টুকরো খবর |
বিরোধী-দখলে সিরিয়ার বিমানঘাঁটি
সংবাদসংস্থা • আলেপ্পো |
রাষ্ট্রপুঞ্জ যতই চাপ দিক না কেন সিরিয়ায় সরকার আর বিক্ষুব্ধদের মধ্যে সংঘর্ষ আরও তীব্রতর হচ্ছে। আজ হঠাৎ হামলা চালিয়ে তুরস্ক সীমান্তের কাছে একটা সেনা বিমানঘাঁটি দখল করে নিল বিক্ষুব্ধরা। রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পর্যবেক্ষক দলের প্রধান রামি আব্দুল রহমান এই হামলার সত্যতা স্বীকার করে নিয়েছেন। তিনি জানিয়েছেন, বিক্ষুব্ধরা ১৬ জন সেনাকে অপহরণ করেছেন। সেই সঙ্গে সেনার প্রচুর অস্ত্রশস্ত্রও লুঠ করে নিয়েছেন তাঁরা। এই অপহরণ কাণ্ডের ছবি তুলে তা অনলাইনে পোস্টও করে দিয়েছেন বিক্ষুব্ধরা। তাঁরা ইরাক সীমান্তের কাছে আবু কামাল বিমানঘাঁটিও দখল করতে গিয়েছিলেন। কিন্তু সরকারি সেনা বাহিনীর আক্রমণের কাছে তাঁরা পিছু হঠে বলে জানান আব্দুল রহমান। রাষ্ট্রপুঞ্জের তরফে জানানো হয়েছে, গত এক সপ্তাহে সিরিয়ায় দু’পক্ষের গুলিতে প্রায় ১৬০০ জন নিহত হয়েছেন। এর মধ্যে বেশির ভাগই সাধারণ নাগরিক বলে রাষ্ট্রপুঞ্জের দাবি। রাষ্ট্রপুঞ্জের হিসেবে প্রায় ১২ লক্ষ মানুষ দেশছাড়া। এর মধ্যে প্রাণ বাঁচাতে প্রতিবেশী তুরস্ক আর ইরাকে পালাচ্ছেন সিরিয়ার বাসিন্দারা। দেড় বছরে তুরস্কের বৈধ অনুপ্রবেশকারীর সংখ্যা দেড় লক্ষের বেশি। রাষ্ট্রপুঞ্জের মহাসচিব বান কি মুন জানিয়েছেন, যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় আন্তর্জাতিক ত্রাণকর্মী পাঠানোর জন্য বাশর আল আসাদের উপর চাপ বাড়িয়েছেন। বাসাদ পরোক্ষে তাঁর বক্তব্য মেনে নিয়েছেন বলেও দাবি করেছেন বান কি মুন।
|
ভারতীয়র সম্মান
সংবাদসংস্থা • ওয়াশিংটন |
ভারতীয় বংশোদ্ভূত রমেশ ওয়াধবানি-সহ আরও ন’জনকে কেনেডি সেন্টারের শিল্পকলা বিভাগের অছি সদস্য হিসেবে নিযুক্ত করার কথা ঘোষণা করলেন ওবামা।
|
উদ্ধার ৪৩
সংবাদসংস্থা • জাকার্তা |
শ্রীলঙ্কা থেকে অস্ট্রেলিয়া পালাচ্ছিলেন ৪৩ জন। কিন্তু নৌকার ইঞ্জিন বিগড়ে যাওয়ায় ন’দিন অনাহারে কাটান তাঁরা। ইন্দোনেশিয়ার মৎস্যজীবীরা উদ্ধার করলেন তাঁদের।
|
সেনাঘাঁটিতে হামলা
সংবাদসংস্থা • গজনি |
জোড়া আত্মঘাতী হামলার কবলে ন্যাটোর সেনা-ছাউনি। মৃত্যু হয়েছে দুই পুলিশ-সহ বারো জনের। আহত আরও অনেকে। শনিবার আফগানিস্তানের ঘটনা।
|
ড্রোন হানা
সংবাদসংস্থা • ইসলামাবাদ |
ড্রোন হানায় পাকিস্তানে নিহত হয়েছে ছয় সন্দেহভাজন জঙ্গি। শনিবার উত্তর ওয়াজিরিস্তান প্রদেশের দেগানে উড়ান থেকে ৪টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।
|
মুখোমুখি সংঘর্ষ
সংবাদসংস্থা • আবুজা |
দুই বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ২৯ জনের। শুক্রবার উত্তর নাইজিরিয়ার ঘটনা। আহত হয়েছেন কমপক্ষে ষোলো জন।
|
দুর্ঘটনায় মৃত্যু
সংবাদসংস্থা • লিমা |
নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস। মারা গিয়েছেন দশ জন। আহত ৩০-এরও বেশি। এর মধ্যে ৯ জন শিশু। দক্ষিণ-পূর্ব পেরুর ঘটনা।
|
রিহানার কীর্তি
সংবাদসংস্থা • লন্ডন |
খেতে-খেতেই টেবিলে উঠে পড়েছিলেন তিনি। চিনতে না পেরে ক্লাব থেকে তাঁকে তাড়িয়েই দিচ্ছিলেন বাউন্সাররা। শেষে বন্ধুদের দৌলতে রক্ষা পান গায়িকা রিহানা।
|
কেন্দ্রে লুইজিয়ানা
সংবাদসংস্থা • ওয়াশিংটন |
আইজ্যাক বিধ্বস্ত লুইজিয়ানাকে ঘিরে চড়ছে রাজনীতির পারদ। দু’দিন আগেই ঘুরে এসেছিলেন রোমনি। এ বার সেখানে যাওয়ার কথা জানিয়েছেন ওবামাও।
|
আবেদন সেনেটরদের
সংবাদসংস্থা • ওয়াশিংটন |
পাকিস্তানে ধর্মদ্রোহের অভিযোগে ধৃত কিশোরীকে ছেড়ে দেওয়ার আর্জি জানিয়ে আসিফ আলি জারদারিকে চিঠি লিখলেন ৬ মার্কিন সেনেটর।
|
বিতর্কে ক্লিন্ট
সংবাদসংস্থা • ওয়াশিংটন |
ক্লিন্ট ইস্টউডের উপর চটেছে হোয়াইট হাউস। রিপাবলিকান সম্মেলনে শূন্য চেয়ার সামনে রেখে ওবামার উদ্দেশে বক্তৃতা দেন তিনি। |
|