টুকরো খবর
টিএমসিপি কর্মী প্রহৃত, নালিশ
তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) সঙ্গে ছাত্র পরিষদের (সিপি) গোলমাল লেগেই রয়েছে। শনিবার সন্ধ্যায় টিএমসিপি কর্মী প্রসেনজিৎ মল্লিককে মারধর করা হয়েছে। সিপি’র কর্মীরাই তাঁকে মারধর করেছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহরের মানিকপুরের কংগ্রেস ভবনে (পার্টি অফিস নয়, ছাত্রদের মেস)। দলের সমর্থকদের সঙ্গে দেখা করতে ওই টিএমসিপি কর্মী যখন সেখানে এসেছিলেন, তখনই তাঁকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। তিনি এখন মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সিপি অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়েছে। সংগঠনের জেলা সভাপতি মহম্মদ সইফুল বলেন, “শুরুতে টিএমসিপি’র ওই কর্মীই কংগ্রেস ভবনে গিয়ে আমাদের কর্মীদের মারধর করেছেন। আক্রান্ত ছাত্ররা প্রতিবাদ করেছেন!” পুলিশ জানায়, পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে। গোলমালে জড়িতদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপই করা হবে।

তৃণমূলে যোগ
সিপিএম ও সিপিআইয়ের দুই সদস্য তাঁদের দলে যোগ দিয়েছেন বলে দাবি করলেন দাঁতন ১ ব্লকের মনোহরপুর পঞ্চায়েতের তৃণমূল নেতারা। রবিবার কাজীপাড়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তৃণমূলের অঞ্চল কর্মীদের নিয়ে একটি সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানে হাজির ছিলেন শালবনির বিধায়ক তথা যুব তৃণমূলের জেলা সভাপতি শ্রীকান্ত মাহাতো, দলের জেলা সভাপতি দীনেন রায়, ব্লক সভাপতি বিক্রম প্রধান প্রমুখ। ওই সম্মেলনেই কাজীপাড়া ব্লকের পঞ্চায়েত সদস্য সিপিএমের রিনা দাস ও মালিয়াড়া সুন্দরপুর বুথের পঞ্চায়েত সদস্য সিপিআইয়ের যীশু শিট তৃণমূলে যোগ দেন বলে দলীয় নেতাদের দাবি। সিপিএমের দাঁতন জোনাল কমিটির সম্পাদক অনিল পট্টনায়েক বলেন, “বিষয়টি জানা নেই। তবে বিভিন্ন এলাকায় তৃণমূল সিপিএম সদস্যদের ভয় দেখিয়ে দলে যোগ দিতে বাধ্য করছে।”

প্রতিষ্ঠা দিবস
এলআইসি-র খড়্গপুর বিভাগের উদ্যোগে সংস্থার ৫৬ তম প্রতিষ্ঠা দিবস পালিত হল শনিবার। খড়্গপুর শহরের মালঞ্চ এলাকায় ওই অনুষ্ঠানের সূচনা করেন খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপার ভি চন্দ্রশেখর। উপস্থিত ছিলেন সংস্থার অন্যান্য আধিকারিক ও কর্মীরা। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সাত দিন ব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানান সংস্থার আধিকারিক কৌশিক ঘোষাল।

স্কুলভোটে প্রার্থীই নেই সিপিএমের
মেদিনীপুর শহরের বিদ্যাসাগর বিদ্যাপীঠ (বালিকা) উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালন সমিতিতে অভিভাবক প্রতিনিধি নির্বাচনে প্রার্থীই দিতে পারল না সিপিএম। ৬টি আসনের জন্য ৬টি মনোনয়নপত্র জমা পড়েছে। সবগুলোই তৃণমূল সমর্থিতদের। চলতি মাসের ৯ তারিখ এখানে অভিভাবক প্রতিনিধি নির্বাচন হওয়ার কথা ছিল। তবে বিরুদ্ধে প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই জিততে চলেছেন তৃণমূল সমর্থিতেরা। তৃণমূলের শহর সভাপতি সুকুমার পড়্যা বলেন, “আমরা অভিভাবকদের অভিনন্দন জানাচ্ছি।”

মহকুমা সম্মেলন
নিখিলবঙ্গ শিক্ষক সমিতির (এবিটিএ) সপ্তম ত্রিবার্ষিক মেদিনীপুর (সদর) মহকুমা সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার। মেদিনীপুর শহরের কর্মচারী ভবনে এই সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক অপরেশ ভট্টাচার্য, সহ-সম্পাদক অশোক ঘোষ, জেলা নেত্রী বাসন্তী ভট্টাচার্য, মহকুমা সম্পাদক সুবীর সিংহ প্রমুখ। সংগঠনের মেদিনীপুর (সদর) মহকুমার অন্তর্গত ৭টি জোনাল এলাকার প্রায় ৩০০ জন সদস্য এতে যোগ দেন। শুরুতে সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন সুবীরবাবু। তার উপর আলোচনায় যোগ দেন ১৫ জন সদস্য। ৩৭ জনকে নিয়ে নতুন মহকুমা কমিটি গড়া হয়েছে।

উঠল ধর্মঘট
পাঁচ দিন পরে রবিবার বেকারি হকারদের ধর্মঘট উঠল। বেকারি সামগ্রীর মূল্যবৃদ্ধির প্রতিবাদে গত মঙ্গলবার থেকে এই ধর্মঘট শুরু করেন খড়্গপুরের অধিকাংশ বেকারি হকারেরা। সংগঠনের সম্পাদক ভুট্টো খান জানান, রবিবার আলোচনার পরে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।

দাবা প্রতিযোগিতা
ছবি: সৌমেশ্বর মণ্ডল।
৩৩তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করেছে মেদিনীপুরের তরুণ সঙ্ঘ ব্যায়ামাগার। রবিবার মেদিনীপুর শহরের স্পোর্টস কমপ্লেক্সে দাবা ও অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। আগামী শনিবার দেহ-সৌষ্ঠব ও রবিবার নৃত্য প্রতিযোগিতা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শনিবার বিকেলে শহরে মোটর সাইকেল র্যালিও হয়।

কোথায় কী


নাটক। খড়্গপুরের নাট্যসংস্থা ‘আলকাপ’-এর প্রতি মাসে নাটক কার্যক্রমে এ মাসের নাটক ‘এক্কাদোক্কা’।
পরিবেশনায় বাউড়িয়ার পিআরটি সংস্থা খড়্গপুরের ট্রাফিক এলাকায় আলকাপের মহলা কক্ষে সন্ধে ৭টা।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.