টুকরো খবর
ব্রহ্মেশ্বর খুনে রাঁচি থেকে ধৃত ফেরার প্রিন্স
বিহারের রণবীর সেনা প্রধান ব্রহ্মেশ্বর মুখিয়া হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত প্রিন্স পাণ্ডেকে কাল রাতে রাঁচির সিল্লি থেকে পাকড়াও করেছে বিহার পুলিশ। প্রিন্সের মোবাইল ফোনের সূত্র ধরে রাঁচি পুলিশের সহযোগিতায় কাল রাতে সিল্লি, মুরি ও সংলগ্ন এলাকায় ঝাড়খণ্ড পুলিশের সহায়তায় জাল বিছিয়েছিল বিহার পুলিশ। পুলিশ জানিয়েছে, বিহারের আরা জেলার বাসিন্দা প্রিন্স পাণ্ডে। সম্প্রতি প্রিন্স রাঁচির মুরি এবং সিল্লি এলাকায় গা-ঢাকা দিয়েছিল। মুরি, সিল্লি এলাকায় প্রিন্সের অবস্থানের কথা তার মোবাইলের সূত্র ধরেই জানতে পারে বিহার পুলিশ। তার ভিত্তিতে ক’দিন ধরে মুরি এবং সিল্লির কিছু জায়গায় সাদা পোশাকে ওৎ পাতে পুলিশ। পুলিশ জানায়, কাল রাতে সিল্লি থেকে মুরি এলাকার কোনও ব্যক্তির সঙ্গে মোবাইলে কথা বলছিল প্রিন্স। মোবাইলের সূ্ত্রে ওই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ড এবং বিহার পুলিশ যৌথভাবে সিল্লিতে প্রিন্সের অবস্থান চিহ্নিত করে, এলাকাটি ঘিরে ফেলে। ধরা পড়ে যায় রণবীর সেনা প্রধানের হত্যাকাণ্ডের মূল পাণ্ডা, প্রিন্স। উল্লেখ্য, এই মামলায় অভিযুক্তদের মধ্যে প্রিন্সই একমাত্র ফেরার ছিল। গত ১ জুন ভোজপুরে ব্রহ্মেশ্বর মুখিয়া খুন হন। কয়েকদিন আগে, ৯০ দিনের সময়সীমা শেষ হওয়ার আগেই পুলিশ আদালতে এই মামলার চার্জশিট জমা দিয়েছে।

নিখোঁজ কিশোরীর দেহ নিয়ে উত্তেজনা
নিখোঁজ মেয়ের মৃতদেহ উদ্ধারের পর উত্তপ্ত হয়ে উঠল অরুণাচল প্রদেশের তাওয়াং। ভাঙচুর হল জেলাশাসকের দফতর। পুলিশ জানায়, গত ২৮ অগস্ট সকাল থেকে ১৫ বছরের এক কিশোরীর সন্ধান মিলছিল না। তাঁর পরিবার পুলিশে নিখোঁজ ডায়েরিও করেন। পরে তাওয়াং শহরের কাছে, শিরো গ্রামে মেয়েটির নগ্ন মৃতদেহ মেলে। পুলিশের সন্দেহ, তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হয়। ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু মেয়েটির পরিবার দাবি করে, ধৃতদের তাঁদের হাতে তুলে দিতে হবে। গ্রামবাসীরা জেলাশাসকের দফতর, থানা ও বিআরটিএফ শিবির ঘেরাও করে। বিআরটিএফ শিবির তছনছ করে দেওয়া হয়। তাদের ছোড়া পাথরে জেলাশাসকের দফতর ও দফতরের সামনে থাকা কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

রাঁচিতে জোড়া খুন
রাঁচির সোনাহাতু এলাকায় কাল রাতে দুই যুবককে পিটিয়ে, পাথর দিয়ে থেঁতলে হত্যা করা হয়েছে। নিহত দু’জনই সোনাহাতু লাগোয়া তামার থানা এলাকার বাসিন্দা। তাদের নাম আস্তাফ আলম ওরফে বাবলু খান (২৩) এবং মুন্না কুমার (২৭)। পুরনো বিবাদের জেরে এই জোড়া খুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে পুলিশের সন্দেহ। টোপ দিয়ে কাল রাতে দুই যুবককে তামার থেকে সোনাহাতুতে ডেকে এনেই খুন করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

