শালবনিতে ডেঙ্গি-আক্রান্ত আরও এক |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
ডেঙ্গি ছড়াচ্ছে শালবনিতে। মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়েছেন তৃণমূলের শালবনি ব্লক সভাপতি নেপাল সিংহ-ও। প্রথমে তাঁকে শালবনি ব্লক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রবিবার সকালে তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। ডেঙ্গি প্রতিরোধে রবিবার শালবনির মহাশোল, মণ্ডলকুপি প্রভৃতি গ্রামে মেডিক্যাল ক্যাম্প করে গ্রামবাসীদের স্বাস্থ্য পরীক্ষা হয়। পরিস্থিতি খতিয়ে দেখতে এ দিন শালবনি ব্লক হাসপাতালে এসেছিলেন জেলার অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক (২) প্রলয় আচার্য। স্বাস্থ্য দফতরের আধিকারিকেরা নিশ্চিত, শুধু মশাবাহিত রোগ নয়, বেশ কয়েকজন জলবাহিত রোগেও আক্রান্ত হয়েছেন। প্রলয়বাবু বলেন, “জ্বর নিয়ে এখনও কয়েকজন হাসপাতালে ভর্তি। পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে।” জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গত রবিবার থেকে প্রায় ৪৭ জন জ্বর নিয়ে শালবনি ব্লক হাসপাতালে এসেছেন। এঁদের মধ্যে প্রায় ২০ জনই জলবাহিত রোগে আক্রান্ত। কয়েকজন অবশ্য মশাবাহিত রোগেও আক্রান্ত হয়েছেন। মহাশোল, মণ্ডলকুপি, সিদাডিহি, জগন্নাথপুর-সহ শালবনির কয়েকটি গ্রামে জ্বরের প্রকোপ দেখা দিয়েছে। ইতিমধ্যে জ্বরে আক্রান্ত হয়ে এক কলেজ ছাত্রীর মৃত্যুও হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, সেপটিসেমিয়ায় আক্রান্ত হয়েছিলেন ওই কলেজ ছাত্রী। তৃণমূলের ব্লক সভাপতি নেপালবাবু গত মঙ্গলবার থেকে জ্বরে ভুগছেন। শুরুতে শালবনি ব্লক হাসপাতালেই তাঁর চিকিৎসা চলছিল। পরিস্থিতি দেখে রবিবার সকালে তাঁকে মেদিনীপুর মেডিক্যালে স্থানান্তর করা হয়েছে। তাঁর ছেলে সন্দীপ সিংহ বলেন, “রক্ত পরীক্ষার পরই জানা যায়, বাবা ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন।” এ দিন সকাল থেকেই মহাশোলে মেডিক্যাল ক্যাম্প হয়। ছিলেন শালবনির বিএমওএইচ স্বদেশরঞ্জন মাইতি।
|
পেটের ব্যথা, ভাইবোনের মৃত্যু রামেশ্বরপুরে
|
পেটের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হল দুই ভাইবোনের। মৃতদের নাম রাজ বাগ (৯) ও চুলচুলি বাগ (৫)। রবিবার কালনা মহকুমা হাসপাতালে তাদের ময়না-তদন্ত করানো হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালনার নান্দাই পঞ্চায়েতের উত্তর রামেশ্বরপুর এলাকার বাসিন্দা রাজ ছিল চার ভাইবোনের মধ্যে বড়। সবচেয়ে ছোট ছিল চুলচুলি। রবিবার ভোররাতে প্রথমে পেটে যন্ত্রণা শুরু হয় রাজের। কিছুক্ষণের মধ্যে সে বমি করে নিস্তেজ হয়ে পড়ে। ভোর ৪টে নাগাদ তাকে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ দিকে কিছুক্ষণ পরেই চুলচুলিরও পেটে ব্যাথা শুরু হলে তাকেও ভোর ৫টা নাগাদ হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকজন। কিছুক্ষণের মধ্যেই দু’জনে মৃত্যু হয়। নান্দাই পঞ্চায়েত প্রধান ঈদের আলি মোল্লা বলেন, “শিশু দু’টির বাড়ির লোকজন মৃত্যুর কারণ সম্পর্কে সঠিক ভাবে কিছু বলতে পারছেন না।” তাঁর আশঙ্কা, “কোনও খাবার থেকে বিষক্রিয়ার কারণে শিশু দু’টির মৃত্যু হতে পারে।” কালনা মহকুমা হাসপাতালের সুপার অভিরূপ মণ্ডল বলেন, “ঠিক কী কারণে ওদের মৃত্যু হয়েছে, তা ময়না-তদন্তের রিপোর্ট পেলে বোঝা যাবে।”
|
অ্যাম্বুল্যান্স মেলেনি, রাজ্য সড়কে অবরোধ |
নিজস্ব সংবাদদাতা • কাঁকসা |
