ভারতের অনেক জায়গায়ই ডেঙ্গির প্রকোপ রয়েছে। তামিলনাড়ুতে এ বছর এখনও পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৪৬৭৫ জন, মৃত্যু হয়েছে ৩৯ জনের, কর্ণাটকে আক্রান্তের সংখ্যা ১৮৬৯ জন, মৃত ১৭ জন, কেরলে আক্রান্ত হয়েছেন ২৬৮৩ জন, মৃত্যু হয়েছে ৯ জনের। সেখানে সংখ্যা তত্ত্বের বিচারে অনেক পিছিয়ে পশ্চিমবঙ্গ। এ রাজ্যে আক্রান্তের সংখ্যা ৬৩৮ জন, মারা গিয়েছেন মাত্র ৩ জন। ২০০৫ সালে বাম আমলে এর থেকে অনেক বেশি ভয়াবহ ছিল পরিস্থিতি। আক্রান্ত হয়েছিলেন ৬ হাজারের বেশি এবং মৃত্যু হয়েছিল ৩৪ জনের। মুখ্যমন্ত্রীর মতে ডেঙ্গি নিয়ে এই ‘অপপ্রচার’-এর জন্যই পরিস্থিতি বেশি গম্ভীর মনে হচ্ছে, কিন্তু আদপে তা নয়। তিনি আরও জানিয়েছেন, ডাক্তারদের একাংশ কোনও রকম চিন্তা ভাবনা না করেই মৃত্যুর ‘সহজ’ কারণ হিসেবে ডেঙ্গি লিখে দিচ্ছেন। সে জন্য মৃতের সংখ্যা যা, তার থেকে অনেক বেশি করে দেখানো হচ্ছে। তাছাড়া সংবাদ মাধ্যমের একাংশ প্রকৃত ঘটনাকে অনেক বাড়িয়ে দেখাচ্ছেন। তিনি ডাক্তারদের অনুরোধ জানিয়েছেন, ভাল করে না দেখে ডেঙ্গি না লিখতে। অন্য দিকে সাংবাদিকদের আরও ‘মানবিক’ ও ‘দায়বদ্ধ’ হতে অনুরোধ করেছেন।

প্রয়াত বিশিষ্ট সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজ
আজ দুপুর ১২টা নাগাদ প্রয়াত হলেন বিশিষ্ট সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজ। মৃত্যু কালে বয়স হয়েছিল ৮২। দীর্ঘ দিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। গত ৩০ অগস্ট একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। গতকাল কিছুটা ভাল ছিলেন বলে জানিয়েছিলেন চিকিত্সকরা। তবে শেষ রক্ষা হল না। রেখে গেলেন ২ পুত্র, ২ কন্যা ও স্ত্রীকে। তাঁর দীর্ঘ সাহিত্যিক জীবনে তিনি নানা ভাবে বাংলা সাহিত্যকে সম্বৃদ্ধ করেছেন। আনন্দ পুরস্কার ও সাহিত্য অকাদেমি পুরস্কারে ভূষিত হয়েছিলেন। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ শিল্পী-সাহিত্য মহল। তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী অন্ত্যোষ্টি হবে মুর্শিবাদে।

কয়লা কাণ্ড: ৫ সংস্থার বিরুদ্ধে এফআইআর
কয়লা ব্লক বন্টন কাণ্ডে প্রতারণার অভিযোগে ৫টি সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করল সিবিআই। ৫টি সংস্থাই ঝাড়খণ্ডের। কলকাতা, দিল্লি, মুম্বই, পটনা, নাগপুর, হায়দরাবাদ, ধানবাদের ৩০টি জায়গায় ওই সংস্থার দফতরগুলিতে তল্লাসি চালায় সিবিআইয়ের প্রতিনিধি দল।

বালুরঘাটে চুরি, নির্বিকার পুলিশ
পুলিশ ফাড়ি থেকে সামান্য দূরত্বে পর পর তিনটি বাড়িতে দরজা ও গ্রিল ভেঙে লক্ষাধিক টাকার সামগ্রী চুরি করল দুষ্কৃতীরা। চুরির পর অনেক ক্ষণ কেটে গিয়েছে, তবু ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছয়নি। এই ঘটনায় যথেষ্ট ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। সাম্প্রতিক কালে এ রকম ঘটনা বৃদ্ধি পেয়েছে বলেও অভিযোগ তাঁদের।

সিউড়িতে পথ দুর্ঘটনা, আহত ২০
সিউড়ি থেকে আমজোড়া যাওয়ার পথে একটি যাত্রীবাহী বাস উল্টে ২০ জন আহত হয়েছেন। আহতদের সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। এই অঞ্চলের রাস্তা খারাপ হওয়ায় এই ধরনের ঘটনা নিত্য দিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বলে বহুদিন ধরে অভিযোগ জানিয়ে আসছেন স্থানীয় মানুষ থেকে বাস মালিকরা। রাস্তা সারাই করার দাবিতে বহুবার বাস বন্ধও রেখেছিলেন তাঁরা। কিন্তু প্রশাসনের তরফ থেকে কোনও রকম উদ্যোগ আজ অবধি দেখা গেল না।

হরিদেবপুরে গৃহবধূর দেহ উদ্ধার
দক্ষিণ কলকাতার হরিদেবপুর অঞ্চলের একটি বাড়ি থেকে এক গৃহবধূর দেহ উদ্ধার হয়েছে। হাতের শিরা কাটা অবস্থায় তাঁর দেহ ঘরের মধ্যে পড়েছিল। ঘটনার পর থেকে মহিলার স্বামী ও শ্বশুরবাড়ির অন্যান্য লোকজন পলাতক। ঘটনাটি খুন না আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.