|
|
|
|
|
|
|
চিত্রকলা ও ভাস্কর্য ২... |
|
তুলে ধরেছেন নাগরিক জীবনের সংকট |
মৃণাল ঘোষ |
সম্প্রতি অ্যাকাডেমিতে ‘মেটাফোরিক ল্যান্ডস্কেপ’ শিরোনামে অর্পিতা প্রধানের প্রথম একক প্রদর্শনী হল। রবীন্দ্রভারতী থেকে এই শিল্পী ২০০৮-এ ব্যবহারিক কলায় স্নাতকোত্তর করেছেন। বিজ্ঞাপন-ভিত্তিক পপ-আর্টের কিছু অনুষঙ্গ ব্যবহার করে অর্পিতা এই সময়ের নাগরিক জীবনের সংকটকে ধরতে চেষ্টা করেছেন। আজকের নাগরিক জীবনের নিহিত শূন্যতা উঠে এসেছে। ‘দ্য আরবান জাঙ্গল’, ‘দ্য কসমোপলিটান লাইফ স্টাইল’, ‘ব্লো-হর্ন’ ইত্যাদি ছবিতে তার পরিচয় আছে। ‘দ্য ফেসবুক’-এ তিনটি কার্টুনধর্মী মুখাবয়বের রূপায়ণে তাঁর অঙ্কনের দক্ষতার পরিচয় পাওয়া যায়। |
|
|
প্রদর্শনী
চলছে
সিমা: ‘সামার শো’ আজ শেষ।
বিড়লা অ্যাকাডেমি: কৃষ্ণেন্দু সাহা, তন্ময় নায়ক, তনুময় নস্কর প্রমুখ কাল শেষ।
সনাতন সাহা, সুদীপ সাহা, সৈকত হালদার, মিঠুন দাশগুপ্ত,
মানিককুমার ঘোষ,
তুষারকান্তি প্রধান প্রমুখ ১৯ সেপ্টেম্বর পর্যন্ত।
অ্যাকাডেমি: অঞ্জন দাস, হরি সিংহ, রণজিৎ শী, চন্দন ভান্ডারী প্রমুখ ৪ সেপ্টেম্বর পর্যন্ত।
গ্যালারি ৮৮: অনিতা রায়চৌধুরী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। |
|
|
|
|
|