টুকরো খবর
নারোড়া নিয়ে মোদীকে চিঠি সঞ্জীব ভট্টর
নারোড়া পাটিয়া হত্যা মামলায় দোষীদের শাস্তি ঘোষণার পরের দিনই, শনিবার গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মায়া কোডনানিকে একটি করে খোলা চিঠি লিখলেন প্রাক্তন আইপিএস অফিসার সঞ্জীব ভট্ট। ওই চিঠিতে ভট্টর অভিযোগ, নারোড়া পাটিয়া হত্যাকাণ্ডের দায় নিজের কাঁধ থেকে ঝেড়ে ফেলতে চাইছেন মোদী। কাল নারোড়া পাটিয়া হত্যা মামলায় মোদী-ঘনিষ্ঠ মায়াকে ২৮ বছরের কারাদণ্ড দিয়েছে বিশেষ আদালত। বাবু বজরঙ্গিকেও আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। কালই একটি ‘অন লাইন চ্যাট শো’-তে যোগ দেন মোদী। কিন্তু সেই ‘চ্যাট শো’-তে মায়া এবং বজরঙ্গির শাস্তি নিয়ে একটি শব্দও খরচ করা হয়নি। কেন মায়া এবং বজরঙ্গির শাস্তি ঘোষণার দিনেই মোদী এই ‘চ্যাট শো’ করলেন, চিঠিতে সেই প্রশ্নও তুলেছেন ভট্ট। মায়াকে লেখা চিঠিতে ভট্টর প্রশ্ন “এক জন মহিলা এবং চিকিৎসক হয়ে মায়া এমন কাণ্ড ঘটালেন কী করে?” প্রসঙ্গত, ভট্টই দাবি করেছিলেন, গোধরা কাণ্ডের পরে মোদী পুলিশকে হিন্দুদের ক্ষোভ প্রকাশে বাধা দিতে বারণ করেছিলেন।

ডিমাপুরে সংঘর্ষ
গোষ্ঠী সংঘর্ষে ডিমাপুরে এক ব্যক্তির মৃত্যু হল। জখম হলেন ২ জন। ঘটনার জেরে ডিমাপুরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পুলিশ জানায়, গত কাল রাতে বাইক চুরি করে পালাবার সময় কোহিমা গ্রামের গ্রামরক্ষী বাহিনী কিভিকা সেমা নামে এক যুবককে ধরে ফেলেন। তাঁকে বেধড়ক মারা হয়। গ্রাম পঞ্চায়েত ভবনেই মারা যায় সে। এই খবর রটতেই আজ এক দল অঙ্গামি যুবক সকাল থেকে ডিমাপুরের দোকানপাট বন্ধ করে দিতে থাকে। ছয় মাইল এলাকায় মুখ্যমন্ত্রীর বিলাসবহুল নাইথু রিসর্টেও হামলা হয়। পরে স্থানীয় মানুষ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। দু’পক্ষে মারপিট, গুলিও চলে। মারা যান ১ ব্যক্তি। এর জেরে ২৯ নম্বর জাতীয় সড়ক বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে।

তৈলকূপে আগুন
গভীর রাতে আগুন লাগল তিনসুকিয়ার তৈলকূপে। আলফার দাবি, তারাই বিস্ফোরণ ঘটিয়ে আগুন লাগিয়েছে। পুলিশ জানায়, মাকুম থানা এলাকার চিন্নামারায় অয়েল ইন্ডিয়া লিমিটেডের ২ নম্বর তৈলকূপে রাত ১টা নাগাদ বিস্ফোরণ হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে সকাল হয়ে যায়। পরেশপন্থী আলফা গোষ্ঠী এক বিবৃতিতে জানায়, ভারত সরকারের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামী কর্মসূচির অঙ্গ হিসেবেই তারা চিন্নামারায় বিস্ফোরণ ঘটিয়েছে। তৈল সংস্থা অবশ্য দাবি করেছে, দুষ্কৃতীরা একটি পাইপলাইন ফাটিয়ে তেল চুরি করার চেষ্টা করছিল। তা থেকেই আগুন লাগে।

