চলতি আর্থিক বছরে সাড়ে পাঁচ হাজার কোটি টাকার নতুন প্রিমিয়াম আয় করার লক্ষমাত্রা ঠিক করেছে জীবনবিমা নিগমের পূর্বাঞ্চল শাখা। এর মধ্যে ১০২২ কোটি টাকার প্রিমিয়াম ইতিমধ্যেই হাতে এসে গিয়েছে। এই তথ্য জানান পূর্বাঞ্চলে জীবনবিমা নিগমের জোনাল ম্যানেজার এস কে রায়। শনিবার ‘জীবনদীপ’ শীর্ষক এতটি ক্ষুদ্র বিমা বা মাইক্রো ইনসিওরেন্স প্রকল্প বাজারে ছাড়ল সংস্থাটি। বিশ্ব জোড়া মন্দরা পর মাঝে কিছু দিন শ্লথ থাকার পর ব্যবসার বৃদ্ধি ফের গতি পেয়েছে জীবনবিমার। এর জন্যই গত আর্থিক বছরে নতুন বা প্রথম প্রিমিয়াম বাবদ আয় ৪ হাজার কোটি ছোঁয়ার পর চলতি আর্থিক বছরে তা প্রায় ৪০ শতাংশ বাড়ানো সম্ভব হবে বলে মনে করছেন রায়। পাশাপাশি চলতি আথিক বছরে ৫৬ লক্ষ ৫০ হাজারের মতো নতুন পলিসি বিক্রি করা সম্ভব হবে বলেও মনে করছেন কর্তৃপক্ষ। গত আর্থিক বছরে ওই সংখ্যাটি ছিল ৪৮ লক্ষ। জীবনদীপ বিমা প্রকল্পটি হল এনডাওমেন্ট পলিসি। এতে প্রিমিয়ামের উপর নির্দিষ্ট অঙ্কের টাকা নিশ্চিত ভাবে অতিরিক্ত পাওয়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। এ ছাড়া থাকবে ‘লয়্যালটি বোনাস’। বিমাকৃত টাকার নূ্যনতম অঙ্ক ৫ হাজার টাকা।
|
কর ফাঁকি প্রতিরোধ আইন চালু সময়সীমা ৩ বছর পিছনোর সুপারিশ করল পার্থসারথি সোমের নেতৃত্বাধীন কমিটি। কর ফাঁকির অঙ্ক ৩ কোটি টাকার সীমা ছাড়ালে তবেই যাতে এই আইন প্রযোজ্য হয়, সেই সুপারিশও করেছে কমিটি। কিন্তু তিন বছর পর ২০১৬-’১৭ অর্থবর্ষের মূল্যায়ন করে এই আইন যাতে ২০১৭-’১৮ সালে অবশ্যই প্রয়োগ করা হয়, তা নিশ্চিত করতে বলেছে তারা। পাশাপাশি, শেয়ার কেনাবেচা করে যে মুনাফা হয়, তার উপর কর তুলে দেওয়ার প্রস্তাবও করেছে তারা। কমিটির এই সুপারিশকে আশাজনক বলে ব্যাখ্যা করে তাকে স্বাগত জানিয়েছে শিল্প-সহ সংশ্লিষ্টমহল।
|
চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে (এপ্রিল-জুন) ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্সের মুনাফা বেড়েছে ১০%। হয়েছে ৩৯১ কোটি টাকা। মোট আয় ১৯.৭% বেড়ে হয়েছে ৪৬৯৫.৫ কোটি। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের নিট মুনাফা ১৩% বেড়ে হয়েছে ১২৪৬ কোটি টাকা। আর সুদ থেকে আস বেড়েছে ২৬.৮%। দাঁড়িয়েছে ১০,৫৪৫ কোটিতে। |