টুকরো খবর
পলাতক বন্দির দেহ উদ্ধার
প্রেসিডেন্সি জেল থেকে পলাতক দুই বন্দির মধ্যে একজনের দেহ উদ্ধার হল বারাসতে। পুলিশ সূত্রের খবর, তার নাম মহম্মদ সবুজ (২১)। তার বাড়ি বাংলাদেশের খুলনায়। আইজি (জেল) রণবীর কুমার শনিবার জানান, এ বিষয়ে বারাসত জিআরপি এবং উত্তর ২৪ পরগনা পুলিশের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। প্রাথমিক ভাবে মনে হচ্ছে, মৃত ব্যক্তি মহম্মদ সবুজ। সম্ভবত কোনও দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় বারাসত-বসিরহাট শাখায় কাজিপাড়ার কাছে রেল লাইনের ধারে গুরুতর জখম অবস্থায় এক যুবককে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। তাকে ভর্তি করা হয় বারাসত সদর হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়। পুলিশ জানায়, মে মাসে বনগাঁয় বাংলাদেশ সীমান্তের কাছে অনুপ্রবেশের অভিযোগে মহম্মদ সবুজ ও মহম্মদ আলি মণ্ডল নামে দু’জনকে গ্রেফতার করা হয়। ২৮ অগস্ট দুপুরে প্রেসিডেন্সি জেল থেকে তারা পালায়। পুলিশের সন্দেহ, প্রেসিডেন্সি জেলের ৮ নম্বর স্তম্ভের দিকে ঠিকাশ্রমিকরা মই নিয়ে সারাইয়ের কাজ করছিলেন। ওই মই দিয়েই পাঁচিল টপকে পালায় সবুজরা। প্রাথমিক তদন্তে অনুমান, বৃহস্পতিবার পালানোর সময় ট্রেন থেকে পড়ে গুরুতর জখম হয় মহম্মদ সবুজ। পলাতক অন্য বন্দির খোঁজ করছে পুলিশ।

শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার যুবক
কসবায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। শনিবার কসবার বৈকুণ্ঠপুর রোডে ঘটনাটি ঘটে। ধৃত যুবকের নাম অজয় পুরকাইত। অভিযুক্ত এলাকায় ‘জামাই’ নামে পরিচিত। অভিযোগ, অজয় ছাত্রীটির বাড়িতে ঢুকে তার উপরে নির্যাতন করে। তখন বাড়িতে কোনও অভিভাবক ছিল না। এর পরে বাড়িতে অভিভাবকরা এলে ছাত্রীটি সব জানায়। তারপরে ছাত্রীটির পরিবারের তরফ থেকে থানায় অজয়ের বিরুদ্ধে অভিযোগ করা হয়।

দুই এমেরিটাস
ইতিহাসে রজতকান্ত রায়, সমাজতত্ত্বে প্রশান্ত রায়কে এমেরিটাস অধ্যাপক করার সিদ্ধান্ত নিল প্রেসিডেন্সি। শনিবার কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।

‘অশ্লীলতার’ দায়ে
বান্ধবীদের ফেসবুক প্রোফাইলে অশ্লীল ছবি জুড়ে দেওয়ার অভিযোগে এক তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত নিকিতা শর্মা কলকাতার কলেজে পড়েন। বাড়ি ঝাড়খণ্ডে।

ভুয়ো সিনেমা
সিনেমায় কাজ দেওয়ার ভুয়ো প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগে শুক্রবার তিন জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম সায়ন্তন পাহাড়ি, প্রশান্ত রায়, শিলাজিৎ ভৌমিক।

‘ধর্ষণে’ ধৃত
দশ বছরের একটি মেয়েকে ধর্ষণের অভিযোগে শনিবার এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতের নাম মহম্মদ শফিক। বাড়ি একবালপুরে।

অনশনে কর্মীরা
পানীয় জল সরবরাহ প্রকল্পে ঠিকাদারি বন্ধের দাবিতে জনস্বাস্থ্য কারিগরি দফতরের কর্মীরা ২৭ অগস্ট থেকে অনশনে। জানান ‘জয়েন্ট মুভমেন্ট কমিটি’র দীপঙ্কর মজুমদার।

এখন ১৪৪
জোকা ১ ও ২ গ্রাম পঞ্চায়েত কলকাতা পুরসভার অধীনে এল। এতে পুরসভায় তিনটি ওয়ার্ড বাড়ল। ওয়ার্ডের মোট সংখ্যা হল ১৪৪।

দোকানে আগুন
আগুনে আংশিক পুড়ে গেল তিন দোকান। শনিবার রাতে ভবানীপুরের জদুবাবুর বাজারের পাশে। নেভাতে গিয়ে এক দমকল কর্মী আহত হন।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.