তরুণ তলিয়ে গেল দশম জলপ্রপাতে
বন্ধুদের সঙ্গে পিকনিক করতে এসে আজ দুপুরে রাঁচির দশম জলপ্রপাতে তলিয়ে গেল এক তরুণ। তাঁর নাম অভিলাষ কুমার (২০)। সে বোকারোর বাসিন্দা। সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চালিয়েও তার দেহের খোঁজ মেলেনি বলে রাঁচির এসডিপিও (বুন্ডু) নৌশাদ আলম জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, আজ সকালে বোকারো থেকে বন্ধুদের সঙ্গে দশম জলপ্রপাতে পিকনিক করতে এসেছিল অভিলাষ। বন্ধুদের সঙ্গে জলে নেমে সে আর উঠতে পারেনি। তীব্র জলস্রোতে ভেসে যায় সে।

বিদেশে সনিয়া
শারীরিক পরীক্ষা করাতে শনিবার বিদেশের উদ্দেশে যাত্রা করলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী। এক সপ্তাহ পরেই দেশে ফেরার কথা তাঁর। গত বছর অস্ত্রোপচার হয়েছিল সনিয়ার।

অপহৃত ৪
সরকারি এক হোম থেকে অপহৃত হন চার মহিলা। ২ জন পশ্চিমবঙ্গের ও ২ জন মুম্বইয়ের। তাঁরা নারীপাচার ও যৌন নির্যাতনের শিকার বলে জানা গিয়েছে।

নতুন আন্দোলন
কংগ্রেসের বিরুদ্ধে ২ অক্টোবর থেকে ফের আন্দোলনে নামতে চলেছেন রামদেব। গুজরাত ও হিমাচলপ্রদেশের বিধানসভা ভোট মাথায় রেখেই তাঁর এই আন্দোলনে।

অনুপস্থিতির শাস্তি
না জানিয়ে অনুপস্থিতির অভিযোগে অনন্তনাগ জেলার বিভিন্ন দফতরের ৩৬ জনকে সাসপেণ্ড করেছে জম্মু ও কাশ্মীর সরকার। তাঁদের চার্জশিট দেওয়া হবে।

লক্ষ বাড়ি
সাইক্লোন ‘থানে’-তে ক্ষতিগ্রস্ত তামিলনাড়ুর কাড্ডালোর ও ভিলুপুরম জেলার ১ লাখ পরিবারকে পাকা বাড়ি বানিয়ে দেবে রাজ্য সরকার। জানান মুখ্যমন্ত্রী জয়ললিতা।

দানের বহর
পুদুচেরির তিরুনাল্লার শহরের শনিশ্বর মন্দিরের দান বাক্সে গত ৩ মাসে জমা পড়েছে নগদ ৬৫ লক্ষ টাকা। এ ছাড়াও ছিল ৮৫ গ্রাম সোনা ও দেড় কেজি রুপো।

খাদে মিনিবাস
শনিবার কাঠুয়া থেকে বিল্লাওয়ার যাওয়ার পথে খাদে পড়ে যায় একটি মিনিবাস। এক জন নিহত ও ১৯ জন আহত হন। হাসপাতালে পাঠানো হয় আহতদের।

ট্রেনে কাটা
রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়লেন সালিম নামে এক ব্যক্তি। সঙ্গে ছিল তাঁর কিশোর ছেলে। ট্রেনে কাটা পড়ে সে-ও। ঘটনাটি হরিদ্বার জেলার।

নোটের ‘জালে’
জাল নোট নিয়ে উত্তরপ্রদেশের মোরাদাবাদে ধরা পড়ল মালদহের দুই যুবক। সিবিআই তাদের কাছ থেকে সাড়ে আট লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.