ধৃত তিন আলফা
দু’টি পৃথক ঘটনায় পুলিশের হাতে ধরা পড়ল তিন আলফা জঙ্গি। পুলিশ জানায়, গত কাল রাতে অসম ও মেঘালয় সীমানার রংজুলি থেকে রেকিংসন মারাক ও যতিচরণ বড়ো নামে দুই জঙ্গিকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে আইইডি, ডিটোনেটর ও রিমোট কন্ট্রোল যন্ত্র উদ্ধার করা হয়েছে। অন্য দিকে, আজ উত্তর গুয়াহাটি থেকে ধরা পড়ে আলফা জঙ্গি মিঠুন রাভা। তার কাছে মিলেছে পিস্তল। পুলিশের দাবি, সে ধূপঝড়া বিস্ফোরণে যুক্ত ছিল।

আত্মঘাতী ডিএসপি
নিজের রিভলভার থেকে মাথায় গুলি চালিয়ে আত্মঘাতী হলেন এক প্রাক্তন ডিএসপি। ঘটনাটি ঘটেছে গুয়াহাটির মালিগাঁওতে। পুলিশ জানায়, কাল রাতে অশোক চৌধুরী (৬৮) নামে ওই অবসরপ্রাপ্ত ডিএসপি আনন্দনগর এলাকায়, নিজের বাড়ির ছাদে উঠে গুলি চালাতে থাকেন। খবর পেয়ে পুলিশ আসে। কিন্তু পুলিশ তাঁকে ধরার চেষ্টা করলে নিজের মাথায় গুলি চালিয়ে দেন অশোকবাবু। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশের প্রাথমিক অনুমান, মানসিক ভারসাম্য হারিয়েই তিনি এমনটা করেছেন।

আত্মঘাতী তিন লাখ
১৯৯৫ থেকে ২০১১-এর মধ্যে প্রায় ২ লক্ষ ৯০ হাজার কৃষক আত্মহত্যা করেছেন। শুক্রবার রাজ্যসভায় এই তথ্য জানান কৃষি প্রতিমন্ত্রী হরিশ রাওয়াত।

ফ্যাশনে মেরি
ফ্যাশন শো-এ হাঁটতে চলেছেন অলিম্পিক ব্রোঞ্জজয়ী মেরি কম। শাবানা আজমির স্বেচ্ছাসেবী সংস্থার জন্য। এ ছাড়াও হাঁটবেন অর্জুন কপূর ও সোনাক্ষি সিন্হা।

কৃতজ্ঞ সনিয়া
রায়বরেলী-অমেঠিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করেছেন মুলায়ম সিংহ যাদব। তাইমুলায়মকে ধন্যবাদ জানান রায়বরেলীর সাংসদ সনিয়া গাঁধী।

পণ রুখতে
পণের বিরুদ্ধে কড়া হচ্ছে কেন্দ্রীয় সরকার। পণ যারা নেয়, তাদের পাঁচ থেকে সাত বছরের কারাদণ্ড চায় কেন্দ্র। এই জন্য আইন সংশোধনের কথাও ভাবা হচ্ছে।

গোড়ার থেকে
বিশেষ আদালতে নতুন করে ভোপাল গ্যাস বিপর্যয়ে ইউনিয়ন কার্বাইডের বিরুদ্ধে তদন্ত শুরু করার আর্জি জানানো হবে। শুক্রবার এ কথা জানায় একটি স্বেচ্ছাসেবী সংস্থা।

নয়া নৌসেনাপ্রধান
নতুন নৌসেনাপ্রধান অ্যাডমিরাল দেবেন্দ্র কুমার জোশী শুক্রবার দায়িত্ব নিলেন। অ্যাডমিরাল নির্মল বর্মার স্থলাভিষিক্ত হলেন তিনি।

জানাল ডিআরডিও
সন্ত্রাসবাদী হামলার ছক কষার অভিযোগে ধৃত বিজ্ঞানী আজিজ আহমেদ মির্জার কাছে কোনও সংবেদনশীল গোপন তথ্য ছিল না বলে জানিয়েছে ডিআরডিও।

অপমানে আত্মঘাতী
একই গাড়িতে যাচ্ছিল দুই কলেজ ছাত্রছাত্রী। গাড়িটিকে দাঁড় করায় পুলিশ। মেয়েটির ছবি তোলায় সংবাদমাধ্যমকে দিয়ে। অপমানে রেললাইনে আত্মহত্যা করে মেয়েটি।

বজ্রাঘাতে মৃত্যু
বৃহস্পতিবার সিকিমের ছেত্রীপুল এলাকাতে বজ্রপাতে ৩ যুবকের মৃত্যু হয়। তাঁরা জলপাইগুড়ির রাজগঞ্জের মান্তাদাড়ি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.