বাঘা বাঘা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে ঠকিয়ে ৪০০ কোটি টাকা জালিয়াতির অভিযোগে ধরা পড়লেন পিতা-পুত্র। সিবিআই সূত্রের খবর, কলকাতার সাউথ এন্ড পার্কের বাসিন্দা ওই দুই অভিযুক্তের নাম অনন্ত কোঠারি এবং তাঁর বাবা রঞ্জিত সিংহ কোঠারি। শুক্রবার রাতে সিবিআই তাঁদের গ্রেফতার করে। ১০-১২টি ভুয়ো সংস্থার নামে ভুয়ো নথি দেখিয়ে তাঁরা চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ৪০০ কোটি টাকা ঋণ নিয়েছিলেন বলে অভিযোগ। ২০১১ সালের জুলাইয়ে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে সিবিআইয়ের ব্যাঙ্ক নিরাপত্তা ও জালিয়াতি দমন শাখা। তদন্তকারী অফিসারদের দাবি, যথেষ্ট তথ্যপ্রমাণের ভিত্তিতেই বাবা ও ছেলেকে গ্রেফতার করা হয়েছে।
|
টালা-পলতা জলপ্রকল্পে পাইপলাইনের কাজের জন্য আজ, শনিবার বিকেল থেকে উত্তর ও মধ্য কলকাতা-সহ দক্ষিণ কলকাতার কিছু ওয়ার্ডে জল বন্ধ থাকবে। মেয়র শোভন চট্টোপাধ্যায় জানান, শীঘ্রই ওই প্রকল্পে আরও ৩.৫ কোটি গ্যালন জল সরবরাহ হবে। রবিবার সকাল থেকে সরবরাহ স্বাভাবিক হবে। দক্ষিণ কলকাতার ৬৬-৭৪, ৮৩-৮৮, ৯০ ও ৯১ নম্বর ওয়ার্ডেও জল বন্ধ থাকবে।
|
দুই নাবালককে সময় মতো আদালতে হাজির না করার অভিযোগে লেক টাউন থানার আইসি ও তদন্তকারী অফিসারকে তলব করলেন বিধাননগর জুভেনাইল আদালতের মুখ্য ম্যাজিস্ট্রেট। পুলিশ জানায়, অটো চুরির অভিযোগে ২৮ অগস্ট ওই দু’জনকে ধরা হয়। অভিযোগ, পরদিন আদালতে পেশ না করে তাদের থানায় আটকে রাখা হয়। শুক্রবার তাদের আদালতে তোলা হয়। |