জ্বরে আক্রান্ত এলাকার তিন জন বাসিন্দাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুল্যান্স মেলেনি, এই অভিযোগে রবিবার কাঁকসার মিনি বাজারের কাছে পানাগড়-মোড়গ্রাম রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। হকুমাশাসক আয়েষা রানী এ জানান, খবর পেয়ে ব্লক স্বাস্থ্যকেন্দ্র থেকে এক চিকিৎসক ও প্রশাসনের আধিকারিকদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আজ সোমবার দুর্গাপুর মহকুমা হাসপাতাল থেকে চিকিৎসকদের একটি দল এলাকায় যাবেন বলেও জানিয়েছেন তিনি।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাঁকসার ৩ নম্বর কলোনি এলাকায় ডেঙ্গির আতঙ্কে ভুগছেন এলাকার স্থানীয় মানুষরা। জ্বরে আক্রান্ত সেখানকার ৩ জন বাসিন্দা। স্থানীয় বাসিন্দাদের দাবি, চিকিৎসকের দেওয়া ওষুধ খেয়েও জ্বর কমছে না তাঁদের। তিন জনের দেহে ডেঙ্গির লক্ষণ রয়েছে বলেও মনে করছেন তাঁরা। এ দিন তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুল্যান্স জোগাড় করতে ব্লক স্বাস্থ্যকেন্দ্রে যান বাসিন্দারা। কিন্তু অ্যাম্বুল্যান্স পাওয়া যায়নি। প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করেন তাঁরা। তার জেরে প্রায় আধ ঘণ্টা যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে যায় পুলিশ। এর পর অবরোধ ওঠে।স্থানীয় তৃণমূল নেতা পল্লব বন্দ্যোপাধ্যায় জানান, এলাকায় একটি ‘মেডিক্যাল টিম’ পাঠানোর দাবি জানানো হয়েছে প্রশাসনিক আধিকারিকদের কাছে।
|
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
আমতলা গ্রামীণ হাসপাতালে এক কিশোর রোগীর মৃত্যুতে আত্মীয়পরিজন ব্যাপক বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, হাসপাতালের চিকিৎসক মদ্যপ অবস্থায় ছিলেন। চিকিৎসায় গাফিলতির জেরে ছেলেটি মারা গিয়েছে। পুলিশ জানায়, মৃতের নাম পূর্ণেন্দু জানা (১২)। জ্বর নিয়ে কয়েক দিন আগে সে ওই হাসপাতালে ভর্তি হয়েছিল। শনিবার রাতে তার মৃত্যু হয়। তার পরেই শুরু হয় আত্মীয়দের বিক্ষোভ। পরিস্থিতি সামলাতে পুলিশ যায়। দক্ষিণ ২৪ পরগনার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শিখা অধিকারী শনিবার রাতে এবং রবিবার সকালে ওই হাসপাতাল পরিদর্শন করেন। প্রাথমিক তদন্তের ভিত্তিতে কর্তব্যরত চিকিৎসক শশাঙ্ক হেমব্রমকে ‘শো-কজ’ করেন তিনি। ওই হাসপাতালের পরিস্থিতি নিয়ে রাজ্যের স্বাস্থ্য দফতরে রিপোর্ট পাঠানো হবে বলেও এ দিন প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে।
|
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
ট্রাফিক রিক্রিয়েশন ক্লাবের সহযোগিতায় ও এলআইসি খড়্গপুর বিভাগের উদ্যোগে একটি স্বাস্থ্য পরীক্ষা শিবির হল রবিবার। শহরের ৬টি প্রাথমিক বিদ্যালয়ের ১২০ জন পড়ুয়ার স্বাস্থ্য পরীক্ষা করেন ৩১ জন চিকিৎসক। শিবিরে উপস্থিত ছিলেন খড়্গপুরের মহকুমাশাসক আর বিমলা-সহ এলাকার বিশিষ্টজনেরা।
|
স্বামী বিবেকানন্দের জন্ম-সার্ধশতবর্ষ উপলক্ষে বালিখাই কিশোরকলি ক্লাবের উদ্যোগে একটি রক্তদান শিবির হল শনিবার। এগরা ২ ব্লক প্রশাসনিক কার্যালয়ের সামনে আয়োজিত ওই শিবিরে ৭১ জন রক্ত দিয়েছেন বলে উদ্যোক্তারা জানিয়েছেন। অনুষ্ঠানে হাজির ছিলেন এগরা ২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রকাশ রায় চৌধুরী-সহ বিশিষ্টেরা।
|
রাত-পাহারা কমিটির উদ্যোগে রবিবার খড়্গপুরের প্রেমবাজারে আয়োজিত হল একটি রক্তদান শিবির। ৪০ জন রক্ত দেন।
|
‘আই ব্যাঙ্ক’ গড়ার অনুমতি পেলে আলিপুরদুয়ারের একটি সেচ্ছাসেবী চক্ষু হাসপাতাল। রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে শনিবার এই অনুমোদন দেওয়া হয় বলে সংগঠনের তরফে জানানো হয়েছে। |