ফাইনালে সেঞ্চুরির পিছনে বিরাটের পরামর্শ: উন্মুক্ত
নিজস্ব সংবাদদাতা • নয়ডা |
যার সঙ্গে তার তুলনা হচ্ছে সেই বিরাট কোহলির পরামর্শ বিশ্বকাপ ফাইনালে তাকে সেঞ্চুরি পেতে সাহায্য করেছে। এ কথা জানাচ্ছে স্বয়ং অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক উন্মুক্ত চন্দ। কী কথা হয়েছিল কোহলির সঙ্গে? উন্মুক্ত আজ বলেছে, “বিশ্বকাপের শুরুর দিকে আমি ৩০-৪০ রানে আটকে যাচ্ছিলাম। শেষ পর্যন্ত বিরাটকে এসএমএস করে জানতে চাই, কী ভাবে বড় ইনিংস গড়ব? বিরাট পরামর্শ দিয়েছিল, রানের কথা মাথায় না রেখে প্রতিটি বলকে দেখে খেলো। বিরাটের ওই পরামর্শটা ফাইনালে দারুণ কাজে লেগে গিয়েছিল।” তার সঙ্গে বিরাটের যে ভাবে তুলনা টানা হচ্ছে, তাতেও খুশি নয় উন্মুক্ত, “বিরাটের ধারে কাছে যেতে আমাকে অনেক লম্বা রাস্তা পার করতে হবে। ও অনেক কিছু প্রমাণ করে তবেই ওই উচ্চতায় পৌঁছেছে।” বিশ্বকাপ জেতার পর অনেকের কাছ থেকেই টুইট আর ফোন পেয়েছিল উন্মুক্ত। যার মধ্যে ছিল যুবরাজ সিংহের নামও। “যুবি টুইট করে আমাকে অভিনন্দন জানানোর পাশাপাশি বলে ছিল একজোড়া মোজা কিনে আনতে। আমি ওর জন্য সেটা কিনেও এনেছি।” তার পরীক্ষায় বসতে না পারা নিয়ে যে রকম শোরগোল হচ্ছে চার দিকে, তা নিয়ে একটু অস্বস্তিতে উন্মুক্ত। বলেই ফেলে, “এই ব্যাপার নিয়ে এত বিতর্ক উঠবে আমি ভাবতেই পারিনি। আমি শুধু এইটুকু বলব, এর চাপ আমার খেলার উপর পড়বে না।”
|
ফ্যালকাওয়ের হ্যাটট্রিকে চুরমার চেলসি
সংবাদসংস্থা • মোনাকো |
আগুনে ফর্মে থাকা স্ট্রাইকার রাদামেল ফ্যালকাওয়ের হ্যাটট্রিকে ইউরোপীয় সুপার কাপে চেলসিকে ৪-১ দুরমুশ করল অ্যাটলেটিকো মাদ্রিদ। তিন দিন আগে স্পেনের মাঠে অ্যাটলেটিকো বিলিবাওয়ের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন ফ্যালকাও। শুক্রবার চেলসির বিরুদ্ধে যেন সেখান থেকেই শুরু করলেন। ম্যাচের মাত্র ৬ মিনিটের মাথায় তিনি দুর্দান্ত চিপে প্রথম বোকা বানান চেলসি গোলরক্ষক পের চেককে। বিশ্বের অন্যতম সেরা গোলকিপার ফ্যালকাওয়ের কাছে এ দিন পরাস্ত হলেন আরও দু’বার, ১৯ মিনিট এবং ৪৪ মিনিটের মাথায়। এর পর ৬০ মিনিটে আবার চেলসির জালে বল ঢুকিয়ে দেন মিরান্ডা। ততক্ষণে ইউরোপা লিগ চ্যাম্পিয়নদের সামনে চ্যাম্পিয়ন্স লিগ জয়ীদের মুখ লোকানোর জাগয়া প্রায় নেই। ৭৫ মিনিটে অ্যাটলেটিকো পেনাল্টি বক্সে একটা জটলা তৈরি হয়। তার মাঝ থেকে বল পেয়ে গিয়ে কাহিল একটা গোল শোধ করেন। গোলটা চেলসির সান্ত্বনা পুরস্কার। খেলা শুরুর আগে ম্যাচটাকে পুরনো ক্লাব বনাম ফের্নান্দো তোরেস বলে প্রচার চলছিল। নিজের পুরনো ক্লাবের বিরুদ্ধে কিন্তু কোনও দাগই এ দিন কাটতে পারলেন না স্প্যানিশ তারকা।
|
জাতীয় অ্যাকাডেমিতে হরভজন
নিজস্ব সংবাদদাতা • বেঙ্গালুরু |
