টুকরো খবর
শ্রীলঙ্কার দলকে খেলতে ডেকে সাসপেন্ড
শ্রীলঙ্কার এক দল ফুটবলারকে নেহেরু স্টেডিয়ামে খেলার অনুমতি দিয়েছিলেন স্টেডিয়ামের এক অফিসার। মুখ্যমন্ত্রী জয়ললিতা আজ তাঁকে সাসপেন্ড করেছেন। তাঁর বক্তব্য শ্রীলঙ্কায় তামিলদের অপমান করা হচ্ছে, আর চেন্নাইয়ে ওই অফিসার শ্রীলঙ্কার খেলোয়াড়দের খেলতে সুযোগ দিচ্ছেন। এতে তামিল আবেগকে আঘাত করা হয়েছে। ওই অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। চেন্নাইয়ের শুল্ক বিভাগের সঙ্গে কলম্বোর রয়্যাল কলেজের প্রীতি ফুটবল ম্যাচের কথা ছিল আগামী শুক্রবার। খেলা তো ভেস্তে গিয়েছেই, মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, শীঘ্রই দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে বিদেশি ওই খেলোয়াড়দের। শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়ললিতার ক্ষোভ অবশ্য নতুন নয়। ভারত যাতে শ্রীলঙ্কার সেনাদের প্রশিক্ষণ না দেয়, তা নিয়েও আগে সরব হন তিনি। জয়ললিতার যুক্তি, ভারতে প্রশিক্ষণ নিয়ে ফিরে গিয়ে তামিলদের উপরে নির্যাতন চালায় শ্রীলঙ্কার সেনারা।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ২ মহিলার
দিনের আলো ফোটার আগে মাঠে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে মাঠে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে পা পড়ে মৃত্যু ঘটল পঞ্চাশোর্ধ্ব এক মহিলা এবং তাঁর এক পুত্রবধূর। পুলিশ জানায়, আজ কাকভোরে বোকারো জেলার চন্দনচারি থানার ফতেপুরে ঘটে এই দুর্ঘটনা। মৃতদের নাম বিজলিদেবী (৫৬) এবং শান্তিদেবী (৩২)। বহুক্ষণ কেটে যাওয়ার পরও শাশুড়ি-বউ ঘরে না পেরায় বাড়ির লোকজন খোঁজখবর শুরু করেন। মাঠে গিয়ে তাঁরা দেখেন, ছিঁড়ে পড়া বিদ্যুতের তারের সামনে মাটিতে লুটিয়ে আছে দু’টি নিথর দেহ। অনুমান, কাকভোরে দু’জনের কেউই দেখতে পাননি মাটিতে পড়ে আছে বিদ্যুৎবাহী ছেঁড়া তার।

রাঁচিতে খুন ক্ষুদ্র শিল্পপতি
দুষ্কৃতীদের চাহিদা মতো টাকা না-দেওয়ায় কাল রাতে রাঁচির এক ক্ষুদ্র শিল্পপতিকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতের নাম সুশীল কেজরিওয়াল (৪০)। রাঁচির টাটাসিল্বে থানা এলাকায় একটি প্লাস্টিক কারখানার মালিক ছিলেন তিনি। আততায়ীর গুলিতে জখম হয়েছেন সুশীলবাবুর সঙ্গী দীপক খন্না নামে ওই কারখানারই এক পদস্থ কর্মীও। এই ঘটনায় রাজধানীর ব্যবসায়ীরা তীব্র ক্ষোভ প্রকাশ ব্যক্ত করেছেন। শুধু ব্যবসায়ীরা নয়, রাঁচির আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে প্রশাসনের বিরুদ্ধে বিষোদ্গার করছেন সর্ব স্তরের মানুষ। পুলিশ জানিয়েছে, সুশীলবাবুর বাড়ি রাঁচির রাতু রোডে আকাশবাণী ভবনের পিছনে শিবপুরী এলাকায়। কাল রাত আটটা নাগাদ কারখানা থেকে বেরিয়ে সংস্থার কর্মী দীপক খন্নাকে নিয়ে নিজেই গাড়ি চালিয়ে বাড়ি যাচ্ছিলেন সুশীলবাবু। খানিকটা পথ এগোতেই সুশীলবাবুকে গাড়ি থামাতে বাধ্য করে তিন যুবক। তার পরই গুলি করে এক যুবক। হাসপাতালে নিয়ে যাওয়া হলেওতিনি মারা যান।

