টুকরো খবর |
উৎসবের মরসুম সামনেই, তাই ছন্দে ফিরতে মরিয়া গাড়ি শিল্প
নিজস্ব প্রতিবেদন |
ঘুরে দাঁড়াতে আসন্ন উৎসবের মরসুমকেই পাখির চোখ করছে দেশের গাড়ি শিল্প। এবং সেই ‘চূড়ান্ত পরীক্ষা’র আগে অগস্টে অন্তত কিছুটা গা ঘামিয়ে রাখল তারা। মারুতি-সুজুকি সহ কয়েকটি সংস্থার বিক্রি কিছুটা ধাক্কা খেলেও, গত অগস্টে ২০১১ সালের ওই সময়ের তুলনায় অল্প-বিস্তর বিক্রি বেড়েছে অধিকাংশ সংস্থারই। তবে গাড়ি শিল্পের দাবি, বিক্রি বাড়লেও এখনও কঠিন সময় পুরোপুরি কাটেনি। বিক্রি বেড়েছে টাটা মোটরস (৩৩%), মহীন্দ্রা (১৯.৭৭%), টয়োটা কির্লোস্কার (১৯.৮৩%), হুন্ডাই (৫.৯%), ফোর্ড মোটর (৬%)-এর। তবে গোলমালের জেরে মানেসর কারখানা বন্ধ থাকার মাসুল গুনেছে মারুতি-সুজুকি। ভারতে তাদের বিক্রি কমেছে প্রায় ৩৫%। রফতানিও কমেছে প্রায় ৭২%। এতটা ধাক্কা না খেলেও বিক্রি কমেছে জেনারেল মোটরস (১৭%) ও হোন্ডা মোটরের (২১%)। জেনারেল মোটরসের কর্তা পি বালেন্দ্রনের দাবি, সুদ এখনও চড়া। ফলে গাড়ি কেনায় ভাটার টান জারি রয়েছে। তবে উৎসবের মরসুমের কথা ভেবে হাল ছাড়ছেন না তিনি।
পুজোর মুখে বিক্রির পারদ চড়ায় খুশি চেপে রাখেননি ফোর্ড-কর্তা মাইকেল বোনহ্যাম। বিক্রি বাড়লেও হুন্ডাই-কর্তা রাকেশ শ্রীবাস্তব আবার মনে করছেন ডিজেল ও কয়েকটি দামি গাড়ির উপর ভর করে ব্যবসা সামান্য বাড়লেও বাজার এখনও দুর্বল।
দুই চাকার গাড়ির ক্ষেত্রেও কিছু সংস্থার বিক্রি বেড়েছে। আবার কয়েকটির তা কমেছে।
|
টানা ৩ মাসের বেশি মোবাইল সংযোগ নয় বিদেশি পযর্টকদের
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
দেশের নিরাপত্তার স্বার্থে সিম কার্ডের অপব্যবহার রুখতে নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় টেলিকম দফতর। মোবাইল পরিষেবা সংস্থাগুলিকে তাদের নির্দেশ, ভারতে আসা বিদেশি পর্যটকদের সংযোগের মেয়াদ কোনও ভাবেই তাঁর ভিসার মেয়াদের থেকে বেশি হওয়া চলবে না। এমনকী ভিসার মেয়াদ তিন মাসের থেকে বেশি হলেও, মোবাইল সংযোগের মেয়াদ সীমিত রাখতে হবে তিন মাস পর্যন্ত।
কেন্দ্রের দাবি, অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে যে, বিদেশি পর্যটক ফিরে চলে যাওয়ার পরেও সেই সিম কার্ড ব্যবহার করছেন অন্য কেউ। এতে বিঘ্নিত হতে পারে নিরাপত্তা। তা রুখতেই এই সিদ্ধান্ত। |
আমানতে সুদ
সংবাদসংস্থা • নয়াদিল্লি ও মুম্বই |
আমানতে সুদের হার পরিবর্তন করল দুই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স বিভিন্ন মেয়াদের সুদ কমিয়েছে ৫০ বেসিস পয়েন্ট পর্যন্ত। আর এক কোটি টাকা পর্যন্ত অধিকাংশ স্থায়ী জমায় সুদ ১৫০ বেসিস পয়েন্ট পর্যন্ত বাড়ানোর কথা জানিয়েছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তবে এক কোটি এবং তার বেশি আমানতে সুদের হার ৫০ বেসিস পয়েন্ট পর্যন্ত কমানোর কথা জানিয়েছে তারা। |
|