টুকরো খবর |
পৃথক দুর্ঘটনায় মৃত্যু ৩ জনের |
নিজস্ব প্রতিবেদন |
তিনটি পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন জনের। শনিবার দুপুরে একটি দুর্ঘটনা ঘটে মেদিনীপুর-রানিগঞ্জ সড়কে চন্দ্রকোনা রোড সংলগ্ন কদমডিহা লেভেল ক্রসিংয়ের কাছে। লরি চাপা পড়ে মৃত্যু হয় এক অজ্ঞাতপরিচয় যুবকের। পুলিশ জানায়, গম বোঝাই লরিটি গড়বেতা থেকে চন্দ্রকোনা রোডের দিকে যাচ্ছিল। লেভেল ক্রসিংয়ের নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি উল্টে যায়। সেই সময়ে পাশেই ছিলেন বছর পঁয়ত্রিশের ওই যুবক। শুক্রবার বিকেলে বর্ধমানের মাধবডিহির নন্দনপুর ঢালে লরির সঙ্গে একটি ট্রাক্টরের সংঘর্ষ হয়। গুরুতর জখম অবস্থায় ট্রাক্টর-চালক শুকদেব টুডুকে (৪০) আরামবাগ হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। শনিবার সকালে তিনি মারা যান। পুলিশ জানায়, মৃতের বাড়ি বর্ধমানের মেমারির পূর্ব কেশিয়ারি এলাকায়। শনিবার দুপুরে নওদার ঝাউবোনার কাছে বেলডাঙা-আমতলা রাজ্য সড়কে লরির ধাক্কায় মৃত্যু হয় কৃষ্ণ মণ্ডল (২৭) নামে এক যুবকের। তাঁর বাড়ি নওদার সর্বাঙ্গপুরে।
|
নেতার সম্পত্তি বাজেয়াপ্ত |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
নন্দীগ্রাম-নিখোঁজ কাণ্ডে ‘ফেরার’ সিপিএমের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সদস্য অনিল পাত্রের অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করল সিআইডি। শনিবার দুপুরে সিআইডি ও পুলিশের যৌথ একটি দল অনিলবাবুর নারায়ণগড়ের বাড়িতে গিয়ে আলমারি, খাট, পাখা-সহ অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে। সিআইডি সূত্রে খবর, নন্দীগ্রাম-নিখোঁজ কাণ্ডে পূর্ব মেদিনীপুরের সিপিএম নেতা লক্ষ্মণ শেঠ-সহ মোট ৮৮ জন সিপিএম নেতা-কর্মী অভিযুক্ত। এঁদের বিরুদ্ধে আদালতে চার্জশিটও জমা পড়েছে। তাঁদের মধ্যে এখনও পর্যন্ত ‘ফেরার’ ৬৫ জন সিপিএম নেতা-কর্মীর সম্পত্তিও বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে হলদিয়া আদালত। |
|