যুক্তরাষ্ট্র ওপেনে এ বার ফেডেরার বনাম মারে সম্ভাব্য সেমিফাইনালের আপাতত সেরা টিআরপি। কিন্তু সেটার দিকে সময় যত এগোচ্ছে, ফেডেরারকে যেমন গোছানো, জমাট দেখাচ্ছে, ততটাই যেন বিবর্ণ মারে। দু’জনেরই গত রাতে প্রতিদ্বন্দ্বী ছিলেন স্প্যানিশ। টুর্নামেন্টের ৮৭ বছরের ওপেন যুগ-ইতিহাসে প্রথম হাফডজন বার চ্যাম্পিয়ন হওয়ার ইতিহাস গড়ার লক্ষ্যে নেমে ফেডেরার প্রি-কোয়ার্টারে উঠলেন। ভার্দাস্কোকে ৬-৩, ৬-৪, ৬-৪ হারিয়ে। “বত্রিশ ডিগ্রি তাপমাত্রা কিংবা এলোমেলো হাওয়া কোনওটাই আমার সমস্যা হয়নি,” ম্যাচে নিজের সার্ভে মাত্র একটা ব্রেক পয়েন্টের সামনে পড়া ফেডেরার বলেন। যিনি এর পর খেলবেন মার্ডি ফিশের সঙ্গে। চার বারের গ্র্যান্ড স্লাম রানার্স মারে আবার শেষ ষোলোয় উঠতে চার ঘণ্টা তুমুল লড়ে হারালেন লোপেজকে। ৭-৬ (৭-৫), ৭-৬ (৭-৫), ৪-৬, ৭-৬ (৭-৪)। পরের ম্যাচে মারের সামনে ‘বুম বুম সার্ভার’ রাওনিক। মেয়েদের প্রি-কোয়ার্টারে সেরেনা উইলিয়ামস ওঠার পাশাপাশি দিদি ভেনাসের ফ্লাশিং মেডোয় ৬১ ম্যাচ জেতার নজিরও ছুঁলেন। সেরেনা এ বার খেলবেন মহেশের মিক্সড ডাবলস সঙ্গী হাভাককোভার সঙ্গে। যে জুটি রবিবার দ্বিতীয় রাউন্ডে প্রতিদ্বন্দ্বী জুড়িকে ওয়াকওভার দিয়েছে। ফলে বোপান্নার মতোই মহেশেরও এ বার ফ্লাশিং মেডোয় দৌড় শেষ। বোপান্না-জেং জুটি মিক্সড ডাবলসে প্রথম রাউন্ডেই হেরেছেন। ডাবলসে সানিয়া-বেথানি জুড়িও বিদায় নিয়েছেন। ইতালির এরানি-ভিঞ্চির কাছে ৪-৬, ৭-৬, ৩-৬ হেরে। ভারতীয়দের মধ্যে চিরসবুজ লিয়েন্ডার পেজকে যথারীতি সবচেয়ে বিপজ্জনক দেখাচ্ছে। রাদেক স্টেপানেককে নিয়ে লিয়েন্ডার ডাবলস কোয়ার্টার ফাইনালে উঠলেন। লেভাইন-মাতোসেভিচকে তৃতীয় রাউন্ডে ৬-১, ৬-৩ হারিয়ে। মিক্সড ডাবলসে লিয়েন্ডার-ভেসনিনা দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। রবিবারই মধ্য রাতে তাঁদের প্রি-কোয়ার্টারে ওঠার লড়াই।
|
কারও পৌষ মাস, কারও সর্বনাশ! রবিবার বেলজিয়ান গ্রাঁ প্রি-র প্রথম ল্যাপের দুর্ঘটনায় ফের্নান্দো আলোন্সো ও লুইস হ্যামিল্টনের সর্বনাশের সুযোগটা দারুণ কাজে লাগিয়ে তেরো পয়েন্ট-সহ উৎসব পালন করল সহারা ফোর্স ইন্ডিয়া। ফর্মুলা ওয়ানে জীবনের সেরা রেস লড়লেন ভারতীয় দলের জার্মান তারকা নিকো হুল্কেনবার্গ। মাইকেল শুমাখার, মার্ক ওয়েবারের মতো বড় নামেদের সঙ্গে সমানতালে লড়াই করে রেসে চতুর্থ স্থানটা ছিনিয়ে নিলেন তিনি। এর আগে ইউরোপীয় গ্রাঁ প্রিতে পাঁচে শেষ করেছিলেন। দশম হয়ে এক পয়েন্ট নিলেন হুল্কেনবার্গের টিমমেট পল ডি রেস্টা। উচ্ছ্বাসিত হুল্কেনবার্গ বলেছেন, “আর একটু চেষ্টা করলে হয়তো পোডিয়াম হয়ে যেত। তবে আমি অসম্ভব খুশি। চ্যাম্পিয়নশিপে এই জয়টা আমাদের খুব কাজে লাগবে।” সত্যিই কাজে লাগল। উইলিয়ামস দলকে টপকে নির্মাতাদের চ্যাম্পিয়নশিপে সাতে উঠে এল বিজয় মাল্যর দল। ফোর্স ইন্ডিয়া চালকেরা চলতি মরসুমে নিয়মিত বেতন পাচ্ছেন না বলে সার্কিটে জোর জল্পনা রয়েছে। সঙ্গে আছে কিংফিশার এয়ারলাইন্সের আর্থির সমস্যা। তবু এই রেস মাল্যর মুখে হাসি ফুটিয়েছে। শিল্পপতি বলেছেন, “এ রকম একটা পারফরম্যান্সের জন্য আমরা সবাই অপেক্ষা করে ছিলাম। ছন্দটা মন্জার পরের রেসে ধরে রাখতে হবে।” রেস জিতলেন জেনসন বাটন। দ্বিতীয় সেবাস্তিয়ান ভেটেল, তৃতীয় কিমি রাইকোনেন।
|
ডেনিস লিলির পর এমআরএফ পেস ফাউন্ডেশনের নতুন ডিরেক্টর হচ্ছেন আর এক অস্ট্রেলীয়, গ্লেন ম্যাকগ্রা। চেন্নাইয়ে এই ফাউন্ডেশনের জন্মলগ্ন থেকেই ডিরেক্টর ছিলেন লিলি। |