|
|
|
|
তৃণমূলের কোন্দলে অশান্তি পটাশপুরে |
নিজস্ব সংবাদদাতা • এগরা |
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে অশান্ত হল পূর্ব মেদিনীপুরের পটাশপুরের দু’টি গ্রাম। তুলে নিয়ে গিয়ে মারধর, বাড়ি ভাঙচুর এবং বোমা-গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতের এই ঘটনায় পুলিশের কাছে তিনটি আলাদা অভিযোগ দায়ের হয়েছে।
তৃণমূলের একটি গোষ্ঠীর অভিযোগ, রাত ৮টা নাগাদ তাদের কর্মী ভাগ্যধর দোলুইকে ক্ষমতাসীন দলের লোকেরা বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করে। এর পরে আড়গোয়াল-পাঁউশি রাস্তায় তাঁকে সংজ্ঞাহীন অবস্থায় ফেলে রেখে যায়। স্থানীয় বাসিন্দারা তাঁকে পটাশপুর-২ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন।
তৃণমূলের ওই গোষ্ঠীর নেতা অপরেশ সাঁতরার আরও অভিযোগ, সিঁয়ারি বাজারের কাছে বোমাবাজির পরে শূন্যে দু’রাউন্ড গুলি চালায় অন্য গোষ্ঠীর লোকজন। রাত ১০টা নাগাদ পুলিশ ঘটনাস্থলে গেলেও তাদের সামনেই বন্দুক উঁচিয়ে তাদের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এর পরে কোটজৈশানি গ্রামের তৃণমূল নেতা আদিত্য করণের বাড়ি লক্ষ করে বোমা ও গুলি ছোড়া হয়। সিঁয়ারি গ্রামের তপন দাস ও চিত্তরঞ্জন দাস নামে দুই কর্মীর বাড়িতে ভাঙচুরও চালানো হয় বলে অভিযোগ। অপরেশবাবু দাবি, “দলের ক্ষমতাসীন গোষ্ঠী পরিকল্পিত ভাবে এলাকায় বোমা-বন্দুক ব্যবহার করছে। দলীয় নেতৃত্বকে বারবার বলেও কাজ হয়নি।”
ক্ষমতাসীন গোষ্ঠীর নেতা তথা তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক মামুদ হোসেন অবশ্য বলেন, “দলীয় দ্বন্দ্বের জেরে সংঘর্ষ হয়েছে। তবে বোমা-গুলির অভিযোগ সঠিক নয়। বিষয়টি আমরা খতিয়ে দেখে ব্যবস্থা নেব।” পুলিশ জানিয়েছে, পঞ্চায়েতের কাজ ও এলাকার দখল কার হাতে থাকবে, তা নিয়ে দুই গোষ্ঠীর অনেক দিন ধরেই বিবাদ চলছে। তবে শুক্রবার রাতে গুলি চালনার কোনও প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
|
|
|
|
|
|