ধারালো অস্ত্রের কোপে যুবকের মৃত্যু পূর্বস্থলীতে |
ধারালো অস্ত্রের কোপে মৃত্যু হল এক যুবকের। শুক্রবার সকালে পূর্বস্থলী ২ ব্লকের ঝাউডাঙা গ্রামের ঘটনা। পুলিশ জানায়, ওই যুবকের নাম আনন্দ তফাদার (৩৫)। বাড়ি স্থানীয় হালতাচরা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিনি এ দিন নিজের গরুর প্রজনন করাতে এসেছিলেন ওই গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে নিজের একটি গরু নিয়ে বেরিয়েছিলেন আনন্দ। ঝাউডাঙা গ্রামের বাসিন্দা সিপিএমের জেলা পরিষদ সদস্য নির্মল দে জানান, সকাল সাড়ে ৭টা নাগাদ দলের একটি কর্মসূচি পালনের উদ্দেশে পতাকা তোলা হচ্ছিল। আচমকা এক জন এসে খবর দেন মাঠে জখম অবস্থায় এক যুবক পড়ে রয়েছেন। তার হাতে কোপ দেওয়া হয়েছে। তারা মাঠের দিকে রওনা দিলে তাঁরা দেখতে পান জখম ওই যুবক গ্রামের দিকে আসার চেষ্টা করছেন। কিন্তু কিছুটা আসার পরেই পড়ে যান তিনি। তড়িঘড়ি একটি গাড়ির ব্যবস্থা করে তাঁকে নদিয়ার নাকাশিপাড়া ব্লক হাসপাতালে ভর্তি করানো হয়। সকাল ৯টা নাগাদ সেখানেই মৃত্যু হয় তাঁর। নির্মলবাবুর দাবি, “কে বা কারা ওই যুবককে নির্জন মাঠে কী উদ্দেশ্যে জখম করল তা বুঝে ওঠা যায়নি।” পূর্বস্থলী থানা সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে।
|
জেলা উদয়চাঁদ গ্রন্থাগারের পরিচালন সমিতির কর্মচারী প্রতিনিধি নির্বাচনে জিতলেন বাম সমর্থিত প্রার্থীরা। এই নির্বাচনে যে দু’টি আসনে ভোট গৃহীত হয় তাতে বামফ্রন্ট সমর্থিত পশ্চিমবঙ্গ সাধারণ কর্মী সমিতির প্রাথী অমিতাভ চক্রবর্তী ও সুখেন্দু দে জয়ী হন। এই নির্বাচনে প্রতি ভোটার অন্তত দু’টি ভোট দিতে পারেন। মোট ৩২৮টি ভোটের মধ্যে জয়ী দু’জন পেয়েছেন যথাক্রমে ১৯৯ ও ২০২টি ভোট। অন্য দিকে, তৃণমূল সমর্থিত কর্মী কল্যাণ সমিতির তিন প্রার্থী এই ভোটে লড়েন। তাঁদের মধ্যে দীনবন্ধু দাস ৮২, সামিম হোসেন সরকার ৯২ ও ইন্দ্রাশিস চৌধুরী পান ৫৩টি ভোট।
|
গলসিতে নিহত নেতার বাড়িতে কংগ্রেসের দল |
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
গলসিতে নিহত দলীয় নেতার পরিবারকে সমবেদনা জানালেন প্রদেশ কংগ্রেস নেতারা। বৃহস্পতিবার রাতে গলসির পোতনা গ্রামে খুন হন সত্যনারায়ণ কর্মকার (৭৫)। শনিবার তাঁর বাড়ি যান প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য, আব্দুল মান্নান, অমিতাভ চক্রবর্তী, মায়া ঘোষ প্রমুখ। মৃতের পরিবারকে অর্থ সাহায্যও করেন তাঁরা। প্রদীপবাবু জানান, পঞ্চায়েত ভোট সংক্রান্ত একটি কর্মিসভা সেরে ফেরার পথেই খুন হন সত্যনারায়ণবাবু। তাঁর দাবি, “সিপিএম থেকে তৃণমূলে ঢোকা দুষ্কৃতীরা খুনের রাজত্ব চালাচ্ছে। এখনই যদি এই অবস্থা হয়, পঞ্চায়েত ভোটে তো রক্তগঙ্গা বইবে।” কংগ্রেস নেতা আব্দুল মান্নানের হুঁশিয়ারি, “বামেদের হঠাতে আমরা লড়াই করেছিলাম। কিন্তু এই আমলেও যে ভাবে আমাদের কর্মীরা আক্রান্ত হচ্ছেন, তাতে প্রয়োজনে এই সরকারকেও সরানোর জন্য আন্দোলনে নামতে হবে।” বিকেলে প্রদেশ কংগ্রেসের একটি প্রতিনিধি দলও রাজ্যপাল এম কে নারয়ণনের সঙ্গে দেখা করে গলসির ঘটনার কথা জানায় বলে কংগ্রেস সূত্রে খবর।
|
অস্বাভাবিক মৃত্যু হল এক বৃদ্ধার। পূর্বস্থলী ১ ব্লকের নসরৎপুর পঞ্চায়েতের হাটসিমলা গ্রামে বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, মৃতের নাম ফণিবালা বসাক (৮০)। স্থানীয় সূত্রে খবর, বছর কয়েক আগে ওই বৃদ্ধার ছেলের মৃত্যু হয়। এ দিন তাঁর বৌমা একটি কীর্তনের অনুষ্ঠানে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন ঘরের মেঝেতে বৃদ্ধার মৃতদেহ পড়ে রয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এ দিন থেকে এলাকায় বৃদ্ধার নাতি বিশ্বজিৎ বসাককে দেখতে পাওয়া যায়নি। কয়েক জন প্রতিবেশির দাবি, কয়েক মাস ধরেই সম্পত্তি নিয়ে ফণিবালাদেবীর সঙ্গে বিশ্বজিতের বিবাদ চলছিল। পূর্বস্থলী থানা সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে। |