ভারতীয় ক্রিকেটে সাম্প্রতিকালে যাঁকে বাদ দেওয়া নিয়ে সবচেয়ে বেশি কথা হয়েছে, সেই হরভজন সিংহ জাতীয় দলে প্রত্যাবর্তনের লড়াই শুরু করে দিলেন। শুক্রবার বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ঢুকে পড়লেন ‘টার্বুনেটর।’ প্রসঙ্গত, তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপ টিমেও আছেন। তবে শুধু তিনিই নন, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি টিমে থাকা সব সদস্যই হাজির হয়ে গিয়েছেন এনসিএ-তে। ‘অর্জুন’ পুরস্কার নিয়ে দিল্লি থেকে ফিরে এসেছেন যুবরাজ সিংহ। বাংলা থেকে ডাক পাওয়া দুই ক্রিকেটার মনোজ তিওয়ারি এবং অশোক দিন্দাও ঢুকে পড়েছেন। লক্ষ্মীপতি বালাজি এবং ইরফান পাঠানকেও দেখা গিয়েছে। বাকি সদস্যরা চিন্নাস্বামীতে টেস্ট খেলতে ব্যস্ত। আগামী ৬ সেপ্টেম্বর বিশাখাপত্তনম রওনা হচ্ছে টি-টোয়েন্টি টিম।
|
অনির্বাণই ভবিষ্যৎ, বলছেন জ্যোতি
সংবাদসংস্থা • ক্র্যা মঁতানা |
অনির্বাণ লাহিড়ির হাতে ভারতীয় পেশাদার গল্ফের ভবিষ্যৎ উজ্জ্বল বলে মন্তব্য করলেন জ্যোতি রণধাওয়া। আটবারের এশীয় ট্যুর চ্যাম্পিয়ন থ্রি আন্ডার ৬৮ স্কোর করে ওমেগা ইউরোপীয় মাস্টার্সের প্রথম রাউন্ডের শেষে ষষ্ঠ স্থানে। ব্রিটিশ ওপেনে ৩১ নম্বরে থেকে চোখ টেনে নেওয়া অনির্বাণ প্রথম রাউন্ডে যথেষ্ট ভাল ফল করেছিলেন। রণধাওয়া অনির্বাণ সম্বন্ধে বলেছেন, “ও দারুণ প্রতিভা। খুব ভাল খেলছে। খুব ফোকাসড বলে ও অনেক দূর যাবে। ও-ই ভারতীয় গল্ফের ভবিষ্যৎ।” নিজের সম্পর্কে জ্যোতি বলছেন, “দু-তিন মাস বিশ্রামের পর এই পারফরম্যান্সে আমি খুশি।”
|
আফগান মেয়েরা সুব্রত কাপে
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
সুব্রত কাপে এ বার খেলতে আসছে ইউরোপের দুই ক্লাবের স্কুল দল-- এফসি ডায়নামো কিয়েভ (ইউক্রেন) ও কার্ডিনাল হিনান কলেজ (গ্রেট ব্রিটেন)। আসছে বাংলাদেশ, আফগানিস্তান ও নেপালের স্কুল। বাংলা থেকে আছে কল্যাণগড় বিদ্যামন্দির (অনূর্ধ্ব ১৪), মোজপুর ভারতী বিদ্যামন্দির (অনূর্ধ্ব ১৭) এবং নাসিবপুর হাইস্কুল (অনূর্ধ্ব ১৭ মেয়ে)। আফগানিস্তানের অনূর্ধ্ব ১৭ মেয়েদের দলও আসছে। টুর্নামেন্ট শুরু ৩ সেপ্টেম্বর।
|
পরিদর্শনে গৌতম
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
ফেডারেশন কাপের আগে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের পরিকাঠামোর কাজ খতিয়ে দেখলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। শুক্রবার সকাল ১১টা নাগাদ স্টেডিয়ামে যান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। আজ, শনিবার জলপাইগুড়ি থেকে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের ফ্লাড লাইট উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। সে সংক্রান্ত কাজও খতিয়ে দেখেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। তিনি বলেন, “বহু বছর পর ফুটবলের বড় আসর বসছে। তার কাজ চলছে।
|
মেয়েদের সাফ ফুটবলে তুলি
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ছেলেদের ফুটবলে জাতীয় দলে এখনও বাংলার অনেক সদস্য জায়গা করে নেন। মেয়েদের ফুটবলে ছবিটা কিন্তু আলাদা। কলম্বোয় মেয়েদের সাফ ফুটবলের জন্য ঘোষণা হল কুড়ি জনের ভারতীয় দলের। সেখানে বাংলা থেকে সুযোগ পেলেন শুধু ডিফেন্ডার তুলি গুন। ৭ সেপ্টেম্বর থেকে শুরু এই টুর্নামেন্টের ফাইনাল হবে ১৬ সেপ্টেম্বর। দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন মণিপুরের বেমবেম দেবী। |