চাতরায় দুর্ঘটনা, ২ শিশু-সহ মৃত ৩
ঝাড়খণ্ডের চাতরা জেলায় শনিবার পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক যুবক এবং তাঁর দুই শিশুকন্যার। গুরুতর জখম হয়েছেন যুবকের স্ত্রী। চাতরার সিমারিয়া থানা এলাকার চাতরা-সিমারিয়া রোডে কাল দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, স্ত্রী ও দুই শিশুকন্যাকে নিয়ে চাতরার শ্বশুরবাড়ি থেকে মোটরবাইকে সিমারিয়ায় নিজের বাড়িতে ফিরছিলেন টিপেন্দ্র কুমার (২৮)। চাতরা-সিমারিয়া রোডের দেলহোর কাছে পিছন থেকে আসা ট্রাকের ধাক্কায় বাইকটি ছিটকে গিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে।

বান্ধবী-সহ ভেসে গেলেন তরুণ
বান্ধবীকে বাঁচাতে খরস্রোতা পাহাড়ি নদীতে ঝাঁপ দিলেন যুবক। কিন্তু, বাঁচলেন না কেউই। কাল বিকেলে মেঘালয়ের সোহরায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, মাওব্লেই এলাকায় বেসরকারি একটি সংস্থার হিসাবরক্ষক কৌশিক রায়, সনিয়া নামে এক কিশোরী ছাত্রীর সঙ্গে সোহরার দাইনথ্লেনে বেড়াতে যান। সনিয়া ছবি তোলার জন্য উঁচু পাথরের উপরে উঠেছিলেন। কিন্তু ভারসাম্য হারিয়ে নদীতে পড়ে যান। বান্ধবীকে বাঁচাতে কৌশিকবাবুও জলে ঝাঁপ দেন। কিন্তু, কেউই বাঁচেন নি। সন্ধ্যায় কৌশিকবাবুর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। সনিয়ার সন্ধান চলছে।

বন্ধ প্রকল্প
থেমে গেল উলার প্রকল্প। গত সপ্তাহে জঙ্গিরা শূন্যে গুলি ছুঁড়ে ও বিস্ফোরণ ঘটিয়ে ভারতীয় শ্রমিকদের ভয় দেখালে থামানো হয় প্রকল্পের কাজ।

পাশে মুসলিমরাও
‘গঙ্গা-বাঁচাও’ আন্দোলনে হিন্দুদের পাশে এ বার মুসলিমরাও। গঙ্গাতীরের বহু মুসলিম জীবিকার জন্য ওই নদীর উপর নির্ভর করেন।

ম্যাগাজিনই ‘প্রেরণা’
ইন্টারনেট ম্যাগাজিনে আল-কায়দার কার্যকলাপ দেখেছিল ১১ জন। আর তাতেই অনুপ্রাণিত হয়ে কর্নাটকে হামলার ছক কষে। জেরায় এ কথা স্বীকার করেছে তারা।

গণধর্ষণের সাজা
এক যুবতীকে গণধর্ষণের দায়ে যুবককে দশ বছরের কারাদণ্ড দিল দিল্লির এক আদালত। তার দু’জন সঙ্গীকে ধরলেও এক জন এখনও ফেরার।

লাগাতার ধর্ষণ
প্রায় দু’মাস অপহৃত থাকার পরে সন্ধান মিলল রাজস্থানের আলওয়ার গ্রামের মেয়েটির। অভিযোগ, অপহরণকারীরা তাকে আটকে রেখে লাগাতার ধর্ষণ করে।

দানের নিলাম
ভক্তদের দান করা ২৪৩ কেজি সোনা, ২৪৮৪ কেজি রুপো এবং প্রচুর হিরে আগামী মাসে নিলামে তুলতে চলেছে সাঁইবাবা মন্দির কর্তৃপক্ষ।

ডাইনি অপবাদে
৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দিল্লি কোর্ট। ডাইনি অপবাদ দিয়ে কাকিমাকে পুড়িয়ে মারে তাঁরা। বিস্মিত বিচারক।

আরও গ্রেফতার
সন্ত্রাসবাদী কাজে যুক্ত থাকার অভিযোগে বেঙ্গালুরু থেকে আরও এক জনকে গ্রেফতার করা হয়েছে। শহর ছেড়ে পালানোর চেষ্টা করছিল সে, জানায় পুলিশ।

সাংবাদিককে গুলি
কোতোয়ালি সদর এলাকায় জুনেইদ তইমুরি নামে এক সাংবাদিককে গুলি করে এক ব্যক্তি। হাসপাতালে ভর্তি তিনি।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.